Breaking




Saturday, 23 September 2023

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Human Body Questions Answers PDF

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দারুন একটি পোস্ট যে পোস্টটি তোমাদের সবরকম ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের সেই দারুন গুরুত্বপূর্ণ পোস্টটি হল, মানব দেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। 
আমরা সকলেই জানি যে চাকরীর পরীক্ষা মানেই এই মানব দেহ থেকে একাধিক প্রশ্ন থাকবেই এবং আমরা এটাও জানি যে আমাদের এই টপিকটি সম্পর্কে জেনে রাখা কতটা দরকারি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও। 

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

০১. মানব দেহের বৃহত্তম পেশীর নাম কি ?
উত্তর :- গ্লুটিয়াস

০২. মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?
উত্তর :- থাইরয়েড

০৩. মানব দেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি ?
উত্তর :- কনজাংটিভা

০৪. মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
উত্তর :- যকৃত

০৫. মানব দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তর :- প্লীহা

০৬. মানব দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি ?
উত্তর :- সায়াটিকা নার্ভ

০৭. মানব দেহের দেহের দীর্ঘতম কোষের নাম কি ?
উত্তর :- স্নায়ুকোষ

০৮. মানব দেহের একটি মিশ্র গ্রন্থি নাম হল-
উত্তর :- অগ্ন্যাশয়

০৯. মানব দেহের দেহের কঠিনতম অংশ কোনটি ?
উত্তর :- দাঁতের এনামেল

১০. মানব দেহের দেহের ব্যস্ততম অঙ্গের নাম কি ?
উত্তর :- হৃৎপিণ্ড

১১. মানব শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় কোন অঙ্গ ?
উত্তর :- লিভার

১২. মানব দেহের শক্তিশালী পেশীর নাম কি ?
উত্তর :- চোয়ালের পেশী

১৩. মানব দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
উত্তর :- অক্সিন্টিক গ্রন্থি

১৪. মানব দেহের মোট পেশী সংখ্যা কত ?
উত্তর :- ৬৩৯

১৫. মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৯ মিটার

১৬. মানব দেহের বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৩৫-৫০ মিমি

১৭. মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ১.৫ মিটার।

১৮. মানব দেহের সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৪২-৪৫ সেমি।

১৯. মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৭ মিটার

২০. মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া ?
উত্তর :- ১২ জোড়া

২১. মানব দেহের মস্তিষ্কের কোষের সংখ্যা কত ?
উত্তর :- ১০,০০০ মিলিয়ন

২২. মানব দেহের কোষের সংখ্যা কত ?
উত্তর :- ৬০,০০০ মিলিয়ন

২৩. মানব দেহের জিহ্বার স্বাদ কোরক 
উত্তর :- ৯০০০-১০,০০০

২৪. মানব দেহের লােহিত রক্তকণিকার সংখ্যা কত ? 
উত্তর :- ৫০,০০০/Cumm (পুরুষ)-৪৫,০০০/Cumm(মহিলা)

২৫. মানব দেহের BMR (ক্যালরি অনুসারে) 
উত্তর :- ১০০০-২০০০ Kcal/দিন- ১০০০-১৭০০Kcal/দিন(মহিলা)

২৬. মানব দেহের মোট রক্তের পরিমাণ-
উত্তর :- ৫.৬ লিটার

২৭. মানব দেহের রক্ততনের সময়কাল কত ?
উত্তর :- ৩.৬ মিনিট

২৮. মানব দেহের যকৃতের ওজন কত ?
উত্তর :- ১.৫ কিগ্রা

২৯. মানব দেহের অনুচক্রিকার সংখ্যা কত ?
উত্তর :- ২৫০,০০০-৫,০০,০০০/Cumm

৩০. মানব দেহের শ্বেত রকণিকার সংখ্যা কত ?
উত্তর :- ৭,০০০-১০,০০০/Cumm

৩১. মানব দেহের সর্বাপেক্ষা দেহ উষ্ণতা কত ?
উত্তর :- ৯৮.৪°F (প্রায় ৩৭° C)

৩২. মানব দেহের জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত ?
উত্তর :- ৪০-৬০/মিনিট

৩৩. ৫ বছর বয়সের শিশুর স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ২৪-২৬/মিনিট

৩৪. ১৫ বছর বয়সের বালকের স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ২০-২২/ মিনিট

৩৫. একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ১৪-১৮ মিনিট

৩৬. মানব মস্তিষ্কের ওজন কত ?
উত্তর :- ১.৩৬ কিগ্রা

৩৭. মানব দেহের পিটুইটারী গ্রন্থির ওজন কত ?
উত্তর :- ১.৫ গ্রাম

৩৮. মানব দেহের হৃৎপিন্ডের ওজন কত ?
উত্তর :- ৩৩০ গ্রাম

৩৯. মানব দেহের বৃক্কের ওজন কত ?
উত্তর :- ১২৫-১৭০ গ্রাম

৪০. মানব দেহের মােট অস্থি সংখ্যা কত ?
উত্তর :- ২০৬ টি

৪১. মানব দেহের করোটি অস্থির সংখ্যা কত ?
উত্তর :- ২২টি

৪২. মানব দেহের প্রতি মিনিটে নির্গতের পরিমাণ কত ?
উত্তর :- ২০০ মিলি

৪৩. মানব দেহের সর্বাপেক্ষা হাল্কা অস্থির নাম কি ?
উত্তর :- ন্যাসো-টারবিনালস

৪৪. মানুষের কোন অঙ্গ কখনাে বিশ্রাম পায় না ?
উত্তর :- কিডনি ও হৃৎপিন্ড

৪২. মানুষের ত্বকের সাধারণ স্থূলত্ব কত ?
উত্তর :- ১.২ মিমি

৪৪. মানুষের কোন অঙ্গ ছাড়াও কাজ চলে যায় ?
উত্তর :- অ্যাপেনডিক্স

৪৫. মানব দেহের RBC-র সংখ্যা কত ?
উত্তর :- ২৫ কোটি

৪৬. মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি ?
উত্তর :- পিটুইটারী গ্ল্যান্ড

৪৭. মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত ?
উত্তর :- ২০৬টি

৪৮. মানব দেহের বৃহত্তম ও শক্তিশালী হাড়ের নাম কি ?
উত্তর :- ফিমার

৪৯. মানব দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি ?
উত্তর :- স্টেপিস

৫০. মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
উত্তর :- শুক্রানু

৫১. মানব দেহের বৃহত্তম জিনের নাম কি ? 
উত্তর :- ডিস্ট্রোফিন

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  235 KB   


No comments:

Post a Comment