কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Cell Division MCQ Questions Answers PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য যে পোস্টটি নিয়ে হাজির হয়েছি সেই পোস্টটি হল, কোষ বিভাজন সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF, যে পোস্টটি হল জীবন বিজ্ঞান বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যে টপিকটি তোমাদের অবশ্যই ভালোভাবে দেখে রাখা উচিৎ এবং তোমাদের খুব ভালোভাবে মুখস্ত রাখা উচিৎ। কেনোনা এই টপিকটি জীবন বিজ্ঞান বিষয়ের এমন একটি টপিক যেটি থেকে WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS এই সব পরীক্ষা গুলিতে প্রশ্ন আসে।
তাই তোমরা ভাবনা চিন্তা না করে নিখুঁত ভাবে নিজেকে বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুত করতে অবশ্যই এই সাব টপিক গুলিকে ভালো ভাবে লক্ষ্য দেওয়া উচিৎ। অতএব তোমরা প্রথমে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালো ভাবে দেখে নাও তারপর যদি ভালো লেগে থাকে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে দেখতে পারো।
কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর
❒ যে প্রকার কোশ বিভাজন জটিল ও দীর্ঘ তা হল-
(A) অ্যামাইটোসিস
(B) মিয়োসিস
(C) মিয়োসিস
(D) মাইটোসিস ✓
❒ যে দশায় অবস্থানকালে কোশ বিভাজিত হতে পারে না, সেটি হল-
(A) G1 দশা
(B) G2 দশা
(C) s দশা
(D) G0 দশা ✓
❒ পিরিমিডিন-জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার নয়-
(A) থাইমিন
(B) সাইটোসিন
(C) ইউরাসিল
(D) গুয়ানিন ✓
❒ মাইটোসিসের দীর্ঘতম দশাটি হল -
(A) মেটাফেজ
(B) অ্যানাফেজ
(C) প্রফেজ ✓
(D) টেলোফেল
❒ কোশ বিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায় তার নাম-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ ✓
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
❒ মানব দেহকোশের ক্রোমোজোম-
(A) ডিপ্লয়েড ✓
(B) হ্যাপ্লয়েড
(C) টেট্রাপ্লয়েড
(D) ট্রিপ্লয়েড
❒ মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ ✓
(D) টেলোফেজ
❒ মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়ে যায় তা হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ ✓
(D) টেলোফেজ
❒ একটি কোশ থেকে 128 টি কোশ তৈরি করতে যতবার মাইটোসিস বিভাজনের প্রয়োজন হয়, তা হল-
(A) 14 বার
(B) 16 বার
(C) 32 বার
(D) 7 বার ✓
❒ ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন হল-
(A) তিন প্রকার
(B) পাঁচ প্রকার ✓
(C) ছয় প্রকার
(D) দুই প্রকার
❒ প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হল—
(A) মাইটোসিস
(B) মিয়োসিস
(C) অ্যামাইটোসিস ✓
(D) এডোমাইটোসিস
❒ ব্যাকটেরিয়ার কোশ বিভাজন প্রস্তুতিটি হল-
(A) মাইটোসিস
(B) অ্যামাইটোসিস ✓
(C) মিয়োসিস
(D) এন্ডোমাইটোসিস
❒ অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়-
(A) সকল সজীব বস্তুতে
(B) উচ্চশ্রেণির প্রাণীতে
(C) উচ্চশ্রেণির উদ্ভিদে ✓
(D) নিম্নশ্রেণির প্রাণীতে
❒ ক্রোমোজোমীয় চলন, নিউক্লীয় পর্দার অবলুপ্তি, কিছুই ঘটে না যে কোশ বিভাজনে, তা হল-
(A) মাইটোসিস
(B) মিয়োসিস
(C) অ্যামাইটোসিস ✓
(D) A ও B উভয়েই
❒ অ্যানাফেজীয় চলনকালে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি-
(A) J অক্ষরের মতো
(B) V অক্ষরের মতো ✓
(C) L অক্ষরের মতো
(D) I অক্ষরের মতো
❒ নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি RNA-তে থাকে না সেটি হল-
(A) গুয়ানিন
(B) সাইটোসিন
(C) থাইমিন ✓
(D) অ্যাডেনিন
❒ নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি DNA-তে থাকে না সেটি হল-
(A) ইউরাসিল ✓
(B) সাইটোসিন
(C) অ্যাডেনিন
(D) গুয়ানিন
❒ শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয়-
(A) মাইটোসিস পদ্ধতিতে
(B) মিয়োসিস পদ্ধতিতে ✓
(C) কোরকোদ্গম পদ্ধতিতে
(D) অ্যামাইটেসিস পদ্ধতিতে
❒ একটি প্রোক্যারিওটিক কোশের চিত্র আঁকার সময়ে তুমি তাতে নিম্নলিখিতগুলির মধ্যে কোটির উপস্থিতি দেখাবে না ?
(A) মাইটোকনড্রিয়া ✓
(B) ক্রোমাটোফোর
(C) মেসোজোম
(D) নিউক্লিওয়েড
❒ সাইটোকাইনেসিস শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী-
(A) বোভেরি
(B) রিম্যাক
(C) হুইটম্যান ✓
(D) ল্যামার্ক
❒ ক্ষুদ্র ও স্পষ্ট ক্রোমোজোম দেখা যায় যে দশায়, তা হল-
(A) প্রোফেজ
(B) অ্যানাফেজ
(C) টেলোফেজ
(D) মেটাফেজ ✓
❒ ক্রসিং ওভারের একক হল-
(A) ক্লোরোপ্লাস্ট
(B) রাইবোজোম
(C) ক্রোমাটিড ✓
(D) লাইসোজোম
❒ প্রথম মিয়োসিস ও দ্বিতীয় মিয়োসিসের অন্তবর্তী দশাটি হল-
(A) সাইটোকাইনেসিস
(B) ইন্টারকাইনেসিস ✓
(C) ক্যারিওকাইনেসিস
(D) কোনোটিই নয়
❒ দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 46 হলে কোনপ্রকার কোশ বিভাজনে অপত্যকোশে ক্রোমোজোম সংখ্যা 23 হবে ?
