100+ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন উত্তর PDF || 100+ Anganwadi Worker & Helper Exam Question Answer in Bengali
নমস্কার বন্ধুরা,
তোমাদের কে আজকে আমরা শেয়ার করছি 100+ অঙ্গনওয়াড়ি প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। আজকের পোস্টটির মধ্যে যে প্রশ্ন গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য খুবই কাজে আসাবে। কেননা আমরা এই প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী সমস্ত টপিক গুলি ফলো করে বেছে বেছে নেওয়া।
তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচের প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে প্রশ্ন উত্তর PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো।
100+ অঙ্গনওয়াড়ি প্রশ্ন উত্তর PDF
প্রঃ শেরশাহের প্রকৃত নাম কী ?
উঃ ফরিদ খাঁ
প্রঃ শিখ ধর্মের পঞ্চম গুরু কে ছিলেন ?
উঃ গুরু অর্জুন দেব
প্রঃ দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
উঃ আকবর
প্রঃ কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় ?
উঃ ১৯২৯ সালে
প্রঃ ভারতে GST কবে থেকে চালু হয় ?
উঃ ২০১৭ সালে
প্রঃ আনামুদি শোলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা
প্রঃ ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয় ?
উঃ আকবর
প্রঃ তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন ?
উঃ আকবর
প্রঃ ১৯০৫ সালের কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন ?
উঃ গোপাল কৃষ্ণ গোখলে
প্রঃ সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ?
উঃ ১৯২২ সালে
প্রঃ সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
উঃ ৪৪তম
প্রঃ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে ?
উঃ ১৮৮৫ সালে
প্রঃ ‘শের-ই বঙ্গাল’ কার উপাধি ছিল ?
উঃ ফজলুল হক
প্রঃ লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯১৬ সালে
প্রঃ ‘হাইপেরিয়ন’ কোন গ্রহের উপগ্রহ ?
উঃ শনি
প্রঃ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উঃ সাহিত্য
প্রঃ গাজী মালিক নামে কে পরিচিত ছিলেন ?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক
প্রঃ ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উঃ ছত্তিশগড়
প্রঃ Origin of Species বইটি কার লেখা ?
উঃ ডারউইন
প্রঃ ভিনিগার কিসের জলীয় দ্রবণ ?
উঃ অ্যাসিটিক অ্যাসিড
প্রঃ হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ?
উঃ দয়ারাম সাহানি
প্রঃ আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উঃ স্যার সৈয়দ আহমেদ
প্রঃ কুষাণরা কোন জাতির অংশ ?
উঃ ইউ-চি
প্রঃ ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
উঃ ২৪টি
প্রঃ পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন ?
উঃ জোনাস এডওয়ার্ড সল্ক
প্রঃ ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট ?
উঃ কলকাতা হাইকোর্ট
প্রঃ স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
উঃ অখিল নিয়োগী
প্রঃ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
প্রঃ জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ বক্সিং
প্রঃ তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
প্রঃ URL এর পুরো নাম কি ?
উঃ Uniform Resource Locator
প্রঃ কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রঃ কফিতে কোন উপাদান থাকে ?
উঃ ক্যাফেইন
প্রঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উঃ বোম্বাই
প্রঃ কোন মেঘকে বজ্রমেঘ (Thunder Cloud) বলে ?
উঃ কিউমুলোনিম্বাস
প্রঃ ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয় ?
উঃ ১৯৭৩ সালে
প্রঃ রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উঃ সেতার
প্রঃ ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় ?
উঃ অরুণাচল প্রদেশ
প্রঃ সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহৃত হয় ?
উঃ সিলিকন
প্রঃ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রঃ রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উঃ মুখ্য সচিব
প্রঃ পিত্তরসের উৎস স্থল –
উঃ যকৃৎ
প্রঃ লাখবক্স নামে কে পরিচিত ছিলেন ?
উঃ কুতুবউদ্দিন আইবক
প্রঃ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উঃ হাইগ্রোমিটার
প্রঃ তৃতীয় শিখ গুরুর নাম কি ?
উঃ গুরু অমরদাস
প্রঃ কাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় ?
উঃ ডুয়ার্স
প্রঃ কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেন ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রঃ নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয় ?
উঃ লাসাকে
প্রঃ সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে ?
উঃ বাংলাদেশ
প্রঃ গ্যাসোলিন ব্যবহৃত হয় –
উঃ মোটর গাড়ির জ্বালানিতে
প্রঃ চারমিনার কোন রাজ্যে অবস্থিত ?
