Breaking




Friday, 22 November 2024

SSC GD Constable Question Answer in Bengali PDF | জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF

SSC GD Constable Question Answer in Bengali PDF || জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF

জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি SSC-এর তরফ থেকে অসংখ্য শূন্যপদে GD Constable নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আমরা আজকে তোমাদের জন্য সেই পরীক্ষার জন্য নিয়ে হাজির হয়েছি SSC GD Constable Question Answer PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে বাছই করা খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন উত্তর।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 

জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সংবিধান সভার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল  ? 
উত্তরঃ বি আর আম্বেদকর

প্রশ্নঃ "Becoming" - বইটির লেখক কে ?
উত্তরঃ ওবামা

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন অংশকে "ভারতীয় সংবিধানের বিবেক" বলা হয়  ? 
উত্তরঃ মৌলিক অধিকার

প্রশ্নঃ জীবন যাপনের জন্য অপশনের কোনটি প্রয়োজনীয় নয় ? 
উত্তরঃ D. যোগাযো

প্রশ্নঃ স্বদেশী আন্দোলনের সময় স্বরাজ পতাকার নকশা কে তৈরি করে ?
উত্তরঃ মহাত্মা গান্ধী

প্রশ্নঃ "World Development Report" - কোন আন্তর্জাতিক সংস্থার দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তরঃ বিশ্ব ব্যাংক

প্রশ্নঃ ভারত সরকারের কোন বিভাগ "Payment Bank" গুলিকে নিয়ন্ত্রণ করে ?
উত্তরঃ Department of Post

প্রশ্নঃ পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তরঃ আনাইমুদি

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ? 
উত্তরঃ বিহার

প্রশ্নঃ "রামনাথ গোয়েনকা" পুরস্কার কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ?
উত্তরঃ সাংবাদিকতা

প্রশ্নঃ উদ্ভিদের পাতার কোন অংশ পাতাকে কান্ডের সাথে যুক্ত রাখে ?
উত্তরঃ পেটিওল

প্রশ্নঃ রাজিয়া সুলতানের পিতা কে ছিল ?
উত্তরঃ ইলতুৎমিস

প্রশ্নঃ যেকোনো খাদ্য শৃংখলের সর্বোচ্চ স্থানে কে থাকে ?
উত্তরঃ মানব


প্রশ্নঃ "শিবসমুদ্রম জলপ্রপাত" উৎপন্ন করে কোন নদী ?
উত্তরঃ কাবেরী

প্রশ্নঃ "রোহান বোপাননা" - কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তরঃ টেনিস

প্রশ্নঃ ভিটামিন K1 এর অপর নাম কী ?
উত্তরঃ ফাইলোকুইনন

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত ? 
উত্তরঃ 239

প্রশ্নঃ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু প্রকল্প অনুযায়ী কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব ?
উত্তরঃ 50000

প্রশ্নঃ The Day I Stopped Drinking Milk - বইটি কার লেখা ?
উত্তরঃ  সুধা মূর্তি

প্রশ্নঃ যাওয়াই বাঁধ নির্মাণ করা হয়েছে যাওয়াই নদীর উপর। এটি কোন নদীর শাখা নদী ?
উত্তরঃ লুনী

প্রশ্নঃ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সিতারা দেবী কোন ক্ষেত্রে সাথে সম্পর্কিত ?
উত্তরঃ কত্থক

প্রশ্নঃ আরাবলি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ "Wedding Album" - এর লেখক কে ?
উত্তরঃ গিরিশ কর্নার্ড

প্রশ্নঃ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে চালু হয় ?
উত্তরঃ 2016 সালে

প্রশ্নঃ  ভারতীয় সংবিধানের কততম অনুসূচিতে হিন্দি ভাষাকে যুক্ত করা হয় ?
উত্তরঃ অষ্টম

প্রশ্নঃ মনিকা বাত্রা হলো ভারতের একজন বিখ্যাত ?
উত্তরঃ টেবিল টেনিস খেলোয়াড়

প্রশ্নঃ রাজস্থানে কোন স্থিতিস্তম্ভটি অবস্থিত ?
উত্তরঃ হাওয়া মহল

প্রশ্নঃ ভারত ও বাংলাদেশ সবথেকে বেশি উৎপাদন করে ?
উত্তরঃ পাট

প্রশ্নঃ উত্তর আমেরিকাতে কোন তৃণভূমি রয়েছে ?
উত্তরঃ প্রেইরিস

প্রশ্নঃ বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ  12 নভেম্বর

প্রশ্নঃ Fit India আন্দোলনের সংস্থাপক কে ?
উত্তরঃ সুপর্ণ সৎপথি

প্রশ্নঃ একটি পরমাণুর "N তম" কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে ?
উত্তরঃ 32টি

প্রশ্নঃ দিল্লি সুলতানের শাসন ব্যবস্থার ভাষা কি ছিল ?
উত্তরঃ পার্সিয়ান

প্রশ্নঃ জাল্লিকাত্তু হলো যা সাধারণত তামিলনাডুতে হয় ?
উত্তরঃ সাড় বসে আনার উৎসব

প্রশ্নঃ ব্যাংক রাষ্ট্রীয়করণ প্রোগ্রামের 50 তম বর্ষ কবে পালন করে ?
উত্তরঃ 2019 সালে

প্রশ্নঃ দই এবং ভিনিগারের স্বাদ টক হয় কিসের উপস্থিতির কারণে ? 
উত্তরঃ অ্যাসিড

প্রশ্নঃ কাকে 'ভারতের রকেট প্রযুক্তির অগ্রদূত' কৃতিত্ব দেওয়া হয় ?
উত্তরঃ টিপু সুলতান

