Breaking




Sunday, 6 October 2024

ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য PDF | Indian Constitution Unknown Facts

ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য PDF | Indian Constitution Unknown Facts

ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য
ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য এই গুরুত্বপূর্ণ পোস্টটি। যে পোস্টটি তোমাদের সাধারণ জ্ঞান এবং বিভিন্ন পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। কেনোনা সংবিধান সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই তথ্য গুলি তোমাদের প্রায় বিষয় গুলি অজানা। 
তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং যদি মনে হয় PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য

প্রতি বছর ২৬শে জানুয়ারী ভারতীয় সংবিধানের সম্মান রক্ষার্থে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। 

 ভারতীয় সংবিধান পৃথিবীর সমস্ত সার্বভৌম দেশগুলির মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান,যার ২৫টি ভাগে ৪৪৮টি আর্টিকেল রয়েছে এবং ১২টি সিডিউল রয়েছে। 

 ভারতীয় সংবিধানের মূল কপিটি হিন্দি এবং ইংরেজিতে লেখা হয়েছিল,যা ভারতীয় পার্লিয়ামেন্ট-এর পাঠাগারে হিলিয়ামপূর্ণ  একটি বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে।

 সংবিধানের মূল কপিটি হাতে লেখা হয়েছিল,যা লিখে ছিলেন প্রেমবিহারী নারাইন রেইজাদা।  ইতালিক স্টাইলে সুন্দর হাতের লেখায় এটি লেখা হয়েছিল।  এর প্রত্যেকটি পাতা শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সাজানো হয়েছে

 সংবিধান লেখার জন্য প্রেমবিহারী নারাইন রেইজাদা কোনো পারিশ্রমিক নেননি। তার বদলে তিনি সংবিধানের প্রতিটা পাতায় তাঁর নাম এবং শেষ পাতায় তাঁর সঙ্গে তাঁর ঠাকুরদাদার লেখার অনুমতি চেয়েছিলেন।

 ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী, ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং সংবিধান পরিষদের কার্যকারিতাও শেষ হয়।  সেই দিন থেকেই ভারতের জাতীয় প্রতীক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে

 ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর সংবিধান পরিষদের প্রথম বৈঠক হয় এবং টানা দুই বছর,১১ মাস এবং ১৮দিন কাজ করার পর চূড়ান্ত ড্রাফট তৈরী হয়,যা বর্তমানে আমাদের সংবিধান

 ড্রাফট তৈরী হওয়ার পর তা ফাইনাল করার আগে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সময় ২০০০টি সংশোধনী যোগ হয়।

 ভারতীয় সংবিধান অনেকাংশেই ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করেছিল।  শুধু একটি ক্ষেত্রে ব্রিটিশ সংবিধান থেকে আমাদের সংবিধান সম্পূর্ণ আলাদা।  ব্রিটিশ সংবিধান অনুযায়ী পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ,তবে ভারতীয় সংবিধান অনুযায়ী তা নয়

 ভারতীয় সংবিধানের কিছু ক্ষেত্রে আমেরিকার সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছে। সেগুলি হল-মৌলিক অধিকার,যুক্তরাষ্ট্রীয় গঠন,আইনব্যবস্থার স্বাধীনতা,রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ শাখার ক্ষমতার বিভাজন। 

 সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা,সাম্য এবং সৌভাতৃত্বের যে বিষয় বর্ণিত আছে তা ফ্রান্সের সংবিধান থেকে ধার করা হয়েছে।  আবার সুপ্রিম কোর্টের কার্যকারিতার যে গঠনতন্ত্র রয়েছে তা জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 

 ভারতীয় সংবিধানের যে ড্রাফট তৈরী করা হয়েছিল,সেই কমিটিতে ৭জন সদস্য ছিলেন : বি. আর. আম্বেদকর ,এন. গোপালাস্বামী আয়েঙ্গের, আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার ,সৈয়দ মহম্মদ সাহ্দুল্লা ,কে. এম. মুন্সী, বি. এল. মিত্তর এবং ডি.পি. খৈতান।

 হাতেলেখা সংবিধান ১৯৫০ সালের ২৪শে জানুয়ারী , ২৮৪ জন গণপরিষদের সদস্য স্বাক্ষর করেন,এরমধ্যে ১৫ জন মহিলা সদস্য ছিলেন।  এরপর ২৬শে জানুয়ারী থেকে এটি কার্যকর হয়। 

 ভারতীয় সংবিধান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের মধ্যে আরো একটি সাদৃশ্য রয়েছে।  দুটি সংবিধানের প্রস্তাবনাই শুরু হয়েছে "We ,The People" কথাটি দিয়ে। 

 সম্পত্তির অধিকার আমাদের একটি মৌলিক অধিকার।  সংবিধানের ৩১ নম্বর ধারায় বলা হয়েছে,আইনিভাবে কোনও সম্পত্তির অধিকারী তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না।  যদিও ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনীতে এটি বাতিল করে দেওয়া হয়েছে।

 এমারজেন্সির সময় সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার বিষয়টি 'ওয়াইমার কন্সটিটিউসন অফ জার্মানি ' থেকে নেওয়া হয়েছে।

 ১৯৩৪ সালে গণপরিষদের ধারনাটি প্রথম দিয়েছিলেন এম. এন. রায়.।  ১৯৪০ এর 'অগাস্ট অফার'-এ ব্রিটিশদের দ্বারা এটি গৃহিত হয়।

 ভারতীয় সংবিধানের ইংরেজি সংস্করণে মোট ১১৭,৩৯৬টি শব্দ রয়েছে।

 ভারতীয় সংবিধানে সারাভারতের জন্য এক ও অদ্বিতীয় নাগরিকত্বের কথা বলা হয়েছে।

ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details  ::

File Name:  ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য 

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  215 KB 


No comments:

Post a Comment