কোষ বিভাজন প্রশ্ন উত্তর PDF || Cell Division Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের জন্য যে টপিকের প্রশ্ন গুলি নিয়ে হাজির হয়েছি এই প্রশ্ন গুলি চাকরীর পরীক্ষা জগতে খুবই দরকারি একটি পোস্ট। যে পোস্টটি তোমাদের সমস্থ রকম চাকরীর পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে।
তোমাদের জন্য আজকে যে পোস্টটি থাকছে সেটি হল, কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF আমরা এই PDF-টিতে যে সমস্থ প্রশ্ন গুলি দিচ্ছি সেই প্রশ্ন গুলি WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS এই সমস্থ পরীক্ষা গুলির জন্য একটি খুবই দরকারি একটি পোস্ট। কারন এই সমস্থ পরীক্ষা গুলিতে এই টপিকটি থেকে অনেক গুলি প্রশ্ন আসে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে ভালোভাবে মুখস্থ করে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখো, কারন এই টপিকটি থেকে প্রশ্ন গুলি তোমাদের কাজে আসবেই।
[বিঃ দ্রঃ- এই টপিকটি থেকে যদি আরও প্রশ্ন পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করে জানাও] টেলিগ্রাম চ্যানেল লিংক - Sohojogita :: সহযোগীতা
কোষ বিভাজন সম্পর্কিত প্রশ্ন উত্তর
▮ অ্যামাইটোসিস শব্দটি ১৮৪০ খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী নির্বাচিত করেন তাঁর নাম—
(A) স্ট্রাসবার্জার
(B) ওয়াল্টার ফ্লেমিং
(C) ফারমার
(D) রবার্ট রিম্যাক ✓
▮ প্রতিটি রাইবোনিউক্লিক ও ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অণু বহুসংখ্যক যে উপাদানটি দ্বারা তৈরি, তা হল –
(A) ফসফেট
(B) N2 ক্ষারক
(C) নিউক্লিওসাইড
(D) নিউক্লিওটাইড ✓
▮ মাইটোসিস কোশবিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী—
(A) ফারমার
(B) বোভেরি
(C) ওয়াল্টার ফ্লেমিং ✓
(D) রিম্যাক
▮ ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম সংগঠক প্রধান প্রোটিনটি হল –
(A) লাইসিন
(B) হিস্টোন ✓
(C) লিউসিন
(D) ভ্যালিন
▮ মাইটোসিস কোশ বিভাজন হয়—
(A) জনন মাতৃকোশে
(B) ডিম্বাণুতে
(C) দেহকোশে ✓
(D) শুক্রাণুতে
▮ পিউরিন-জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারটি হল—
(A) অ্যাডেনিন ✓
(B) সাইটোসিন
(C) থাইমিন
(D) ইউরাসিল
▮ মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, তা হল –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ ✓
▮ অনিয়ন্ত্রিত কোশচক্রের কারণে যে রোগটি হয়, তা হল-
(A) ক্যানসার ✓
(B) ম্যালেরিয়া
(C) সিরোসিস
(D) যক্ষ্মা
▮ দেহকোশ সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয়, তা হল-
(A) মাইটোসিস বিভাজন ✓
(B) মিয়োসিস বিভাজন
(C) অ্যামাইটোসিস বিভাজন
(D) খন্ডীভবন
▮ নাইট্রোজেনযুক্ত ক্ষার + পেন্টোজ শর্করা হল—
(A) নিউক্লিওটাইড
(B) RNA
(C) নিউক্লিওসাইড ✓
(D) DNA
