Breaking




Sunday, 30 April 2023

গ্র্যাজুয়েশন পাশে CAPF-এর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩, বেতন ৪৪,১৩৫ টাকা

গ্র্যাজুয়েশন পাশে CAPF-এর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩, বেতন ৪৪,১৩৫ টাকা

UPSC CAPF Recruitment 2023
UPSC CAPF Recruitment 2023
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, UPSC CAPF Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। যে পোস্টটির মাধ্যমে আমরা এই বিজ্ঞপ্তিটিতে আবেদনের জন্য যে সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলির প্রয়োজন আমরা সব গুলি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো, যাতে তোমাদের কোনো রকম প্রশ্ন না থাকে এই বিজ্ঞপ্তিটিতে আবেদনের জন্য। 
তাই তোমরা কোনো রকম সময় অপচয় না করে অবিলম্বে নীচের দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং অবিলম্বে আবেদন করে দাও। 

বিভাগ গুলির নাম ➥ BSF, CRPF, CISF, ITBP, SSB

মোট শূন্যপদ ➥ ৩২২টি

শূন্যপদের বিন্যাস ➥ BSF – ৮৬টি, CRPF – ৫৫টি, CISF – ৯১টি, ITBP – ৬০টি, SSB – ৩০টি

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে।

মাসিক বেতন ➥ ৪৪,১৩৫ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা ➥ প্রার্থীকে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্মসাল ২রা আগস্ট ১৯৯৮ সাল থেকে ১লা আগস্ট ২০০৩ সালের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদন মূল্য ➥ সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 
আবেদন শুরু ২৬শে এপ্রিল ২০২৩
আবেদন শেষ ১৬ই মে ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment