Breaking




Tuesday, 20 February 2024

আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 || Alipurduar Anganwadi Recruitment 2024

আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 || Alipurduar Anganwadi Recruitment 2024

আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024
আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। যে বিজ্ঞপ্তিটিতে দেখা যাচ্ছে উক্ত জেলার একাধিক ব্লকে শূন্যপদে শিশু বিকাশ সেবা প্রকল্পে সহায়িকা পদে নিয়োগ করা হবে। উক্ত বিজ্ঞপ্তিটি সম্পর্কে সম্পূর্ণ ধরনা তৈরি করতে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও-

বোর্ডের নাম :: আলিপুরদুয়ার সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প 

পদের নাম :: অঙ্গনওয়াড়ি সহায়িকা

মোট শূন্যপদ :: ৯০ টি

ব্লক ভিত্তিক শুন্যপদ :: 
  • আলিপুরদুয়ার II (Addl.) :: ৫টি
  • আলিপুরদুয়ার II (Main) :: ৯টি
  • ফালাকাটা (Addl) :: ৮টি
  • ফালাকাটা (Main) :: ১২টি
  • কালচিনি (Addl-II) :: ৭টি
  •  কালচিনি (Addl-I) :: ৩টি
  • কালচিনি (Main) :: ৫টি
  • কুমারগ্রাম (Main) :: ৫টি
  • কুমারগ্রাম (Addl) :: ৫টি
  • মাদারিহাট (Addl) :: ১৪টি
  • মাদারিহাট (Main) :: ১২টি
  • আলিপুরদুয়ার আরবান :: ৫টি
শিক্ষাগত যোগ্যতা :: উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা :: প্রার্থীর বয়স ৩০শে জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :: প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য গুলি প্রদান করে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ২০শে ফেব্রুয়ারি ২০২৪
আবেদন শেষ ২০শে মার্চ ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

বিঃ দ্রঃ- এই বিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবে যারা উল্লেখিত ব্লকের স্থায়ী বাসিন্দা।




No comments:

Post a Comment