পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF - list of Environment Related Days In Bengali PDF
![]() |
বিভিন্ন পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ |
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে পরিবেশের একটি খুবি প্রয়োজনীয় পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ PDF- তোমারা কোনো রকম সময় নষ্ট না করে অতি অবশ্যই নীচে দেওয়া তালিকাটি মুখস্থ করে রাখবে এবং যদি পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে।
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা
📚 বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
➺ ৫ই জুন
📚 বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় ?
➺ ২১শে মার্চ
📚 বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় ?
➺ ৩রা মার্চ
📚 বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয় ?
➺ ৮ই জুন
📚 বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় ?
➺ ৫ই ডিসেম্বর
📚 বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় ?
➺ ২৩শে মার্চ
📚 বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?
➺ ১১ই জুলাই
📚 বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ?
➺ ২রা ফেব্রুয়ারী
📚 বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?
➺ ২২শে মার্চ
📚 বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় ?
➺ ২২শে মে
📚 বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
➺ ৭ই এপ্রিল
📚 বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয় ?
➺ ১০ই আগস্ট
📚 বিশ্ব গণ্ডার দিবস কবে পালন করা হয় ?
➺ ২২শে সেপ্টেম্বর
📚 বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয় ?
➺ ১২ই আগস্ট
📚 বিশ্ব প্রাণীবিকাশ দিবস কবে পালন করা হয় ?
➺ ৪ঠা অক্টোবর
📚 বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় ?
➺ ১৬ই অক্টোবর
📚 বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয় ?
➺ ১৬ই সেপ্টেম্বর
📚 বিশ্ব রেডক্রস দিবস কবে পালন করা হয় ?
➺ ৮ই মে
📚 বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালন করা হয় ?
➺ ৩০শে জানুয়ারী
📚 বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয় ?
➺ ২৪শে মার্চ
📚 বিশ্ব এডস দিবস কবে পালন করা হয় ?
➺ ১লা ডিসেম্বর
📚 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় ?
➺ ৯ই মে
📚 বিশ্ব জৈব জ্বালানী দিবস কবে পালন করা হয় ?
➺ ১০ই আগস্ট
📚 বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস কবে পালন করা হয় ?
➺ ২৮শে জুলাই
📚 বিশ্ব বাসস্থান দিবস কবে পালন করা হয় ?
➺ ৩রা অক্টোবর
📚 বিশ্ব পশু দিবস কবে পালন করা হয় ?
➺ ৪ঠা অক্টোবর
📚 আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় ?
➺ ২৯শে জুলাই
📚 আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালন করা হয় ?
➺ ১১ই ডিসেম্বর
📚 আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ?
➺ ৩রা ডিসেম্বর
📚 আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় ?
➺ ১লা মে
📚 আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয় ?
➺ ১৫ই মে
📚 জাতীয় সমুদ্র দিবস কবে পালন করা হয় ?
➺ ৫ই এপ্রিল
📚 জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয় ?
➺ ২৩শে ডিসেম্বর
📚 জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ?
➺ ২৮শে ফেব্রুয়ারী
📚 শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় ?
➺ ১৪ই ডিসেম্বর
📚 তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় ?
➺ ৩১শে মে
📚 নাগাসাকি দিবস কবে পালন করা হয় ?
➺ ৯ই আগস্ট
📚 হিরোশিমা দিবস কবে পালন করা হয় ?
➺ ৬ই আগস্ট
📚 ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় ?
➺ ১৪ই নভেম্বর
📚 বসুন্ধরা দিবস কবে পালন করা হয় ?
➺ ২২শে এপ্রিল
পরিবেশ সংক্রান্ত দিবসের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 318 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা | Click Here |
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ | Click Here |
No comments:
Post a Comment