Breaking




Friday, 29 December 2023

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Photosynthesis Question Answers PDF

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Photosynthesis Question Answers PDF

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
বন্ধুরা,
আমরা আজকে সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে পোস্টটি বিজ্ঞান বিষয়ের খুবই উল্লেখযোগ্য একটি পোস্ট, যে পোস্টটি থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তাই তোরা আর দেরি না করে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও যাতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলির উত্তর খুব তাড়াতাড়ি দিতে পারো। 

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সালোকসংশ্লেষ পাতায় যে কলায় ঘটে তার নাম:
[A] ভাজককলা
[B] মেসোফিল কলা 
[C] সংবহন কলা
[D] কোনোটিই নয়

প্রশ্নঃ কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায় ?
[A] সবুজ
[B] হলুদ
[C] লাল
[D] নীল 

প্রশ্নঃ সালোকসংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় -
[A] সাইটোসল-এ
[B] ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
[C] ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
[D] রাইবোজোম-এ

প্রশ্নঃ ফুসফুসের আবরণীর নাম কী ?
[A] প্লুরা 
[B] পেরিকার্ডিয়াম
[C] মেনিনজেস
[D] পুমা

প্রশ্নঃ যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটি হল-
[A] কেলভিনচক্র
[B] সালোকসংশ্লেষ প্রক্রিয়া 
[C] ক্লোরোসিন্থেসিস
[D] অন্ধকার বিক্রিয়া

প্রশ্নঃ সালোকসংশ্লেষের প্রধান স্থান
[A] পাতা
[B] কাণ্ড
[C] বৃতি
[D] মেসোফিল কলা 

প্রশ্নঃ সালোকসংশ্লেষে উৎপন্ন 02, গ্যাসের উৎস হল—
[A] H2O 
[B] CO2
[C] NO2
[D] H2O2

প্রশ্নঃ সালেক্সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল-
[A] NADP 
[B] সূর্যালোক
[C] ADP
[D] ATP

প্রশ্নঃ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়—
[A] তাপশক্তি হিসাবে
[B] রাসায়নিক শক্তি হিসাবে 
[C] গতিশক্তি
[D] আলোকশক্তি হিসাবে

প্রশ্নঃ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল—
[A] PGA 
[B] PGAld
[C] গ্লুকোজ
[D] শ্বেতসার

প্রশ্নঃ আলোক দশাটি কোথায় ঘটে ?
[A] গ্রানায় 
[B] স্ট্রোমায়
[C] থাইলাকয়েডে
[D] কোয়ান্টোজোমে

প্রশ্নঃ জীবকোশে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হল- 
[A] ADP
[B] ATP 
[C] RuBP
[D] NADP

প্রশ্নঃ সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো-এনজাইমটি হল-
[A] ADP
[B] NADP
[C] RuBP
[D] FAD 

প্রশ্নঃ কোন্ তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ?
[A] 20°—22°C
[B] 25°–37°C 
[C] 40°-45°C
[D] 45°—50°C

প্রশ্নঃ ক্লোরোফিলকে সক্রিয় করে—
[A] কোয়ান্টাম
[B] ADP
[C] ফোটন 
[D] NADP

প্রশ্নঃ সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হল—
[A] PGA 
[B] গ্লুকোজ
[C] PGAld
[D] প্রোটিন

প্রশ্নঃ ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল—
[A] K, C, H, O, N, Mg
[B] C, H, O, Mg
[C] C, H, O, N, Mg 
[D] C, H, O, N, Fe

প্রশ্নঃ বর্ণালীর কোন্ রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় ?
[A] লাল-হলুদ
[B] লাল-নীল 
[C] হলুদ-নীল
[D] নীল-বেগুনি

প্রশ্নঃ পরিবেশে O2 ও CO2-এর ভারসাম্য বজায় থাকে—
[A] সালোকসংশ্লেষ দ্বারা
[B] শ্বসন দ্বারা
[C] সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা 
[D] শ্বসন ও রেচন দ্বারা

প্রশ্নঃ সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে—
[A] গ্লাইকোজেনরূপে
[B] ফ্যাটরূপে
[C] স্টার্চরূপে 
[D] তেলরূপে

প্রশ্নঃ কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম ?
[A] রাইজোবিয়াম
[B] রোডোস্পাইরিলাম 
[C] ই. কোলাই
[D] কোনটি নয়

প্রশ্নঃ অ্যামিবার শ্বাস অঙ্গ কোনটি ?
[A] দেহত্বক
[B] ফুলকা
[C] দেহতল 
[D] দেহগাত্র

