Breaking




Monday, 6 November 2023

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০২

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০২

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০২
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০২
নমস্কার বন্ধুরা,
তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০২ এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর গুলি দেওয়া আছে। 
তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০২

০১. দুধের PH মাত্রা কত ? 
[A] ২.৪ 
[B] ৩.৮ 
[C] ৬.৬
[D] ৮.০

০২. মহাকাশচারীদের কাছে আকাশের রং ____ হয় ? 
[A] নীল 
[B] সাদা 
[C] লাল 
[D] কালো

০৩. কোন রাজ্যের "রাজ্য জলজ প্রাণী" হিসাবে ঘোষিত হলো গাঙ্গেয় ডলফিন ?
[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] পশ্চিমবঙ্গ
[D] উত্তর প্রদেশ

০৪. পলাশীর যুদ্ধ হয়েছিল কবে ? 
[A] ১৭৫৬ সালে 
[B] ১৭৫৭ সালে
[C] ১৭৫৮ সালে 
[D] ১৭৫৯ সালে

০৫. গান্ধীজী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন ? 
[A] মুম্বাই 
[B] লখনৌ 
[C] বেলগাম 
[D] লাহোর

০৬. জিহ্বার পেছন দিক কোন ধরনের স্বাদ বুঝতে পারে ? 
[A] তিক্ত 
[B] মিষ্টি 
[C] টক 
[D] নোনতা

০৭. Asian Para Games 2023 শুরু হলো কোন দেশের হ্যাংজু শহরে ?
[A] অস্ট্রিয়া
[B] আর্জেন্টিনা
[C] চীন 
[D] ব্রাজিল

০৮. জাফরান চাষ হয় কোন রাজ্যে ? 
[A] কর্ণাটক 
[B] ওড়িশা 
[C] কেরালা 
[D] জম্মু ও কাশ্মীর 

০৯. গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে ? 
[A] কুষান 
[B] পাল 
[C] গুপ্ত 
[D] মৌর্য

১০. কোন সালের অলিম্পিকসে ক্রিকেটকে অনুমোদন করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ?
[A] ২০৩২
[B] ২০২৮ 
[C] ২০২৭
[D] কোনোটিই নয়

১১. ৬৫ লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত ১০ : ৯ , ওই মিশ্রনে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত ৮ : ৫ হবে ?
[A] ১৬ ১/৪ 
[B] ১৭
[C] ১৬
[D] ১৪ ১/৪

১২. ক্ষুদ্রতম কোন সংখ্যা ৮৯৫৮ এর সাথে যোগ করতে হবে যাতে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
[A] ৬৯
[B] ৬৭
[C] ৭৭
[D] ৭৯

১৩. কিছু লোক ৩/৭ অংশ কাজ করে ২৮ দিনে । কাজের বাকি অংশ ২১ দিনে শেষ করতে আরও ১৪ জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল ?
[A] ১২
[B] ১৬
[C] ১৮
[D] ২০

১৪. G যদি ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র হয় এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল = ৪৮ বর্গসেমি হলে ত্রিভুজ GBC এর ক্ষেত্রফল কত ?
[A] ৮ বর্গসেমি
[B] ১৬ বর্গসেমি
[C] ২৪ বর্গসেমি
[D] ৩২ বর্গসেমি

১৫. ৩০০ টাকা P,Q,R এর মধ্যে এমনভাগে ভাগ করে দেওয়া হলো যাতে Q, P অপেক্ষা ৩০ টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা ৬০ টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে ?
[A] ২:৩:৫ 
[B] ৩:২:৫
[C] ২:৫:৩
[D] ৫:৩:২

১৬. ঘড়িতে ৯:৩০ সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ হবে ?
[A] ৭৫°
[B] ৮০°
[C] ৯০°
[D] ১০৫° 

১৭. বর্গক্ষেত্রের একটি বাহুকে ২৫% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে ?
[A] ১২৫%
[B] ৫০%
[C] ৫৬.২৫% 
[D] ৫৩.৭৫%

১৮. একটি অংশীদারী কারবারে P, Q এবং R এর মূলধনের অনুপাত ১/৪ : ১/৩ : ১/২ , বছর শেষে যদি মোট লাভ হয় ৩৯০০ টাকা তবে R এর লাভের পরিমান কত হবে ?
[A] ২০০০
[B] ১৮০০ 
[C] ১৫০০
[D] ১২০০

১৯. দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত ৭ : ৪ এবং ব্যয়ের অনুপাত ৫ : ২ । প্রত্যেকের মাসিক সঞ্চয় ২০০০ টাকা হলে, তাদের মাসিক আয় কত ?
[A] ৮০০০,৪০০০
[B] ৭০০০,৪০০০
[C] ৫০০০,২০০০ 
[D] ৬০০০,৩০০০

২০. শ্রেণীকক্ষে বিজয়ের স্থান প্রথম থেকে ২০ তম এবং শেষ থেকে ১০ তম, শ্রেণীটি তে মোট কতজন ছাত্রছাত্রী আছে ?
[A] ৩০
[B] ২৯
[C] ৩১
[D] ২৮

Food SI Practice Set PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০২

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  231 KB



No comments:

Post a Comment