Breaking




Friday, 9 December 2022

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF

 শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF || Child Development and Pedagogy MCQ Questions Answers PDF

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF
শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF
স্নেহের টেট পরীক্ষার্থী .......
তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি, শিশু বিকাশ ও পেডাগগি প্রশ্ন উত্তর PDF-টি নিয়ে। যে PDF-টি উক্ত বিষয়ের কিছু খুবি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন গুলি তোমাদের MCQ ফরম্যাটে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং টেট পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারনা আসে। 
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রশ্ন গুলি দেখে নাও এবং ভালোভাবে মুখস্থ করে নাও যাতে টেট পরীক্ষায় আশা শিশু বিকাশ ও পেডাগগি বিষয় থেকে প্রশ্ন গুলি খুবি সহজে এবং তাড়াতাড়ি দিয়ে পারো। 

শিশু বিকাশ ও পেডাগগি প্রশ্ন উত্তর

 আমাদের দেশের বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে বুদ্ধি অভিক্ষা ব্যবহার করা হয় তা হল-
Ⓐ স্কলাস্টিক অ্যাপটিচুড টেস্টস 
Ⓑ অ্যারিথমেটিক্যাল টেস্টস
Ⓒ মানসিক প্রবণতা অভীক্ষা
Ⓓ উপরের সবকটি


 সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য শিক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ?
Ⓐ 46 নং ধারা 
Ⓑ 16 নং ধারা
Ⓒ 19 (1) নং ধারা
Ⓓ 21 নং ধারা


 যে বুদ্ধির অভিক্ষা একজন মাত্র শিক্ষার্থীর ওপর প্রয়োগ করা হয় তার নাম কি ?
Ⓐ সম্পাদনী অভীক্ষা
Ⓑ ভাষাগত অভীক্ষা
Ⓒ ব্যক্তিগত অভীক্ষা 
Ⓓ দলগত অভীক্ষা


 সংবিধানের কত নম্বর ধারায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে ?
Ⓐ 15/3 নং ধারা
Ⓑ 16 নং ধারা
Ⓒ 28 নং ধারা 
Ⓓ 24 নং ধারা


 মনোবিদগণের মতে বুদ্ধি কি ?
Ⓐ নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা
Ⓑ অর্জিত মানসিক ক্ষমতা
Ⓒ জন্মগত মানসিক ক্ষমতা 
Ⓓ পরিমার্জিত মানসিক ক্ষমতা


 শিক্ষায় লিঙ্গবৈষম্যের কারণ কি ?
Ⓐ ধর্ম
Ⓑ পিতৃতান্ত্রিকতা
Ⓒ নারীবিদ্বেষ
Ⓓ সবগুলি 


 সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যাঙ্ক সাধারণত কত হয় ?
Ⓐ 90-109 
Ⓑ 99-110
Ⓒ 120-139
Ⓓ 100-109


 অর্জিত ব্যক্তিগত বৈষম্য হল-
Ⓐ নিম্নের সবকটি 
Ⓑ সামাজিক
Ⓒ প্রাক্ষোভিক ও শিক্ষাগত
Ⓓ সাংস্কৃতিক


 কোনো শিশুকে পড়ানোর সময় তার কোন বয়সের ওপর গুরুত্ব আরোপ করা উচিত ?
Ⓐ ক্রমিক বয়স
Ⓑ বৌদ্ধিক বয়স
Ⓒ প্রাক্ষোভিক বয়স
Ⓓ মানসিক বয়স 


 নীচের কোনটি শিশুর সামাজিক বৈষম্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ?
Ⓐ নিম্নের সবকটি 
Ⓑ পরিবার
Ⓒ বিদ্যালয়
Ⓓ গোষ্ঠী


 গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব অনুযায়ী বুদ্ধির মাত্রা গুলি কি কি ?
Ⓐ প্রক্রিয়াগত
Ⓑ বিষয়বস্তুগত
Ⓒ ফলাফল
Ⓓ উপরের সবকটি 


 একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গে কি রকম ব্যবহার করবেন ?
Ⓐ পিতার মতো
Ⓑ বন্ধুর মতো 
Ⓒ প্রশাসকের মতো
Ⓓ গুরুজনের মতো


 একটি 12 বছর বয়সের শিশুর মানসিক বয়স 9 বছর, শিশুর বুদ্ধ্যাঙ্ক (IQ) নির্ণয় করুন ?
Ⓐ 85
Ⓑ 70
Ⓒ 75 
Ⓓ 100


