Breaking




Monday, 25 November 2024

নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Instructional Policy Questions Answers PDF

নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের আজকে ভারতীয় সংবিধানের একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের বিভিন্ন রকম দিক থেকে কাজে আসবে। আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, নির্দেশমূলক নীতি প্রশ্ন উত্তর PDF- যে পোস্টটির মধ্যে অল্পসংখ্যক প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই একবার হলেও পড়ে রাখার প্রয়োজন আছে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে মনোযোগ সহকারে প্রশ্ন উত্তর গুলি দেখে নাও এবং যদি ভালোলাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে।

নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর 

 ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি কোন পার্টির অন্তর্ভুক্ত ?
Ans: পার্ট 4 

 রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলি রূপায়ণ নির্ভর করে কিসের উপর ?
Ans: সরকারের প্রাপ্ত সম্পদ ও আর্থিক সামর্থের উপর 

 ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে কোন দেশের সংবিধানে বর্ণিত একই ধরনের ধারণা মিল রয়েছে ?
Ans: আয়ারল্যান্ডের সংবিধানের 

 সংবিধানের কোন অংশে "কল্যাণকারী রাষ্ট্র" এর ধারণাটি মূর্ত হয়েছে ? 
Ans: নির্দেশমূলক নীতি 

 রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ - 
Ans: আদালতে বিচার যোগ্য নয় 

 কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি ধারনাটি গ্রহণ করা হয়েছে ?
Ans: আয়ারল্যান্ডের সংবিধান থেকে 

 রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলি উদ্দেশ্য হলো কি ?
Ans: সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা 

 নির্দেশমূলক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে কত বছর বয়স পর্যন্ত ?
Ans: 14 বছর বয়স পর্যন্ত 

 একটি নির্দেশমূলক নীতির উদাহরণ দাও ?
Ans: পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে। 

 সংবিধানের 42 তম সংশোধনীর মাধ্যমে কটি নির্দেশমূলক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয় ?
Ans: তিনটি 

 রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলি রূপায়ণ না মানলে কোথায় আবেদন করা যায় ?
Ans: কোথাও না 

 নির্দেশমূলক নীতির ধীর রূপায়ণের জন্য কোন বিষয় গুলি দায়ী ?
Ans: সম্পদের অভাব, সদিচ্ছার অভাব ও দেশের বিশালতা 

কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি একে অপরের সহায়ক ? 
Ans: বেরুবাড়ী মামলা। 

নির্দেশমূলক নীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details  ::

File Name:  ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য 

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  179 KB  


No comments:

Post a Comment