Breaking




Monday, 11 November 2024

রাজ্য মন্ত্রিসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || State Assembly Questions Answers PDF

রাজ্য মন্ত্রিসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || State Assembly Questions Answers PDF

রাজ্য বিধানসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
রাজ্য বিধানসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে যে পোস্টটি শেয়ার করছি সেই পোস্টটি WBCS, WBPSC, WBP, Kolkata Police এই সমস্ত পরীক্ষা গুলির জন্য দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্টটি। যে পোস্টটি সম্পর্কে তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, রাজ্য বিধানসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, যে পোস্টটির মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর দিয়েছি। 
তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো কারণ চাকরির পরীক্ষার জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

রাজ্য মন্ত্রিসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভারতে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ কোনটি ?
উত্তরঃ বিধান পরিষদ

প্রশ্নঃ রাজ্য মন্ত্রিসভার প্রধান কে ?
উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

প্রশ্নঃ রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে ?
উত্তরঃ মুখ্যমন্ত্রী 

প্রশ্নঃ রাজ্যের মন্ত্রীপরিষদ সম্মিলিত ভাবে কার কাছে দায়বদ্ধ থাকে ?
উত্তরঃ বিধানসভা 

প্রশ্নঃ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তার মৃত্যু ঘটনা ঘটলে মন্তিপরিষদের কি ঘটবে ?
উত্তরঃ আপনা থেকে সংশ্লিষ্ট মন্ত্রীপরিষদ ভেঙে যায়  

প্রশ্নঃ রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে ?
উত্তরঃ মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল 


প্রশ্নঃ রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে  ?
উত্তরঃ রাজ্যপাল 

প্রশ্নঃ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার মন্ত্রী পরিষদের কোন সদস্যকে মন্ত্রকচূ্ত করতে চান তাহলে তিনি উক্ত মন্ত্রীকে -
উত্তরঃ (১) পদত্যাগ পত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন (২) রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন (৩) মন্তিপরিষদের রিসাফলিং করার মাধ্যমে মন্ত্রক করতে পারেন 

প্রশ্নঃ কে রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনা করে ?
উত্তরঃ ভারতের নির্বাচন কমিশন

প্রশ্নঃ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বেতন ও ভাতা ঠিক হয় কার দ্বারা ?
উত্তরঃ রাজ্য আইনসভার দ্বারা 

প্রশ্নঃ রাজ্য আইনসভার সদস্য না হয়েও রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকা যায় সর্বাধিক কত মাস ?
উত্তরঃ ৬ মাস 

প্রশ্নঃ রাজ্য মন্ত্রী পরিষদের সভায় কে পৌরহিত্য করেন ?
উত্তরঃ মুখ্যমন্ত্রী

প্রশ্নঃ রাজ্যের কোন পরিষদে অর্থ বিল প্রস্তাব করা হয় ?
উত্তরঃ শুধুমাত্র বিধানসভায়


প্রশ্নঃ কোনো রাজ্যের বিধান পরিষদের গঠন এবং বিলুপ্তির বিধান ভারতীয় সংবিধানে কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে ?
উত্তরঃ 169 ধারা 

প্রশ্নঃ রাজ্যের দ্বিতীয় কক্ষ প্রতিষ্ঠা বা বিলুপ্তির সঠিক পদ্ধতি কোনটি ?
উত্তরঃ হাউস অফ পিপলে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব

প্রশ্নঃ তামিলনাড়ুর বিধান পরিষদে রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে মনোনীত করেন ?
উত্তরঃমোট সদস্যের 1/6 জন

প্রশ্নঃ কোন কক্ষকে ভেঙ্গে দেওয়া যায় না কিন্তু বিলুপ্তি ঘটানো যায় ?
উত্তরঃরাজ্যসভা

প্রশ্নঃ কার সুপারিশ ছাড়া কোনো রাজ্যের বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না ?
উত্তরঃ রাজ্যের গভর্নর

রাজ্য মন্ত্রিসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

 File Details ::

File Name:  রাজ্য মন্ত্রিসভা সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  258 KB  


No comments:

Post a Comment