(A) মাইটোসিস
(B) মিয়োসিস ✓
(C) অ্যামাইটোসিস
(D) কোনোটিই নয়
❒ প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা-
(A) 4
(B) 2 ✓
(C) 8
(D) 6
❒ মাইটোসিসের চতুর্থ দশাটির নাম-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ ✓
❒ কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 24 হলে ওই জীবের শুক্রাণু ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে -
(A) 12 ✓
(B) 18
(C) 24
(D) 6
❒ মানুষের জননকোশে ক্রোমোজোম সংখ্যা-
(A) 46
(B) 50
(C) 10
(D) 23 ✓
❒ ক্রসিং ওভার কোথায় ঘটে ?
(A) অ্যামাইটোসিসে
(B) মাইটোসিসে
(C) মিয়োসিসে ✓
(D) কোনোটিই নয়
❒ যে জীবে অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়, তা হল-
(A) মটর উদ্ভিদ
(B) ব্যাং
(C) মানুষ
(D) অ্যামিবা ✓
❒ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে ?
(A) টেলোফেজ দশায় ✓
(B) মেটাফেজ দশায়
(C) অ্যানাফেজ দশায়
(D) প্রোফেজ দশায়
❒ যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে, তাকে বলে-
(A) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
(B) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম
(C) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
(D) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম ✓
❒ প্রাণীকোশ ও উদ্ভিদকোশের যে দশায় অ্যাস্ট্রাল ও অ্যানাস্ট্রাল বেম গঠিত হয় তা হল-
(A) প্রোফেজ
(B) অন্তিম প্রোফেজ ✓
(C) মেটাফেজ
(D) অ্যানাফেজ
❒ মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে ?
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ ✓
(D) টেলোফেজ
❒ মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা-
(A) 23
(B) 22
(C) 44 ✓
(D) 46
❒ মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা-
(A) 44
(B) 22 ✓
(C) 46
(D) 23
❒ একটি মাতৃকোশ থেকে সমসংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্যকোশ সৃষ্টি হয় কোন্ প্রকার কোশ বিভাজনে ?
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস ✓
(C) মিয়োসিস
(D) কোনোটিই নয়
❒ নিউক্লিয়াসের বিভাজনকে বলে-
(A) সাইটোকাইনেসিস
(B) মাইটোসিস
(C) ক্যারিওকাইনেসিস ✓
(D) মিয়োসিস
❒ সাইটোপ্লাজমের বিভাজনকে বলে-
(A) সাইটোকাইনেসিস ✓
(B) মাইটোসিস
(C) ক্যারিওকাইনেসিস
(D) মিয়োসিস
❒ ক্রোমোজোমগুলি যে দশায় বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে, তা হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ ✓
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
❒ নন-জেনেটিক RNA যতপ্রকার, তা হল-
(A) তিন প্রকার ✓
(B) চার প্রকার
(C) পাঁচ প্রকার
(D) ছয় প্রকার
❒ জিনগত প্রকরণ ঘটে যে প্রকার কোশ বিভাজনে, তা হল-
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C) মিয়োসিস ✓
(D) A ও C উভয়েই
❒ জিনের পুনর্বিন্যাস ঘটে যে কোশ বিভাজনে, তা হল-
(A) মিয়োসিস ✓
(B) মাইটোসিস
(C) অ্যামাইটোসিস
(D) কোনোটিই নয়
❒ বংশগতির ধারক ও বাহক হল-
(A) মেসোজোম
(B) পলিজোম
(C) ক্রোমোজোম ✓
(D) রাইবোজোম
❒ জননকোশের ক্রোমোজোম সংখ্যা হল-
(A) ডিপ্লয়েড
(B) ট্রিপ্লয়েড
(C) পলিপ্লয়েড
(D) হ্যাপ্পয়েড ✓
❒ কোশ বিভাজনের সময়ে ক্রোমোজোমের মুখ্য খাঁজস্থিত যে অংশের সঙ্গে বেম তন্তু যুক্ত হয়, তা হল-
(A) ক্রোমোমিয়ার
(B) সেন্ট্রোমিয়ার ✓
(C) ক্রোমাটিড
(D) সেন্ট্রোজোম
❒ সেন্ট্রোমিয়ারযুক্ত মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমে অন্য যে-কোনো খাঁজ প্রাথমিক খাঁজ থাকলে তাকে বলে-
(A) দ্বিতীয় খাজ
(B) গৌণ খাঁজ ✓
(C) মুখ্য খাঁজ
(D) প্রাথমিক খাঁজ
❒ গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে -
(A) সেন্ট্রোমিয়ার
(B) স্টেম বডি
(C) SAT বডি ✓
(D) সেন্ট্রোজোম
❒ কোশ বিভাজনের যে পদ্ধতিতে দেহের অধিকাংশ কোশগুলির বৃদ্ধি ঘটে, তাকে কী বলে ?
(A) মাইটোসিস ✓
(B) খণ্ডীভবন
(C) মিয়োসিস
(D) সংমিশ্রণ
❒ প্লাসমোডিয়াম নিম্নলিখিত কোন পদ্ধতির দ্বারা প্রজনন করে ?
(A) বহুবিভাজন ✓
(B) দ্বিবিভাজন
(C) কোরকোদ্গম
(D) বিভাজন
কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 07
File Size: 300 KB
No comments:
Post a Comment