WBSEDCL Office Executive Previous Year Question Papers || WBSEDCL অফিস এক্সিকিউটিভ বিগত বছরের প্রশ্নপত্র
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBSEDCL Office Executive Previous Year Papers PDF. আমরা এই পোস্টটির মধ্যে ২০১৭ এবং ২০১৯ সালের WBSEDCL অফিস এক্সিকিউটিভ পরীক্ষার প্রশ্নপত্র গুলি দিয়েছি। তোমরা যারা এই প্রশ্ন গুলি অনেকদিন থেকে খুঁজছিলে তোমরা অবশ্যই প্রশ্ন গুলি সংগ্রহ করে ভালোভাবে দেখে নাও বিগত বছর গুলিতে কীরকম প্রশ্ন এসেছিলো।
তোমরা এই প্রশ্ন ভালোভাবে দেখে নাও এবং বুঝে নাও তোমাদের কোন কোন বিষয় গুলি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন বিষয়ের কোন কোন দিক গুলি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাই তোমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি নীচের সাল অনুযায়ী প্রশ্ন গুলি সংগ্রহ করে নাও এবং প্র্যাকটিস করা শুরু করে দাও।
WBSEDCL অফিস এক্সিকিউটিভ প্রশ্নপত্র PDF গুলি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
Exam Year | Download Link |
---|---|
2017 | Download Now |
2019 | Download Now |
No comments:
Post a Comment