Breaking




Tuesday, 9 January 2024

যোগশ্রী প্রকল্প :: রাজ্য দিচ্ছে বিনামূল্যে সরকারি চাকরীর পরীক্ষার প্রশিক্ষণ - বিস্তারিত দেখে নিন

রাজ্য দিচ্ছে বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ - বিস্তারিত দেখে নিন

যোগশ্রী প্রকল্প :: রাজ্য দিচ্ছে বিনামূল্যে সরকারি চাকরীর পরীক্ষার প্রশিক্ষণ - বিস্তারিত দেখে নিন
যোগশ্রী প্রকল্প :: রাজ্য দিচ্ছে বিনামূল্যে সরকারি চাকরীর পরীক্ষার প্রশিক্ষণ - বিস্তারিত দেখে নিন
ডিয়ার স্টুডেন্ট,
আমরা আজকে তোমাদের জন্য যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেই খবরটি তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য দারুন খুশির খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "যোগ্যশ্রী প্রকল্প" -এর মাধ্যমে মূলত তপশিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ এনে দিচ্ছে। 

গতকাল অর্থাৎ ৮ই জানুয়ারি ২০২৪ তারিখে দুপুর ১২টা ৩০ মিনিটে ধনধান্য প্রেক্ষাগৃহে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের এক বিরাট অংশ পিছিয়ে আছে আর্থিক এবং অন্যান্য কারনে, তাই তাদের কথা মাথায় রেখে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরীর পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এখন আমরা নীচে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ প্রকল্পটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম-

যোগশ্রী প্রকল্প কি ?

মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরীর প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET & WBJEE পরীক্ষা গুলির জন্য রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। 

JEE, NEET & WBJEE পরীক্ষা গুলির জন্য প্রশিক্ষণ -
  • রাজ্য সরকার জানিয়েছে, গত দু বছর ধরে চালু রয়েছে এই প্রকল্পটি। যাতে বলা হচ্ছে রাজ্যজুড়ে বছরে ৩৬টি সেন্টার ১৪৪০ জন তপশিল জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে। 
  • গত দু'বছরে ২৮৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে, ৮ জন IIT-তে, ১৪ জন NIT-তে, IIIT-তে ৫ জন এবং ৩৪ জন MBBS বা BDS-এ ভর্তি হয়েছে।
  • এই বিপুল সাফল্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার প্রকল্পটির পরিধি বৃদ্ধি করেছে এবং প্রশিক্ষণের সময় ১৯৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।
  • এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ৫০টি কেন্দ্র ২০০০ তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে।
সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ -
  • ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে Group- B, C & D পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের সুবিধা প্রদান।
  • ৩০০ ঘণ্টা এবং ৬ মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে এই প্রকল্প, তার পাশাপাশি প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন ক্লাসের সুব্যবস্থা। 
  • প্রতিটি জেলায় ২টি করে সেন্টার গঠন, প্রথম বছর ২৩টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর ২টি করে মোট ৪৬টি সেন্টার মোট ২৩০০ জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবে। 
যোগশ্রী প্রকল্পে কবে থেকে আবেদন শুরু ? 

শুনা যাচ্ছে যোগশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৪-এর ফেব্রুয়ারী থেকে।

যোগশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে ?

আগ্রহী ছাত্রছাত্রীকে এই প্রকল্পে আবেদন করতে অনলাইনে মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট - www.wbbcdev.gov.in


No comments:

Post a Comment