আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF || Modern India History Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
আজকে Sohojogita ওয়েবসাইটের পক্ষ থেক যে পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই পোস্টটি অত্যন্ত প্রয়োজনীয় সকল চাকরীর পরীক্ষা গুলির জন্য। আমাদের আজকের সেই পোস্টটি হল- আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF এই পোস্টটি, যে পোস্টটি ভারতের ইতিহাস বিষয়ের একটি উল্লেখযোগ্য টপিক।
তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই প্রশ্ন গুলি খুব ভালোভাবে মুখস্ত করে নাও যাতে এই টপিকটি থেকে আশা সকল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারো।
আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
প্রঃ মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দেন কে ?
উঃ- নেতাজি সুভাষ চন্দ্র বসু
প্রঃ কে ১৯১৬ সালে কলকাতায় হোমরুল লীগ গঠন করেন ?
উঃ- এনি বেসান্ত
প্রঃ মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ?
উঃ- গোপাল কৃষ্ণ গোখলে
প্রঃ জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উঃ- লর্ড ডাফরিন
প্রঃ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি ?
উঃ- বদরুদ্দীন তায়েবজি
প্রঃ ১৮৯৭ সালে কলকাতায় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন কে ?
উঃ- স্বামী বিবেকানন্দ
প্রঃ “ইলবার্ট বিল” কার আমলে পাশ হয় ?
উঃ- লর্ড রিপন
প্রঃ ভারতে কমিউনিজমের অগ্রদূত বলা হয় কাকে ?
উঃ- এম এন রায়
প্রঃ কাকে হারিয়ে ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষ চন্দ্র বসু পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?
উঃ- পট্টভি সীতারামাইয়া
প্রঃ লর্ড মাউন্ট ব্যাটেনের সবচেয়ে বিবাদমূলক সিদ্ধান্ত কোনটি ?
উঃ- ১৯৪৮ এর জুনের বদলে ১৯৪৭ এর ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা প্রদান করা
প্রঃ বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উঃ- ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে
প্রঃ “করেঙ্গে ইয়ে মরেঙ্গে” এই বিখ্যাত স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির ?
উঃ- মহাত্মা গান্ধী
প্রঃ ইংরেজরা ভারতে প্রথম কোথায় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন ?
উঃ- সুরাট
প্রঃ পরাধীন ভারতে কোন বছর ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয় ?
উঃ- ১৯৩০ সালে
প্রঃ কার আমলে ইংরেজরা বাংলায় স্থায়ী রাজস্ব আদায় করা শুরু করেন ?
উঃ- লর্ড কর্নওয়ালিস
প্রঃ “At the stroke of midnight when the world sleeps, India awakes to life and freedom”- এই বিখ্যাত উক্তিটি কার ?
উঃ- জওহরলাল নেহেরু
প্রঃ ভারতে প্রথম সংবাদপত্র কে চালু করেন ?
উঃ- J.A Hicky
প্রঃ পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন কে ?
উঃ- লর্ড ডালহৌসি
প্রঃ কে “Desert Fox” নাম পরিচিত ?
উঃ- জেনারেল রোমেল
প্রঃ কত সালে “Montego Chelmsford Reforms” সম্পাদিত হয়েছিল ?
উঃ- ১৯১৯ সালে
প্রঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ- লর্ড ওয়ারেন হেস্টিংস
প্রঃ ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ?
উঃ- লর্ড ক্যানিং
প্রঃ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- রাজা মোহন মোহন রায়
প্রঃ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- স্বামী বিবেকানন্দ (১৮৯৭ সালে বেলুড়ে)
প্রঃ মহাবিদ্রোহ কবে শুরু হয়েছিল ?
উঃ- ১৮৫৭ সালে
প্রঃ মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উঃ- মঙ্গল পান্ডে (কলকাতার ব্যারাকপুরে)
প্রঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি ছিলেন ?
উঃ- হরিপুরা (১৯৩৮ সালে)
প্রঃ গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত ছিলেন ?
উঃ- দাদাভাই নৌরজি
প্রঃ ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- সুরেন্দ্র নাথ ব্যানার্জী (২৬ শে জুলাই ১৮৭৬ সালে কলকাতায়, প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু)
প্রঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বিতীয়বার কোন অধিবেশন থেকে সভাপতি হন ?
উঃ- ত্রিপুরী অধিবেশনে ১৯৩৯ সালে পট্টভাই সীতারামাইয়াকে হারিয়ে।
আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 02
File Size: 204 KB
No comments:
Post a Comment