Breaking




Monday, 4 December 2023

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF || Anganwadi Worker & Helper Exam Question Answer in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF
ডিয়ার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী, 
আশাকরি তোমরা যারা এই পরীক্ষার জন্য আবেদন করেছো তোমরা অবশ্যই জোরকদমে এবং সিরিয়াস ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। তোমাদের সেই প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আমরা আজকে হাজির হয়েছি, অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF এই পোস্টটি নিয়ে।
যে পোস্টটির মধ্যে আমরা কিছু জিকে বিষয়ের প্রশ্ন দিয়েছি এবং যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসতে চলেছে। 
তাই তোমরা অবশ্যই আমাদের দেওয়া এই প্রশ্ন উত্তর খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নাও এবং যদি মনেহয় পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর

 প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত ?
Ans :: দাবা।

 ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি ?
Ans :: গোদাবরী।

 ইহুদিরা কোন উৎসব মোমবাতি জ্বালিয়ে পালন করে ?
Ans :: হানুক্কা।

 পালিতানা মন্দির কোথায় অবস্থিত ?
Ans :: গুজরাট।

 গোয়ার সরকারী ভাষা কি ?
Ans :: কোঙ্কনি।

 শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে ?
Ans :: পিতা।

 সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
Ans :: জ্যোতিবা ফুলে।

 পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?
Ans :: ৩৩ শতাংশ।

 ভারতের কোথায় প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার খোলা হয়েছে ?
Ans :: কেরলে।

 ২০০৮ সালে কোন ভাষাটি ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল ?
Ans :: কন্নড় এবং তেলেগু।

 বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ?
Ans :: টাংস্টেন।

 নিতু ঘাংঘাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans :: বক্সিং।

 শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
Ans :: নিউ দিল্লীতে।

 গ্লুকোজ এর সংকেত কি ?
Ans :: C6H12O6.

 জৈন ধর্মে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন ?
Ans :: ২৪তম।

 কোন রাজ্য সরকার ই-পঞ্চায়েত পুরস্কার ২০২১ জিতেছে ?
Ans :: উত্তরপ্রদেশ।

 ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans :: দিল্লীতে।

 আনাইমুদি পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
Ans :: কেরালা।

 জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয় ?
Ans :: ৩১শে অক্টোবর।

 স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
Ans :: আর.কে. সম্মূখম চেট্টি।

 ফটোগ্রাফিক ফিল্মে কোনটি ব্যবহার করা হয় ?
Ans :: সিলভার ব্রোমাইড।

 সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
Ans :: নর্মদা।

 বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক।

 ভারতে কবে ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় ?
Ans :: ১৯৬৯ সালে।

 সাজো উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: হিমাচল প্রদেশ।

 ১৯৩৪ সালে জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
Ans :: রাজেন্দ্র প্রসাদ।

  আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
Ans :: রাজা রামমোহন রায়।

 নিউল্যান্ডের অষ্টক সূত্রে শেষ মৌল কোনটি ?
Ans :: থোরিয়াম।

 ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় ?
Ans :: দুধে।

 দ্রুত খাবার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় ?
Ans :: সোডিয়াম বাই কার্বনেট।

 লোহিত নদী কোন নদীর শাখা নদী ?
Ans :: ব্রহ্মপুত্র।

 আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি মৌল আছে ?
Ans :: ১১৮টি।

 চৌরিচৌরা ঘটনা কোথায় হয়েছিল ?
Ans :: গোরখপুর।

 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল ?
Ans :: রাজস্থান।

আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: স্বামী দয়ানন্দ সরস্বতী।

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  240 KB  



No comments:

Post a Comment