WBPSC Clerkship Notification 2023 || পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি 2023
![]() |
পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি PSC মাধ্যমে ক্লার্কশিপ পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে আলোচনা করবো উক্ত নোটিশে আবেদনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি যে গুলি তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তাই আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নাও মাধ্যমিক পাশে ক্লার্কশিপ পদে নিয়োগ 2023 এই পোস্টটির সম্পর্কে।
পরীক্ষার নাম :: WBPSC
পদের নাম :: Clerkship (ক্লার্কশিপ)
মোট শূন্যপদ :: নোটিশে শূন্যপদের উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা :: যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা :: কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ অথবা বাংলাতে প্রতি মিনিটে ১০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা :: প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় আছে।
মাসিক বেতন :: ২২,৭০০ থেকে ৫৮,৫০০ মাসিক বেতন। এছাড়াও অনেক সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন ভাতার ব্যবস্তাও আছে।
আবেদন পদ্ধতি :: প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি :: এই পদে নিয়োগ করা হবে Part-I (Objective Type) এবং Part-II (Conventional Type – Written) এই দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে।
আবেদন মূল্য :: Gen/OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১১০ টাকা এবং SC/ ST/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ৮ই ডিসেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ২৯শে ডিসেম্বর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
No comments:
Post a Comment