Breaking




Friday 23 February 2024

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক তালিকা PDF - List of Historical Traditions in Bengali PDF

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক তালিকা PDF - List of Historical Traditions in Bengali PDF

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDF - List of Historical Traditions in Bengali PDF
বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDF - List of Historical Traditions in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের দিচ্ছি, বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDF এই পোস্টটি। তোমরা অবশ্যই এই পোস্টটি মন দিয়ে পড়ো এবং মুখস্থ করে নাও। কারন এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে, এই টপিকটি থেকে অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের এখন কাজ হবে নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করা এবং PDF-টি সংগ্রহ করে রাখা।

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা
 
প্রথা প্রবর্তক
মনসবদারী প্রথা আকবর
সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন
রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি
জিজিয়া, জাকাত,খামস কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি
ডাক ব্যবস্থা শেরশাহ
চৌথ ও সরদেশমুখী কর শিবাজী
মহলওয়ারী ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি
ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেনজির
শিলাদার ও বর্গীর অশ্বারোহী শিবাজী
ইক্তাদারী প্রথা নিজামুল মুল্ক
দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি
চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণওয়ালিশ
মারাঠা পেশবাতন্ত্র শাহু
রায়তওয়ারী প্রথা আলেকজান্ডার রিড টমাস মনরো
ঋণদান প্রথা ফিরোজশাহ তুঘলক
সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি
চল্লিশচক্র ও ইক্তা প্রথা ইলতুৎমিস
কৌলিন্য প্রথা বল্লাল সেন
পাট্টা ও কবুলিয়ত শেরশাহ

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  154 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
বৈদিক যুগের বিভিন্ন দেব-দেবীর নাম Click Here
বিভিন্ন রাজবংশের সরকারি ভাষাClick Here

No comments:

Post a Comment