▮ কোমোজোম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন—
(A) রবার্ট হুক
(B) ডারউইন
(C) ওয়ালডেয়ার ✓
(D) ল্যামার্ক
▮ সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় যে দশায়, তা হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ ✓
(C) টেলোফেজ
(D) অ্যানাফেজ
▮ একবার কোশ বিভাজন শেষ হওয়ার পর থেকে পরবর্তী কোশ বিভাজন পর্যন্ত কোশের মধ্যে যেসব ঘটনা পর্যায়ক্রমে চক্রাকারে সম্পন্ন হয়, সেই দশা হল-
(A) অরনিথিন চক্র
(B) কোরি চক্র
(C) কোশচক্র ✓
(D) ক্রেবস চক্র
▮ এককোশী জীবের বংশবিস্তারের উপায় হল-
(A) দেহকোশ
(B) কোশচক্র
(C) কোশপর্দা
(D) কোশ বিভাজন ✓
▮ কোশচক্র প্রধানত যে কটি দশায় বিভক্ত তা হল-
(A) দুটি ✓
(B) তিনটি
(C) চারটি
(D) ছয়টি
▮ ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয় কে বলে—
(A) ক্রোমোমিয়ার
(B) টেলোমিয়ার ✓
(C) সেন্ট্রোমি
(D) ক্রোমাটিডয়ার
▮ DNA-এর প্রতিলিপিকরণ যে দশায় ঘটে, তা হল-
(A) S দশা ✓
(B) G2 দশা
(C) M দশা
(D) G1 দশা
▮ প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে বিস্তৃত যে তন্তু দ্বারা গঠিত, তাকে বলে—
(A) ক্রোমাটিড
(B) ক্রোমোজোম
(C) ক্রোমোনিমা ✓
(D) ক্রোমোমিয়ার
▮ DNA সংশ্লেষ ও প্রোফেজ শুরুর মধ্যবর্তী দশা হল-
(A) G0 দশা
(B) G1 দশা
(C) M দশা
(D) G2 দশা ✓
▮ ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত তন্তু দুটির প্রত্যেকটিকে বলে—
(A) ক্রোমাটিড ✓
(B) ক্রোমোজোম
(C) ক্রোমোনিমা
(D) ক্রোমোমিয়ার
▮ সাধারণত ইনটারফেজ দেখা যায় যে দুটি দশার মধ্যে তা, হল—
(A) প্রোফেজ ও মেটাফেজ
(B) মেটাফেজ ও অ্যানাফেজ
(C) টেলোফেজ ও প্রোফেজ ✓
(D) অ্যানাফেজ ও টেলোফেজ
▮ RNA- তে থাইমিনের বদলে যে ক্ষারটি থাকে তা হল –
(A) ইউরাসিল ✓
(B) সাইটোসিন
(C) গুয়ানিন
(D) অ্যাডেনিন
▮ বিভাজনরত কোশের নিউক্লিওলাস লুপ্ত হয় যে দশায়, সেটি হল—
(A) প্রোফেজ ✓
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
▮ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যে কোশ বিভাজনের মাধ্যমে, তা হল-
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C) মিয়োসিস ✓
(D) কোনোটিই নয়
▮ কোশ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়, সেটি হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ ✓
(D) টেলোফেজ
▮ যে কোশ বিভাজনের সময়ে বেমতত্ত্ব গঠিত হয় না, তা হল-
(A) অ্যামাইটোসিস ✓
(B) মাইটোসিস
(C) মিয়োসিস
(D) কোনোটিই নয়
▮ ইনটারফেজের বৈশিষ্ট্য নয়—
(A) কোশের আয়তন বৃদ্ধি পায়
(B) নিউক্লীয় আবরণী অবলুপ্ত হয় ✓
(C) বিভাজনের প্রয়োজনীয় শক্তি সঞ্চিত হয়
(D) DNA, RNA ও প্রোটিন সংশ্লেষিত হয়
▮ প্রাণীকোশের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে সংঘটিত হয়, তা হল-
(A) কোশপর্দা
