10ই ডিসেম্বর হচ্ছে না 2023 প্রাইমারি টেট পরীক্ষা, পরবর্তী তারিখ দেখে নিন
ডিয়ার টেট পরীক্ষার্থী,
এখন আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি আনন্দের খবর নিয়ে, যেটা দেখার পর তোমাদের কিছুটা হলেও মন ভালো হয়ে যাবে। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২৩ এর পরীক্ষা হবার কথা ছিল আগামী ১০ই ডিসেম্বর অর্থাৎ সামনের রবিবার কিন্তু ইতিমধ্যে পর্ষদ কিছুক্ষণ আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে যেখানে দেখা যাচ্ছে ১০ তারিখের পরিবর্তে এই পরীক্ষা হবে ২৪শে ডিসেম্বর ২০২৩ তারিখে।
কি কারনে পরীক্ষার তারিখ ১৪ দিন পেছানো হল সেই বিষয়ে কোন কিছু জানা যায়নি। পর্ষদের এই নোটিশে দেখা যাচ্ছে কেবলমাত্র তারিখের পরিবর্তন করেছে সময় সেই একি আছে (দুপুর ১২টা থেকে ২.৩০ পর্যন্ত)
সুতারং তোমরা যে ১৪ দিন এক্সট্রা করে পাচ্ছো সেই সময়ে নিজেকে আরও সঠিক ভাবে এবং আরও শক্তিশালী ভাবে নিজেকে প্রস্তুত করে তোল।
![]() |
প্রাইমারি টেট 2023 পরীক্ষার পরবর্তী তারিখ |
আরও পড়ুন - শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর
No comments:
Post a Comment