রাজ্য আর্থিক বাজেট 2023-24 || West Bengal Budget 2023-24
ডিয়ার পশ্চিমবঙ্গ বাসী,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাজ্য আর্থিক বাজেট ২০২৩-২৪ || West Bengal Budget 2023-24 এই পোস্টটি। যে পোস্টটিতে পোস্টটিতে আমরা খুব সুন্দর এবং সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরছি রাজ্য আর্থিক বাজেট এই পোস্টটি। তোমরা অবশ্যই একবার হলেও মনোযোগ সহকারে পোস্টটি দেখে নাও এবং বুঝেনাও কোন বিভাবে কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে এবং কোন বিভাগে কতটা টাকা বরাদ্ধ করা হয়েছে।
রাজ্য আর্থিক বাজেট ২০২৩-২৪ সম্পর্কে কিছু কথা ঃঃ
গতকাল অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারী ২০২৩ বুধবার দুপর ২ টোয় বিধানসভায় পেশ করা হয়েছে রাজ্য বাজেট। বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। তিনি চলতি বছরের অগ্রগতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু কিছু দপ্তরের বৃদ্ধি করেছেন।
২০২৩-২৪ সালের রাজ্য বাজেটে দপ্তর অনুসারে বরাদ্দ টাকা ঃঃ
◪ শিক্ষা দপ্তর :: ৩৭,০৭৫ কোটি টাকা
◪ গ্রামীণ উন্নয়ন দপ্তর :: ২৬,৬০৩ কোটি টাকা
◪ নারী ও শিশু উন্নয়ন দপ্তর :: ২৫,২২৫ কোটি টাকা
◪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর :: ১৮,২৬৪ কোটি টাকা
◪ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর :: ১৩,৬৮৬ কোটি টাকা
◪ নগর উন্নয়ন দপ্তর :: ১২,৮৩১ কোটি টাকা
◪ খাদ্য ও সরবরাহ দপ্তর :: ৯,৫৬৪ কোটি টাকা
তাই চলো একনজরে দেখে নেওয়া যাক চলতি আর্থিক বছরে রাজ্য বাজেটে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ বাসী______
৩% ডিএঃ রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা অর্থাৎ রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ৩% ডিএ
লক্ষ্মীর ভান্ডার প্রলল্পঃ বাংলার ১.৮৮ কোটি মহিলা, যাঁরা লক্ষ্মীর ভান্ডার প্রাপক, তাঁরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায় চলে যাবে অর্থাৎ ৬০ বছর হয়ে গেলেই সেই মহিলা ১০০০ টাকা করে ভাতা পাবেন।
বিধায়ক উন্নয়ন তহবিলঃ বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা।
রাস্তাশ্রী প্রকল্পঃ রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ তিন হাজার কোটি টাকা। তৈরি হবে ১১ হাজার কিলোমিটার রাস্তা। সারাই হবে পুরনো রাস্তাও।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডঃ ১৮-৪৫ বছর বয়সি ২ লক্ষ যুবক-যুবতীর আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণের ঘোষণা। সুযোগ বাড়লো কর্মসংস্থানেরও।
কয়লা খনিতে কর্মসংস্থানঃ ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা। চাকরি হতে পারে লক্ষাধিক যুবক-যুবতীর অর্থাৎ কয়লা খনিতে কয়লা উত্তলোন শুরু হলে সেখানে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
চামড়া শিল্পঃ চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও ২ লক্ষ চাকরির ঘোষণা।
স্ট্যাম্প ডিউটিতে ছাড়ঃ স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা। বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ এবং জমি-বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড়ের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি এবং কম খরচে রেজিস্ট্রেশন করতে পারবেন আরও বেশি মানুষ।
মৎস্যজীবীদের সুবিদ্ধাঃ মৃত মৎস্যজীবীদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে।
আর্থিক বৃদ্ধির হারঃ রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হওয়ার ঘোষণা।
No comments:
Post a Comment