পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর 2023 PDF || WBPSC Clerkship Question Answer 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা ২০২৩ ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং যারা দীর্ঘ বছর ধরে প্রস্তুতি নিয়ে যাচ্ছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর 2023 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত পরীক্ষার উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর দিয়েছি। যে প্রশ্ন গুলি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখে নাও। আর অবশ্যই প্রচুর পরিমানে বন্ধুদের শেয়ার করবে।
পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর
◨ মোগল আমলে জারি শিল্পের প্রধান দুটি কেন্দ্র কি কি ?
উত্তরঃ ফৈজাবাদ ও খান্দেশ
◨ প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাস্ত হয়েছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদী, জহির-উদ-দ্বীন মহম্মদ বাবরের কাছে
◨ কোন দুর্গে ও কবে শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল ?
উত্তরঃ রায়গড় দুর্গে, ১৬৭৪ খ্রিস্টাব্দে
◨ কাশ্মীরের কোন শাসককে 'কাশ্মীরের আকবর' বলা হত ?
উত্তরঃ জয়নাল আবেদিন
◨ 'আদি ব্রাহ্ম সমাজ' কে স্থাপন করেন?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
◨ লোদী বংশের শেষ সুলতান কে ?
উত্তরঃ ইব্রাহিম লোদী
◨ কারা ভারতে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠা করে ?
উত্তরঃ তুর্কি
◨ অশোক কী উপাধি নিয়েছিলেন?
উত্তরঃ প্রিয়দর্শী
◨ অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন ?
উত্তরঃ বিন্দুসার
◨ 'এরোলিনিমাস' কোন দেশের বিমান সংস্থা ?
উত্তরঃ আর্জেন্টিনা
◨ ভারতের সবথেকে ভালো কোক কয়লা কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ ঝরিয়ায়
◨ 'বুন্দেলখন্ড' ও 'বাঘেলখন্ড' কি ধরনের মালভূমি ?
উত্তরঃ ক্ষয়জাত ব্যবচ্ছিন্ন মালভূমি
◨ 'ত্রিভুবন সড়ক' কোথায় আছে ?
উত্তরঃ ভারত ও নেপালের মধ্যে
◨ কানাড়ি ভাষায় 'মালাদ' শব্দের অর্থ কি?
উত্তরঃ পাহাড়ি দেশ
◨ গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী কোথায় মিশেছে?
উত্তরঃ এলাহাবাদ
◨ পর্যায় সারণীর প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ৫ (প্রথম ধাতুকল্প বোরন)
◨ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মাঝের উষ্ণতার ব্যবধানকে কি বলে ?
উত্তরঃ প্রাথমিক অন্তর
◨ রাবার কে শক্ত করতে রাবারের সঙ্গে কি মেশানো হয় ?
উত্তরঃ সালফার
◨ কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কি ব্যবহৃত হয় ?
উত্তরঃ সিলভার আয়োডাইড
◨ আকাশের রং নীল হয় কেন ?
উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ সবথেকে বেশি
◨ হিরে জ্বলজ্বল করে কেন ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
◨ লোহায় মরিচা পড়লে লোহার ওজনে কি পরিবর্তন হয় ?
উত্তরঃ বেড়ে যায়
◨ মানবদেহে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমাণে রয়েছে ?
উত্তরঃ ক্যালসিয়াম
◨ হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায় ?
উত্তরঃ লোহা
◨ 'গামা রশ্মি' কে আবিষ্কার করেন ?
উত্তরঃ পল উলরিচ ভিল্লার্ড
◨ দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
◨ বাংলার 'আদিনা মসজিদ' কে তৈরি করেছিলেন ?
উত্তরঃ সিকান্দার শাহ
◨ ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ ভাস্কো-দা-গামা
◨ কোন মোগল সম্রাটকে ভারতের ইতিহাস তার 'ভ্রান্ত দাক্ষিণাত্য নীতি'র জন্য মনে রেখেছে ?
