যুবশ্রী প্রকল্প - যোগ্যতা || ডকুমেন্ট || আবেদন পদ্ধতি || কত টাকা পাওয়া যাবে, আরও অন্যান্য তথ্য
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে, বর্তমানে রাজ্যে চাকরীর অবস্থা কীরকম। রাজ্যে অনেক ছেলে মেয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে বাড়িতে বসে আছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সত্ত্বেও আবেদন করতে হচ্ছে একদম ছোটো খাটো চাকরী গুলির জন্য আবেদন করতে হচ্ছে, কারণ বর্তমানে রাজ্যে চাকরীর অবস্থা খুবই খারাপ।
তাই এই পরিস্থিতিতে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চালু করেছেন যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa), যেখানে আবেদন করার পর লিস্টে নাম আসলেই পেয়ে যাবে প্রতিমাসে ১৫০০ টাকা করে। এই যুবশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ২০১৩ সালে এবং যেটা চালু করা হয়েছিল রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য।
যোগ্যতা অর্থাৎ কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে -
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী যুবক-যুবতীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই। তবে কোনও একটি জাতীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকতে হবে আবেদনকারীকে।
- আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে।
ডকুমেন্ট অর্থাৎ প্রকল্পে আবেদনের সমস্ত নথিপত্র -
- আধার কার্ড
- ভোটার আইডি
- মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড
- ব্যাঙ্কের অ্যাকাউন্ট
- পাসপোর্ট সাইজ ফটো
- কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি
উপরিউক্ত নথি গুলি স্ক্যান করে 20KB থেকে 100KB-এর মধ্যে PDF আকারে Save করে রাখতে হবে।
আবেদনের পদ্ধতি -
(১) যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে- employmentbankwb.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) অফিশিয়াল ওয়েবসাইটে যাবার পর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর নীচের দিকে ছোটো একটি বক্সে Blue টিক দেবার পর Accept & Continue অপশনে ক্লিক করতে হবে।
(৪) এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে নিজের সমস্থ তথ্য গুলি দিয়ে পূরণ করতে হবে।
(৫) তারপর ওই পেজের মধ্যেই পাসপোর্ট সাইজ ফটো এবং CV আপলোড করতে হবে, সবশেষে একদম নীচে দুটি বক্সে Blue টিক দেবার পর Submit অপশনে ক্লিক করতে হবে।
(৬) তারপর আবার একটি নতুন পেজ ওপেন হবে সেখানে সমস্থ ডকুমেন্ট গুলির PDF আপলোড করতে হবে। তারপর ফাইনাল Submit অপশনে ক্লিক করতে হবে।
(৭) একেবারে শেষে আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট হিসেবে বের করে রাখতে হবে।
এর পর ওই প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশনটি ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে রাখা জমা দিতে হবে। মাথায় রাখবেন ৬০ দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটা আপনার নথিভূক্ত ফোন নম্বরে আসবে। এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পে নাম থাকা বেকার যুবক-যুবতীদের তালিকা বার করা হবে। সেখানে আপনার নাম থাকলেই পরের মাস থেকেই ১,৫০০ টাকা করে পেতে শুরু করবেন।
No comments:
Post a Comment