(B) কোশপাত
(C) ফারোয়িং বা ক্লিভেজ ✓
(D) অ্যানাফেজ চলন
▮ কোশচক্রে মাইটোটিক দশা ঘটে –
(A) G1দশার শেষে
(B) S দশার শেষে
(C) G2 দশার আগে
(D) G2 দশার শেষে ✓
▮ যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে যে প্রক্রিয়ায় কোশ বিভাজন সম্পন্ন হয়, তা হল-
(A) মাইটোসিস
(B) মিয়োসিস ✓
(C) অ্যামাইটোসিস
(D) কোনোটিই নয়
▮ ক্যারিওকাইনেসিস শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী-
(A) ল্যামার্ক
(B) স্নেইশার ✓
(C) ডারউইন
(D) জোহানসেন
▮ কোশের যে অংশে জিন অবস্থিত, তা হল-
(A) সাইটোপ্লাজম
(B) ক্রোমোজোম ✓
(C) মাইটোকনড়িয়া
(D) কোশপর্দা
▮ জননকোশ গঠনের সময়ে দুই প্রকার বিভাজন হয়, বলেন বিজ্ঞানী –
(A) ওপারিন
(B) হ্যালডেন
(C) ফ্লেমিং
(D) ভাইসম্যান ✓
▮ উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস যা দ্বারা সংঘটিত হয়, তা হল-
(A) ফ্র্যাগমোপ্লাস্ট ✓
(B) ক্রোমোজোম
(C) মেসোজোম
(D) পলিজোম
▮ মাইটোসিস পদ্ধতি সর্বপ্রথম বর্ণনা করেন বিজ্ঞানী –
(A) ফ্লেমিং
(B) ল্যামার্ক
(C) স্নাইডার ✓
(D) ভাইসম্যান
▮ যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না, তা হল-
(A) সমবিভাজন
(B) অসমবিভাজন
(C) অ্যাস্ট্রাল
(D) অ্যানাস্ট্রাল ✓
▮ উদ্ভিদের কোশপ্রাচীরের প্রধান উপাদান হল-
(A) কাইটিন
(B) প্রোটিন
(C) লিপিড
(D) সেলুলোজ ✓
▮ পরপর সংঘটিত দুটি কোশ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে—
(A) প্রোফেজ
(B) ইনটারফেজ ✓
(C) মেটাফেজ
(D) টেলোফেজ
▮ কোশপাত গঠনের কাজটি হয়ে থাকে –
(A) গলগি বডি দ্বারা ✓
(B) রাইবোজোম দ্বারা
(C) মাইটোকনড্রিয়া দ্বারা
(D) লাইসোজোম দ্বারা
▮ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে অংশে থাকে তা হল –
(A) মুখ্য খাঁজে ✓
(B) গৌণ খাঁজে
(C) টেলোমিয়ারে
(D) স্যাটেলাইটে
▮ ১৯০৯ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘জিন’ শব্দটির প্রচলন করেন বিজ্ঞানী –
(A) জোহানসেন ✓
(B) রিম্যাক
(C) ফারমার
(D) পাস্তুর
▮ কোশ বিভাজনের সময়ে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে –
(A) বেমতন্তু ✓
(B) রাইবোজোম
(C) সাইটোপ্লাজম
(D) মাইটোকনড্রিয়া
▮ যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত সেটি হল –
(A) টেলোসেন্ট্রিক
(B) অ্যাক্রোসেন্ট্রিক
(C) মেটাসেন্ট্রিক ✓
(D) সাবমেটাসেন্ট্রিক
▮ মিয়োসিস কোশ বিভাজন হল –
(A) সমবিভাজন
(B) বহুবিভাজন
(C) অসমবিভাজন
(D) হ্রাস বিভাজন ✓
▮ দেহকোশে ক্রোমোজোম থাকে-
(A) 4n
(B) 3n
(C) 2n ✓
(D) n
▮ বেমতন্তু গঠিত হয়, যার দ্বারা তা হল –
(A) হিউমিউলিন
(B) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
(C) ফ্ল্যাজেলিন
(D) টিউবিউলিন ✓
কোষ বিভাজন প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 286 KB
No comments:
Post a Comment