উত্তরঃ ওরঙ্গজেব
◨ দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে ?
উত্তরঃ হিমু
◨ 'তক্ষশীলা' কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল ?
উত্তরঃ মৌর্য
◨ 'খালসা প্রথা' কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং
◨ ভারতে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায় ?
উত্তরঃ সম্রাট অশোক
◨ কোন দেশ বেশি কোবাল্ট রফতানি করে ?
উত্তরঃ জিম্বাবোয়ে
◨ অস্ট্রেলিয়া দেশটি কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জেমস কুক
◨ কোন বাঁধের জল বোকারো ইস্পাত কারখানায় সরবরাহ করা হয় ?
উত্তরঃ তেনুঘাট
◨ প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বাম দিকে লেখা হত ?
উত্তরঃ খরোষ্ঠী
◨ কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে 'ভারতের নেপোলিয়ন' আখ্যা দিয়েছেন ?
উত্তরঃ ভিনসেন্ট এ. স্মিথ
◨ ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে ?
উত্তরঃ জাপান
◨ 'ফোয়েন' কোন দেশের স্থানীয় বায়ু ?
উত্তরঃ সুইজারল্যান্ড
◨ কোন আগ্নেয়গিরিকে 'ভূমধ্যসাগরের লাইট হাউজ' বলা হয় ?
উত্তরঃ স্ট্রমবলী
◨ পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায় ?
উত্তরঃ ৩রা জানুয়ারি
◨ কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে ?
উত্তরঃ সুয়েজ খাল
◨ অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত মৌল কোনটি ?
উত্তরঃ সিলিকন
◨ কোন পরিবহন ব্যবস্থাকে 'ভারতের জীবনরেখা' বলা হয় ?
উত্তরঃ রেলপথ
◨ 'কাবেরী' নদীর ডান তীরের উপনদী কোনটি ?
উত্তরঃ অমরাবতী
◨ মেরুপ্রভা কোন অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ কুমেরু অঞ্চল
◨ ভারতের বিদেশনীতি কে ঠিক করে ?
উত্তরঃ মন্ত্রিপরিষদ
◨ 'সুপ্রিম কোর্ট'এর বিচারককে ইমপিচমেন্ট এর জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে ?
উত্তরঃ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা
◨ ভারতীয় সংবিধানের কোন তফশিল ভারতের ভাষার সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ অষ্টম তফশিল
◨ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় ?
উত্তরঃ রাজস্থান (১৯৫৯ সালে নাগৌড় জেলায় এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়)
◨ ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য কি ?
উত্তরঃ কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা
◨ লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন ?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ
◨ স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সর্দার বলদেব সিং
◨ ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত ?
উত্তরঃ কেন্দ্রীয় তালিকা
◨ সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয় ?
উত্তরঃ ভোরবেলায়
◨ সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কোনটি ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্ট
◨ অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কি ?
উত্তরঃ ইস্ট
◨ কোন খাদ্য উপাদান শক্তি সরবরাহ করে না?
উত্তরঃ জল
◨ পৌষ্টিক নালীর কোন অংশের মাধ্যমে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত
◨ উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কি কি ?
উত্তরঃ সংশ্লেষণ ও আত্তীকরণ
◨ প্রোটিন পরিপাকের শেষে কোন পদার্থের সৃষ্টি হয় ?
উত্তরঃ অ্যামাইনো অ্যাসিড
◨ রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়লে কি ঘটবে ?
উত্তরঃ জন্ডিস
◨ রক্তের সঞ্চয়স্থল কোন গ্রন্থি ?
উত্তরঃ প্লীহা
◨ 'ওপেন হার্ট সার্জারি' কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ক্ল্যারেন্স ওয়ালটন লিলেহেই
◨ ফরাসিরা ভারতের সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে ?
উত্তরঃ সুরাতে
ক্লার্কশিপ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 250 KB
No comments:
Post a Comment