প্রশ্নঃ সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল -
[A] অ্যামিবা
[B] ক্রাইস্যামিবা 
[C] এন্টামিবা
[D] ভলভক্স

প্রশ্নঃ ADP ও pi-এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে—
[A] কার্বক্সিলেশান
[B] ডি-কার্বক্সিলেসান
[C] ফসফোরাইলেসান 
[D] ডি-ফসফোরাইলেসান

প্রশ্নঃ এনার্জি কারেন্সি কাকে বলে ?
[A] GTP
[B] NADP
[C] AMP
[D] ATP 

প্রশ্নঃ সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল-
[A] সূর্যশিশির
[B] কলসপত্রী
[C] স্বর্ণলতা 
[D] কোনটি নয়

প্রশ্নঃ সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH-আয়নে পরিণত হওয়াকে বলে—
[A] হাইড্রোলাইসিস
[B] ফটোলাইসিস 
[C] গ্লাইকোলাইসিস
[D] ক্রেসচক্র

প্রশ্নঃ সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী হল- 
[A] ইউগ্লিনা 
[B] স্পঞ্জ
[C] প্রবাল
[D] কোনোটিই নয়

প্রশ্নঃ সালোকসংশ্লেষীয় একক—
[A] অক্সিজোম
[B] কোয়ান্টোজোম 
[C] স্ফিরোজোম
[D] ক্লোরোফিল

প্রশ্নঃ ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন—
[A] বার্নেস 
[B] কেলভিন
[C] ব্ল্যাকমেন
[D] এমারসন

প্রশ্নঃ সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল—
[A] CO2 
[B] H2O
[C] NO2
[D] SO2

প্রশ্নঃ E.M.P. পথ কাকে বলে ?
[A] গ্লাইকোলিসিস 
[B] ক্রেসচক্র
[C] অবাতশ্বসন
[D] সবাতশ্বসন

প্রশ্নঃ গাছের পাতার রং সবুজ হয় যার উপস্থিতির কারণে:
[A] প্রোটিন
[B] ক্লোরোফিল 
[C] লিপিড
[D] কোনটিই নয়

প্রশ্নঃ কাঁকড়াবিছের শ্বাসযন্ত্রের নাম কি ?
[A] গিল
[B] ট্রকিয়া
[C] ফুলসফুস
[D] বুকলাঙ 

প্রশ্নঃ  সালোকসংশ্লেষের সময় কি কি পদার্থ গঠিত হয় ?
[A] শ্বেতসার এবং অক্সিজেন
[B] গ্লকোজ, জল এবং অক্সিজেন 
[C] শ্বেতসার ,জল এবং অক্সিজেন
[D] গ্লকোজ এবং অক্সিজেন

প্রশ্নঃ পেশিকোশে অবাত শ্বসনের ফলে নিচের কোনটি উৎপন্ন হয় ?
[A] ল্যাকটিক অ্যাসিড 
[B] ইথাইল অ্যালকোহল
[C] অ্যাসিটিক অ্যাসিড
[D] হাইড্রোক্লোরিক অ্যাসিড

প্রশ্নঃ  ফড়িং এর শ্বাস অঙ্গ কোনটি ?
[A] চর্ম
[B] ফুলকা
[C] শ্বাসনালী 
[D] ফুসফুস

প্রশ্নঃ ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
[A] কেঁচো
[B] টিকটিকি
[C] আরশোলা 
[D] মাছ

প্রশ্নঃ সালোকসংশ্লেষ একটি কী প্রক্রিয়া ?
[A] অন্তঃসংযোজন প্রক্রিয়া
[B] উপচিতি প্রক্রিয়া 
[C] বহিঃসংযোজন প্রক্রিয়া
[D] অপচিতি প্রক্রিয়া

প্রশ্নঃ সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি ?
[A] ক্রাইস্যামিবা 
[B] ভল বক্স
[C] অ্যামিবা
[D] এন্টামিবা

প্রশ্নঃ পায়রার বায়ুথলির সংখ্যা হল-
[A] ৪ জোড়া
[B] ৪ টি
[C] 9 জোড়া
[D] 9 টি 

প্রশ্নঃ ক্লোরোফিলে কী থাকে ?
[A] ক্যালশিয়াম
[B] ম্যাগনেশিয়াম 
[C] লোহা
[D] তামা

প্রশ্নঃ মানুষের শ্বাসহার প্রতি মিনিটে কত বার ?
[A] 12-14 বার
[B] 14-18 বার 
[C] 18-22 বার
[D] 22-26 বার

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

No comments:

Post a Comment