Breaking




Saturday 16 September 2023

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF || Indian National Movement Question Answers PDF

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF || Indian National Movement Question Answers PDF

ভারতের জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF
ভারতের জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা ভারতের ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত উল্লেখযোগ্য টপিক সম্পর্কে ১৫০টির মতো প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের আজকের টপিকটি হল, ভারতের জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF. আমরা পোস্টটির মধ্যে যে প্রশ্ন গুলি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, সেই প্রশ্ন গুলি আগত WBP, Food SI, Kolkata Police, SSC MTS, SSC GD, WB Jail Police সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন গুরুত্বপূর্ণ। 
তাই তোমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই আজকের এই টপিকের প্রশ্ন উত্তর গুলি খুবই মনোযোগ সহকারে মুখস্ত করে নাও এবং নিজেকে এই সমস্ত উল্লেখযোগ্য টপিক গুলি সম্পর্কে অবগত রাখো।

ভারতের জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর

কাকে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় ?
Ans :: রাসবিহারী বসু।

ভারতের ত্রি-বর্ণরঞ্জিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন ?
Ans :: মাদাম ভিকাজি রুস্তমজি কামা।

কবে আজাদ-হিন্দ-ফৌজ গঠিত হয় ?
Ans :: ১লা সেপ্টেম্বর ১৯৪২ সালে।

কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
Ans :: বানভট্ট।

কবে জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ?
Ans :: ১৩ই এপ্রিল ১৯১৯ সালে।

লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
Ans :: ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।

ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: রাসবিহারী বসু।

সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
Ans :: মেটকাফ।

কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?
Ans :: ১৯৪০ সালে।

স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ans :: জে. বি. ক্রিপালিনি।

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
Ans :: এন. এম. যোশি।

ব্রিটিশদের বিরুদ্ধে ‘উলগুলান’ উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে ?
Ans :: বিরসা মুণ্ডা

কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Tr  itionn l Mo erniser) বলা হয় ?
Ans :: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
Ans :: মেয়ো

কে লিবারেলদের মুখপাত্র ছিল ?
Ans :: লিডার

কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
Ans :: ১৮১৩ -র চার্টার আইন

১৯৪০-এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
Ans :: লাহোর

কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
Ans :: ১৯২০ সালে।

১৯৩৮ সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
Ans :: সুভাষচন্দ্র বসু

কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
Ans :: মতিলাল নেহরু

কোন বছর জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ এর প্রস্তাব গ্রহণ করে ?
Ans :: ১৯২৯ সালে।

কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে’ ?
Ans :: জি.কে. গোখলে

‘এইটটিন ফিফটি সেভেন’ বইটির রচয়িতা কে ?
Ans :: সুরেন্দ্রনাথ সেন

দাদাভাই নৌওরোজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে ?
Ans :: গোপাল কৃষ্ণ গোখলে

 কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত ?
Ans :: ক্রান্তি

বিখ্যাত ছবি ‘ভারত মাতা’ কে এঁকেছিলেন ?
Ans :: অবনীন্দ্রনাথ ঠাকুর

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
Ans :: বম্বে

কাকে ‘গদর পার্টি’ মারতে চেয়েছিল ?
Ans :: কিংসফোর্ড

১৯৪২ -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
Ans :: তমলুক

কে সুভাষ বোসের ‘আজাদ হিন্দ ফৌজের’ সদস্য ছিলেন না ?
Ans :: শাহনাওয়াজ খান

কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
Ans :: ১৯২০ সালে।

কে ‘নীলদর্পণ’ অনুবাদ করেছিলেন ?
Ans :: রেভঃ জেমস লং

কে লিখেছিলেন ‘ইন্ডিয়া উইনস ফ্রীডম’ ?
Ans :: মৌলানা আবুল কালাম আজাদ

‘প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
Ans :: আত্মারাম পান্ডুরাঙ

ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
Ans :: চক্রবর্তী রাজাগোপালাচারী

ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ?
Ans :: সর্দার বল্লভভাই প্যাটেল

ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
Ans :: ১৯৪৬ খ্রী:-র ফেব্রুয়ারী

ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans :: ক্লেমেন্ট এ্যাটলি

কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?
Ans :: ১৯৪০ সালে।

কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
Ans :: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান

রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
Ans :: ঘরে বাইরে

বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
Ans :: ১৯৪৬ সালে।

কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
Ans :: লর্ড কর্ণওয়ালিশ

ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
Ans :: ১৫ আগস্ট ১৯৪৭ সালে।

বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans :: সঈদ আহমেদ

‘বাউন্ডারী কমিশনের’ প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
Ans :: লর্ড পেথিক লরেন্স

‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans :: হরিশচন্দ্র মুখোপাধ্যায়

ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন ?
Ans :: এ.ও. হিউম

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
Ans :: ডব্ল্যু. সি. ব্যানার্জী

প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন ?
Ans :: মাদাম কামা

সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?
Ans :: ১৮৫৫ সালে।

‘আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন -
Ans :: দয়ানন্দ সরস্বতী

কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন ?
Ans :: ১৭৯৩ সালে।

‘আলিগড় আন্দোলন’ শুরু করেছিলেন -
Ans :: সৈয়দ আমেদ খান

‘পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ বইটির লেখক কে ?
Ans :: দাদাভাই নওরোজি

“স্বরাজ আমার জন্মগত অধিকার” -কে বলেছিলেন ?
Ans :: বাল গঙ্গাধর তিলক

‘নীল বিদ্রোহ’ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত -
Ans :: হিন্দু পেট্রিয়টে

‘আজাদ হিন্দ ফৌজ’ কোথায় প্রথম স্থাপিত হয় ?
Ans :: সিঙ্গাপুর

মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম -
Ans :: মজুর মহাজন

ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় ?
Ans :: সিপাহি বিদ্রোহ (১৮৫৭ সাল)

১৯০৬ সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?
Ans :: আগা খান

দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন -
Ans :: ত্রিপুরীতে

স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?
Ans :: লিয়াকৎ আলি খান

কোন জায়গায় মহাত্মা গান্ধি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন ?
Ans :: ডান্ডী

বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?
Ans :: ১৯৪৬ সালে।

১৮৫৭ -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন ?
Ans :: বাহাদুর শাহ জাফর

১৯২২ সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?
Ans :: রাসবিহারী বসু

মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
Ans :: লালা হরদয়াল

দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন ‘বিপ্লব দীর্ঘজীবি হোক’ ?
Ans :: ভগৎ সিং

কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয় ?
Ans :: লাহোর

কোন ঘটনা মহাত্মা গান্ধীকে ১৯২২ সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?
Ans :: চৌরিচৌরার গণ হিংসা

১৯১৯ সালের আইন কী নামে পরিচিত ছিল ?
Ans :: রওলাট অ্যাক্ট

বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন -
Ans :: মুজাফফর আমেদ

খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?
Ans :: খান আবদুল গফফর খান

ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি -
Ans :: বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি (ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-১৮৫২)

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিল ?
Ans :: ভগৎ সিং

‘গদরপার্টি’ কোথায় গঠিত হয়েছিল ?
Ans :: সানফ্রান্সিসকো

‘অধীনতামূলক মিত্রতা’ নীতি কে প্রবর্তন করেছিলেন ?
Ans :: ওয়েলেসলি

‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া’ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন ?
Ans :: ভি.ডি. সাভারকর

ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?
Ans :: এল.ভি. ডিরোজিও

‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড’ অনুষ্ঠিত হয়েছিল এই বত্সরে -
Ans :: ১৯১৯ সালে।
 
কোন গভর্নর-জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
Ans :: লর্ড কর্ণওয়ালিশ

গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
Ans :: চম্পারণ

ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ?
Ans :: রাসবিহারী বসু

ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ans :: জে.বি. কৃপালিনি

‘পথের দাবি’ -র লেখক কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
Ans :: লর্ড মেয়ো

মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
Ans :: ১৮৯৯ – ১৯০০ সালে।

কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?
Ans :: রাজা রামমোহন রায়

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন -
Ans :: বদরুদ্দিন তায়েবজি

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: লালা লাজপৎ রায়

ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
Ans :: ভারত ও চিন

কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে” ?
Ans :: এম.কে. গান্ধি

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
Ans :: ডব্লিউ.সি.ব্যানার্জী

মুজফফরপুর খুনের (১৯০৮) সাথে কোন্‌ দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
Ans :: প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু

লাহোর কংগ্রেস (১৯২৯) -এর উদ্দেশ্য ছিল -
Ans :: ভারতের পূর্ণ স্বাধীনতা

মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল ?
Ans :: দ্বৈতশাসন

কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?
Ans :: নীল চাষীদের সমস্যার সমাধান

অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?
Ans :: ১১ই ফেব্রুয়ারি ১৯২২ সালে।

১৯২৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্‌ মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?
Ans :: সরোজিনী নাইডু

“আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” - কে বলেছিলেন ?
Ans :: লর্ড কার্জন

নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
Ans :: হেনরি ভিভিয়ান ডিরোজিও

মুসলীম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন্‌ সালে ?
Ans :: ১৯৪০ সালে।

সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
Ans :: ১৯৩৬ সালে।

অকালি আন্দোলন কবে শুরু হয় ?
Ans :: ১৯২১ সালে।

১৮৭৮ সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
Ans :: লর্ড রিপন

কোন্‌ সালে তিলক ‘কর দেব না’ অভিযান করেছিলেন ?
Ans :: ১৮৯৬ সালে।

ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
Ans :: মহারাষ্ট্র

উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?
Ans :: সৈয়দ আহমেদ খান

চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?
Ans :: প্রীতিলতা ওয়াদ্দেদার

কোন্‌ বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?
Ans :: ১৯২৯ সালে।

‘স্বদেশবান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
Ans :: অশ্বিনীকুমার দত্ত

১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
Ans :: বাংলায়

কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন / সহায়তা করেছিলেন ?
Ans :: হরিশ মুখার্জি

কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় ?
Ans :: বাসুদেব বলবন্ত ফাদকে।

১৮৯৩ খ্রিস্টাব্দে গনপতি উৎসব কে চালু করেন ?
Ans :: বাল গঙ্গাধর তিলক।

১৮৯৯ খ্রিস্টাব্দে কারা মিত্রমেলা প্রতিষ্ঠা করেন ?
Ans :: সাভারকার ভাতৃদ্বয়।

লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?
Ans :: মদনলাল ধিংড়া।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ?
Ans :: পথের দাবী।

কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ?
Ans :: ১৯২৯ সালে।

কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল ?
Ans :: হার্ডিঞ্জকে।

কত সালে অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় ?
Ans :: ১৯০৮ সালে।

কোন মামলায় উল্লাসকর দত্ত, অবিনাশ ভট্টাচার্য এবং বারীন্দ্র কুমার ঘোষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ?
Ans :: আলীগড় বোমা মামলায়।

কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ‘ফাদার মার্টিন’ ?
Ans :: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হত ?
Ans :: অরবিন্দ ঘোষকে।

ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?
Ans :: প্রীতিলতা ওয়াদ্দেদার।

কোন গ্রন্থকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলে অভিহিত করা হয় ?
Ans :: আনন্দমঠ।

ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
Ans :: পুলিন বিহারী দাস।

মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ?
Ans :: বাসুদেব বলবন্ত ফাদ।

কে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন ?
Ans :: উধম সিং।

১৯২০ সালে লেনিনের আমন্ত্রণে কোন ভারতীয় সংগ্রামী রাশিয়া যান ?
Ans :: এম. এন. রায়।

‘অর্ধেক জীবন’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans :: সুনীল গঙ্গোপাধ্যায়।

‘জয়হিন্দ স্লোগানটি’ কে দিয়েছিলেন ?
Ans :: নেতাজি সুভাষচন্দ্র বসু।

‘সমৃদ্ধ ব্রিটিশ ভারত’ গ্রন্থটি কার লেখা ?
Ans :: উইলিয়াম ডিগবি।

‘স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র’ -র সার্থক রূপকার কে ?
Ans :: মোহম্মদ আলী জিন্নাহ।

‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – কার উক্তি ?
Ans :: বাল গঙ্গাধর তিলক।

“দয়ানন্দ অ্যাংলো বেদিক’ স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: লালা হংসরাজ।

“মিলন মন্দির’ কে স্থাপন করেন ?
Ans :: আনন্দমোহন বসু।

১৮৯৩ খ্রিস্টাব্দে গণপতি উৎসব কে চালু করেন ?
Ans :: বাল গঙ্গাধর তিলক।

১৮৯৯ খ্রিস্টাব্দে কারা মিত্রমেলা প্রতিষ্ঠা করেন ?
Ans :: সাভারকার ভাতৃদ্বয়।

১৯২০ সালে লেনিনের আমন্ত্রণে কোন ভারতীয় সংগ্রামী রাশিয়া যান ?
Ans :: এম. এন. রায়।

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  240 KB



No comments:

Post a Comment