 বিমলের গায়ের রং কালো, তাই তার সহপাঠীরা তাকে ক্ষ্যাপায়। এক্ষেত্রে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন ?
Ⓐ বিষয়টি ভুলে যাবেন
Ⓑ ক্লাসে কোনো উপদেশ দেবেন না
Ⓒ ক্লাসে বিমলকে আলাদা বসতে দেবেন
Ⓓ বিমলকে বলবেন ব্যাপারটির প্রতি মনোযোগ না দিতে 


 ‘A’ বুদ্ধি এবং ‘B’ বুদ্ধির কথা কে বলেন ?
Ⓐ হেব 
Ⓑ টারম্যান
Ⓒ বিঁনে
Ⓓ ক্যাটেল


 ফ্লাইং ল্যাঙ্গুয়েজকে কি ধরনের পদ্ধতি বলা হয় ?
Ⓐ ভিজুয়াল 
Ⓑ অডিও
Ⓒ ক্লাসিকাল
Ⓓ ওরিয়েন্টেশন


 বুদ্ধির ‘বাছাই তত্ত্ব’ -এর প্রবক্তা কে ?
Ⓐ হেব
Ⓑ থমসন 
Ⓒ স্পিয়ারম্যান
Ⓓ গিলফোর্ড


 কোনটি প্রাক্ষোভিক বৈষম্যের উদাহরণ ?
Ⓐ কাজের গতি
Ⓑ সেন্টিমেন্ট 
Ⓒ কাজের শক্তি
Ⓓ অবসাদের পরিসর


 ধরা যাক, কোনো শিক্ষার্থীর সময়গত বয়স 8 এবং মানসিক বয়স 12, তার বুদ্ধ্যঙ্ক কত ?
Ⓐ 150 
Ⓑ 180
Ⓒ 110
Ⓓ 170


কোনটি শিশুর অর্জিত ব্যক্তিগত বৈষম্য নয় ?
Ⓐ সামাজিক
Ⓑ দৈহিক 
Ⓒ শিক্ষাগত
Ⓓ কৃষ্টিগত


 একটি শিশু রবীন্দ্রনাথের ছড়া পড়ে অর্থ বোঝার চেষ্টা করছে। এখানে শিশুটি তার কোন ধরনের বৌদ্ধিক ক্ষমতা ব্যবহার করছে ?
Ⓐ অপসারী চিন্তন
Ⓑ প্রত্যাভিজ্ঞা 
Ⓒ সাংকেতিক
Ⓓ স্মৃতিগত


 ব্যক্তিগত বৈষম্য বলতে কি বোঝায় ?
Ⓐ ব্যক্তির সমস্ত দিকের পার্থক্য 
Ⓑ ব্যক্তির দৈহিক পার্থক্য
Ⓒ ব্যক্তির মানসিক পার্থক্য
Ⓓ ব্যক্তির প্রতিক্রিয়ার পার্থক্য


 বিশেষ ক্ষমতার মতো ছোট নয় আবার বুদ্ধির মত বড় নয়, এমন ক্ষমতা হল-
Ⓐ গাড়ি চালানো
Ⓑ অংক কষা
Ⓒ ভাষাগত দক্ষতা 
Ⓓ শিক্ষকতা


 শিশুর মেজাজগত পার্থক্য হল-
Ⓐ ব্যক্তিত্বের পার্থক্য 
Ⓑ সামাজিক পার্থক্য
Ⓒ বুদ্ধিগত পার্থক্য
Ⓓ কৃষ্টিগত পার্থক্য


 দুজন মানুষের বৌদ্ধিক আচরণের পার্থক্য কি কারণে হয় ?
Ⓐ মানসিক ক্ষমতার 
Ⓑ সৃজন ক্ষমতার
Ⓒ সাধারণ কর্ম দক্ষতার
Ⓓ প্রাক্ষোভিক ক্ষমতার


 লিঙ্গগত বৈষম্য হল–
Ⓐ নারী-পুরুষের বৈষম্য
Ⓑ ছেলে-মেয়ের বৈষম্য
Ⓒ স্বামী-স্ত্রীর বৈষম্য
Ⓓ উপরের সবকটি 


 শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এক-
Ⓐ দীর্ঘ পথের যাত্রী 
Ⓑ ক্ষণিকের যাত্রী
Ⓒ আংশিক পথচারী
Ⓓ কোনোটিই নয়


জাতীয় শিক্ষানীতি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ 1986 সালে 
Ⓑ 1964 সালে
Ⓒ 1992 সালে
Ⓓ 1985 সালে


শিশু বিকাশ ও পেডাগগি প্র্যাকটিস সেটি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  230 KB 


No comments:

Post a Comment