ভিটামিন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Vitamins Questions Answers PDF
![]() |
ভিটামিন সম্পর্কিত প্রশ্ন উত্তর |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জীবন বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের অবশ্যই আগত সকল পরীক্ষা এবং ওই টপিকটির সম্পর্কে অনেকটা ধারনা দেবে। আমাদের আজকের সেই খুবই প্রয়োজনীয় পোস্টটি হল- ভিটামিন প্রশ্ন উত্তর PDF আমরা আজকের পোস্টটির মধ্যে যে সমস্ত প্রশ্ন গুলি তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্ন গুলি অবশ্যই তোমাদের পড়ে রাখা দরকার।
সুতরাং তোমরা আর দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি পড়ে নাও এবং অবশ্যই PDF -টি সংগ্রহ করে রাখো যাতে যে কোন সময়ে তড়িঘড়ি দেখে নিতে পারো।
ভিটামিন সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রঃ ভিটামিন K এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- হিমোফিলিয়া
প্রঃ ভিটামিন E এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব
প্রঃ সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উঃ- ৩৭ ডিগ্রি সেলসিয়াস
প্রঃ ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উঃ- ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
প্রঃ রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে ?
উঃ- ৩-৪ মিনিট
প্রঃ BMR এর ফুল ফর্ম কি?
উঃ- Besal Metabolic Rate
প্রঃ মানবরক্তের বৃহত্তম শ্বেতকণিকাকে (W.B.C) কি বলে ?
উঃ- মনোসাইট
প্রঃ মানবরক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকাকে (W.B.C) কি বলে ?
উঃ- লিম্ফোসাইট
প্রঃ সঠিক ভাবে দেখার জন্য কোন বস্তুকে চোখের থেকে কমপক্ষে কত দূরে রাখা প্রয়োজন ?
উঃ- ২৫ সেন্টিমিটার
প্রঃ মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি ?
উঃ- স্টেপেডিয়াস
প্রঃ জলে দ্রবণীয় একটি ভিটামিন হল -
উঃ- ভিটামিন B
প্রঃ তেলে বা ফ্যাট এ দ্রবণীয় ভিটামিন হল-
উঃ- ভিটামিন B ও ভিটামিন C জলে দ্রবণীয় বাকি সবগুলিই তেলে দ্রবণীয় ভিটামিন
প্রঃ ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ- রেটিনল
প্রঃ ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?
উঃ- থিয়ামিন
প্রঃ ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি ?
উঃ- নিয়াসিন
প্রঃ ভিটামিন B১২ এর রাসায়নিক নাম কি ?
উঃ- সিনাকোবালামিন (Cynacobalamin)
প্রঃ ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উঃ- অ্যাসকরবিক অ্যাসিড
প্রঃ ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?
উঃ- ক্যালসিফেরল
প্রঃ ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
উঃ- টোকোফেরল
প্রঃ ভিটামিন K এর রাসায়নিক নাম কি ?
উঃ- ফাইলোকুইনন
প্রঃ ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি ?
উঃ- পাইরিডক্সিন
প্রঃ ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি ?
উঃ- রাইবোফ্লাবিন
প্রঃ দ্রবনীয়তা অনুসারে ভিটামিন কে কয়ভাগে ভাগ করা যায় ?
উঃ- দুই ভাগে ০১.জলে দ্রবণীয় ভিটামিন ০২. তেলে দ্রবণীয় ভিটামিন
প্রঃ ভিটামিন B1 এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- বেরিবেরি
প্রঃ ভিটামিন A এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- রাতকানা
প্রঃ ভিটামিন C এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- স্কার্ভি
প্রঃ ভিটামিন B2 এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- চেলোসিস (ঠোঁটের কোনায় ঘাঁ এবং চামড়া খসখসে হয়ে যায়)
প্রঃ ভিটামিন B5 এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- পেলেগ্রা
প্রঃ ভিটামিন B12 এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- এনিমিয়া
প্রঃ ভিটামিন D এর এর অভাবে কি রোগ হয় ?
উঃ- রিকেট
ভিটামিন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভিটামিন সম্পর্কিত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 02
File Size: 200 KB
No comments:
Post a Comment