পিএসসি ক্লার্কশিপ সিলেবাস 2023 PDF | WBPSC Clerkship Syllabus 2023 in Bengali PDF
![]() |
পিএসসি ক্লার্কশিপ সিলেবাস 2023 |
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা এই পরীক্ষায় বসবে বলে ভাবছো আজকে তোমাদের জন্য এই পরীক্ষার জন্য দারুন উপযোগী একটি পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমরা আজকে ক্লার্কশিপ সিলেবাস 2023 PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত সিলেবাসটির সমস্ত তথ্য গুলি খুব সুন্দর ভাবে বাংলা ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সিলেবাসটি দেখার পর তোমাদের উক্ত পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বরের ধরন সহ আরও অন্যান্য তথ্য সম্পর্কে ধারনা তৈরি হয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নাও সিলেবাসটি।
পিএসসি ক্লার্কশিপ সিলেবাস 2023
পরীক্ষার প্যাটার্ন
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষা
- পরীক্ষার ধরন - অবজেক্টিভ টাইপ
- প্রশ্নের সংখ্যা - ১০০টি
- মোট নম্বর - ১০০
- প্রশ্নের ধরন - MCQ
- সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
- ভাষা - ইংরেজি ও বাংলা
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
জেনারেল স্টাডিজ | ৪০ | ৪০ |
ইংরেজি | ৩০ | ৩০ |
পাটিগণিত | ৩০ | ৩০ |
মোট | ১০০ | ১০০ |
মেন পরীক্ষা
- প্রশ্নের ধরন - ডেসক্রিপটিভ টাইপ (বর্ণনামূলক)
- মোট নম্বর – ১০০
- সময় - ১ ঘন্টা
পেপার | বিষয় | নম্বর |
---|---|---|
Group - A | ইংরেজি | ৫০ |
Group - B | বাংলা/হিন্দি/নেপালি/সাঁওতালি | ৫০ |
মোট | ১০০ |
প্রিলিমিনারি সিলেবাস
জেনারেল স্টাডিজ
❏ কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ভারতের ভূগোল
❏ ভারতীয় সংস্কৃতি
❏ ভারতের ইতিহাস
❏ আন্তর্জাতিক সমস্যা
❏ ভারতে অর্থনৈতিক সমস্যা
❏ রাষ্ট্রবিজ্ঞান
❏ ভারতে অর্থনৈতিক সমস্যা
ইংরেজি
❏ বিপরীত শব্দ এবং তাদের সঠিক ব্যবহার
❏ ইংরেজি ভাষার মৌলিক বিষয়
❏ ব্যাকরণ
❏ বাক্যের গঠন
❏ সমার্থক শব্দ
❏ শব্দভান্ডার
পাটিগণিত
❏ অনুপাত এবং অনুপাত
❏ শতাংশ
❏ লাভ এবং ক্ষতি.
❏ সাধারন সুদ
❏ সরলীকরণ
❏ দশমিক
❏ পুনরাবৃত্ত দশমিক
❏ ভগ্নাংশ
❏ ল.সা.গু ও গ.সা.গু
❏ অংশীদারিত্ব
❏ গড়
❏ সময় এবং কাজ, সময় এবং দূরত্ব
মেন পরীক্ষার সিলেবাস
Group - A (ইংরেজি)
- রিপোর্ট রাইটিং
- সামারি/প্রেসি রাইটিং
- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ
Group - B (বাংলা/হিন্দি/ উর্দু/নেপালি/সাঁওতালি)
- রিপোর্ট রাইটিং
- সামারি/প্রেসি রাইটিং
- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ
ক্লার্কশিপ সিলেবাস 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ক্লার্কশিপ সিলেবাস 2023
File Format: PDF
No. of Pages: 02
File Size: 239 KB
No comments:
Post a Comment