WBCS Prelims Practice Set 2023 PDF In Bengali || WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস সেট 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা ১৬ই ডিসেম্বর WBCS Prelims ২০২৩ পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি লাস্ট মিনিটের WBCS Preliminary Practice Set 2023 in Bengali PDF নিয়ে। যে সেটটি আমরা অতি যত্ন সহকারে বেছে বেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি।
প্রশ্ন গুলি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তোমাদের কাজে আসবে সেটা তোমরা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে।
তাই যেহেতু তোমাদের হাতে আর মাত্র কয়েক ঘণ্টা হাতে আছে সেহেতু আর দেরি না করে লাস্ট মিনিটের প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করে নাও। প্রথমে সেটটির PDF-টি সংগ্রহ করে তারপর খাতা পেন নিয়ে খুবই যত্ন সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও।
WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস সেট বিষয় সমূহ-
- ইংরেজি :: ২৫
- বিজ্ঞান :: ২৫
- কারেন্ট অ্যাফেয়ার্স :: ২৫
- ইতিহাস :: ২৫
- ভারতের স্বাধীনতা সংগ্রাম :: ২৫
- ভূগোল :: ২৫
- ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান :: ২৫
- অঙ্ক ও রিজনিং :: ২৫
WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস সেট 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস সেট 2023
File Format: PDF
No. of Pages: 19
File Size: 644 KB
No comments:
Post a Comment