প্রশ্নঃ উপদ্বিপিয় ভারতের পশ্চিম দিকে প্রবাহিত বৃহত্তম নদী কোনটি ? 
উত্তরঃ নর্মদা নদী

প্রশ্নঃ ভারতের উল্লেখযোগ্য একটি উৎসব হলো ছট পুজো। এই ছট পুজোতে কোন দেবতার পূজা করা হয় ? 
উত্তরঃ সূর্য দেবতা

প্রশ্নঃ 2006 সালের কততম সংবিধান সংশোধন দ্বারা সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে OBC দের 27% সংরক্ষণ দেওয়া হয় ? 
উত্তরঃ 93তম

প্রশ্নঃ All India Tennis Association (AITA) - কবে স্থাপিত হয় ? 
উত্তরঃ 1920 সালে

প্রশ্নঃ Lessons Life Taught Me, Unknowingly' - বইটির লেখক কে ?
উত্তরঃ অনুপম খের

প্রশ্নঃ GDP কে প্রকাশ করা হয় দুটি পদ্ধতিতে, একটি Nominal GDP এবং অপরটি ?
উত্তরঃ Real GDP

প্রশ্নঃ 17 শতকে মোঘল সম্রাট শাহজাহান দ্বারা তৈরি করা হয়েছিল, যা ছিল মুঘলদের প্রায় 200 বছরের প্রধান বাসস্থান ?
উত্তরঃ দিল্লির লালকেল্লা


প্রশ্নঃ "কাবিনি" - কোন নদীর একটি উল্লেখযোগ্য শাখা নদী ? 
উত্তরঃ কাবেরী

প্রশ্নঃ মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্র ও বৃহত্তম হার কোনটি ?
উত্তরঃ স্টেপিস ও ফিমার

প্রশ্নঃ সাঁচি স্তুপ কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ রাইসেন

প্রশ্নঃ যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ কর্নাটক

প্রশ্নঃ স্পিগমোম্যানোমিটার দ্বারা কি মাপা হয় ?
উত্তরঃ রক্তের চাপ

প্রশ্নঃ অ্যাসিড বৃষ্টির জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তরঃ সিলভার আয়োডাইড

প্রশ্নঃ জ্বালা গুটটা কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তরঃ ব্যাডমিন্টন

প্রশ্নঃ বাবর কবে ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লি এবং আগ্রা দখল করেছিল ?
উত্তরঃ 1526 সালে

প্রশ্নঃ ভারতীয় সশস্ত্র বাহিনীর ভেটেরান্স দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ 14 জানুয়ারি

প্রশ্নঃ 1944 সালের কোহিমার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল ? 
উত্তরঃ ইম্পেরিয়াল জাপানি বাহিনী এবং ব্রিটিশ ভারতীয় বাহিনী।

প্রশ্নঃ কর্নাটকের মালভূমির পাহাড়ী অংশগুলোকে কি বলে ? 
উত্তরঃ মালনাদ

প্রশ্নঃ 'Kashmir's Untold Story : Declassified' - বইটির লেখক কে ?
উত্তরঃ ইকবাল চন্দ্র মালহোত্রা এবং মারুফ রাজা

প্রশ্নঃ ব্রিটিশ দ্বারা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে রঙ্গুন জেলে পাঠানো হয় কত সালে ?
উত্তরঃ 1858 সালে

প্রশ্নঃ "Transgender Persons Act 2019" - কবে থেকে কার্যকর হয় ?
উত্তরঃ জানুয়ারি 2020

প্রশ্নঃ কোন উপাদান দ্বারা মানুষ শরীরের ত্বকের সবচেয়ে বাইরের অংশ, চুল এবং নখ তৈরি হয় ?
উত্তরঃ কেরোটিন

প্রশ্নঃ লাদাখের "Buddhist Chanting" কবে UNESCO এর লিস্ট যুক্ত করা হয় ?
উত্তরঃ 2012 সালে

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদতে সমবায় সমিতির পদোন্নতির কথা উল্লেখ আছে ?
উত্তরঃ 43B

প্রশ্নঃ 1978 সালে গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর মুঘল কর্তৃত্বের বিরুদ্ধে খালসা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল ?
উত্তরঃ বান্দা বাহাদুর

প্রশ্নঃ সংবাদ কৌমুদী পত্রিকার সংস্থাপক কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়

প্রশ্নঃ মালাবার নৌসেনা অনুশীলনে কোন কোন দেশ অংশ নেয় ? 
উত্তরঃ ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা

প্রশ্নঃ সরযূ নদী কোন নদীর শাখা নদী ? 
উত্তরঃ সারদা

প্রশ্নঃ 26 জানুয়ারি 2019 তে ভারতীয় সংবিধান তার অস্তিত্বের 69 বছর সম্পূর্ণ করলো।  এত বছরে মোট কতবার ভারতীয় সংবিধান সংশোধন করা হয় ?(12 জানুয়ারি 2019 অনুযায়ী) 
উত্তরঃ 103

প্রশ্নঃ স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর দ্বিতীয় ফেজ কবে শুরু হয় ? 
উত্তরঃ2020-21 সালে

প্রশ্নঃ নিম্নলিখিত কে ভারতের তীরন্দাজি খেলে ?
উত্তরঃ দীপিকা কুমারী 

প্রশ্নঃ ভিটিকালচার কি ?
উত্তরঃ আঙ্গুরের চাষ

প্রশ্নঃ নভেম্বর 2020 তে ফকির চাঁদ কোলি মারা যায়।  তিনি কি জন্য বিখ্যাত ?
উত্তরঃ ভারতীয় সফটওয়্যার ইন্ডাস্ট্রির জনক 

জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  248 KB  


No comments:

Post a Comment