বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা PDF || Official Language of Different Dynasties
নমস্কার,
সকলকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগতম, আমরা আজকে তোমাদের সঙ্গে বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা PDF-টি দিচ্ছি। আজকের পোস্টটি খুবি ছোটো এবং খুবি দরকারি একটি পোস্ট। তোমাদের সঙ্গে এই পোস্টের তালিকাটি খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার কলাম। তোমরা অবশ্যই তালিকাটি পড়ো এবং যদি মনে হয় পোস্টটি সংগ্রহ করে রাখবে সেটাও করতে পারো।
আমরা দেখেছি অনেক অনেক পরীক্ষায় এই টপিকটি থেকে অনেক সময় প্রশ্ন আসে, সুতরাং আর দেরি না করে অবিলম্বে তালিকাটি দেখে নাও এবং খুব ভালোভাবে এই সমস্ত টপিক গুলি মুখস্ত করে নাও।
বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা
রাজবংশ | সরকারি ভাষা |
---|---|
চম্পা | সংস্কৃত |
পল্লব | প্রাকৃত |
গুপ্ত | সংস্কৃত |
মৌর্য | প্রাকৃত |
শাক্য | পালি |
সুলতানি | ফার্সি |
সাতবহন | প্রাকৃত |
সঙ্গম | তামিল/ব্রাহ্মী |
রাষ্ট্রকুট | কন্নড় |
মোঘল | ফার্সি |
বিজয়নগর | তেলেগু |
চালুক্য | তেলেগু |
চোল | তামিল |
বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 111 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বৈদিক যুগের বিভিন্ন দেব-দেবীর নাম | Click Here |
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক | Click Here |
No comments:
Post a Comment