উঃ তেলেঙ্গানা
প্রঃ ডলোমাইট কিসের আকরিক ?
উঃ ম্যাগনেসিয়াম
প্রঃ শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন ?
উঃ হর্ষবর্ধন
প্রঃ মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উঃ স্টেপিস
প্রঃ ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
উঃ গঙ্গা
প্রঃ মর্লে মিন্টো সংস্কার আইন কবে হয়েছিল ?
উঃ ১৯০৯ সালে
প্রঃ নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অরুণাচল প্রদেশ
প্রঃ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি ?
উঃ যকৃত
প্রঃ কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৫৭ সালে
প্রঃ অয়েল অব ভিট্রিয়ল কাকে বলে ?
উঃ সালফিউরিক অ্যাসিড
প্রঃ পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা
প্রঃ নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে ?
উঃ অমরকন্টক
প্রঃ কত তারিখে বিশ্ব জলদিবস পালিত হয় ?
উঃ ২২শে মার্চ
প্রঃ সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে ?
উঃ কেরালা
প্রঃ কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
প্রঃ কালপুরুষ কার ছদ্মনাম ?
উঃ সুবোধ ঘোষ
প্রঃ নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
উঃ ভূমধ্যসাগরে
প্রঃ বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
উঃ নবদ্বীপ
প্রঃ রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাইয়ে
প্রঃ কবে জমিদার সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৩৮ সালে
প্রঃ লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উঃ আনাসাগর হ্রদ
প্রঃ আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ ম্যাক্সওয়েল
প্রঃ জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
উঃ ২৮শে ফেব্রুয়ারি
প্রঃ গোবর গ্যাসের প্রধান উপাদান কি ?
উঃ মিথেন
প্রঃ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডিসি
প্রঃ ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ কাজী নজরুল ইসলাম
প্রঃ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উঃ হরিষেণ
প্রঃ ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উঃ জি. কে. গোখলে
প্রঃ কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট
প্রঃ বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
প্রঃ উৎসবের শহর কাকে বলা হয় ?
উঃ মাদুরাই
প্রঃ ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
উঃ ভারত ও চীন
প্রঃ বীরবল ছদ্মনামে কে পরিচিত ?
উঃ প্রমথ চৌধুরী
প্রঃ ঘুমার কোন রাজ্যের নৃত্য ?
উঃ রাজস্থান
প্রঃ কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
প্রঃ কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উঃ সমুদ্র গুপ্ত
প্রঃ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯১৬ সালে
প্রঃ লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি ?
উঃ টায়ালিন
প্রঃ অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ
প্রঃ ভারতের গোলাপি শহর কাকে বলে ?
উঃ জয়পুর
প্রঃ অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উঃ ১৯৬১ সাল
প্রঃ চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন ?
উঃ ১২২১ সাল
প্রঃ স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?
উঃ বাল গঙ্গাধর তিলক
প্রঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ?
উঃ ১৭৬৫ সাল
প্রঃ নাসিক প্রশস্তি কার লেখা ?
উঃ গৌতমী বলশ্রী
প্রঃ তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ আলবিরুণী
প্রঃ হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা ?
উঃ নগরকেন্দ্রিক সভ্যতা
প্রঃ আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন ?
উঃ বৈরাম খাঁ
প্রঃ ভারতের সামরিক শহর কাকে বলা হয় ?
উঃ মিরাট
প্রঃ কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে ?
উঃ মহারাষ্ট্র
প্রঃ রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ টাইবার
প্রঃ বাঘারু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ দেবেশ রায়
প্রঃ ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয় ?
উঃ ৪ঠা ডিসেম্বর
প্রঃ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
উঃ মেসোস্ফিয়ার
প্রঃ বায়ু আয়নিত থাকে কোন স্তরে ?
উঃ থার্মোস্ফিয়ার
প্রঃ কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয় ?
উঃ উত্তরাখণ্ডকে
প্রঃ ভারতের প্রাচীনতম লিপির নাম কি ?
উঃ সোহর লিপি
প্রঃ ভূমধ্যসাগরের চাবি কাকে বলে ?
উঃ জিব্রাল্টর প্রণালীকে
প্রঃ অরবিন্দ ঘোষের গুরু কে ছিলেন ?
উঃ ঠাকুর সাহেব
100+ অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: 100+ অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 04
File Size: 309 KB
No comments:
Post a Comment