Breaking




Friday, 1 December 2023

SSC GD Constable Recruitment 2024 - শুন্যপদ || যোগ্যতা || বয়স || বেতন || আবেদন মূল্য || নিয়োগ পদ্ধতি || আরও অন্যান্য তথ্য

SSC GD Constable Recruitment 2024 - শুন্যপদ || যোগ্যতা || বয়স || বেতন || আবেদন মূল্য || নিয়োগ পদ্ধতি || আরও অন্যান্য তথ্য

SSC GD কনস্টেবল নিয়োগ 2024
SSC GD কনস্টেবল নিয়োগ 2024
সুপ্রিয় বন্ধুরা,
এখন আমরা তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি একটি অত্যন্ত খুশির খবর নিয়ে। সেই খুশির খবরটি হল, SSC GD কনস্টেবল নিয়োগ 2024 । যে বিজ্ঞপ্তিটি গতকাল অর্থাৎ ২৪শে নভেম্বর প্রকাশিত করা হয় SSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে। আমরা এখন সেই বিজ্ঞপ্তিটির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি অত্যন্ত সহজ ভাবে বাংলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 
তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী আবেদন করে দাও। 

পরীক্ষার নাম :: SSC

পদের নাম ::  GD Constable (জিডি কনস্টেবল)

মোট শূন্যপদ :: ২৬,১৪৬টি

শিক্ষাগত যোগ্যতা :: প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা :: ১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন :: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :: প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: এই পদে নিয়োগ করা হবে কম্পিউটার নির্ভর পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক পরিমাপ পরীক্ষা ও মেডিক্যাল টেস্ট এই চারটি পর্বের মাধ্যমে। 

আবেদন মূল্য ::  General/EWS/OBC প্রার্থীদের ১০০ টাকা। SC/ST ও মহিলাদের প্রার্থীদের কোনরূপ টাকা লাগবে না

গুরুত্বপূর্ণ তারিখ ::  

আবেদন শুরু ২৪শে নভেম্বর ২০২৩
আবেদন শেষ ৩১শে ডিসেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here



No comments:

Post a Comment