গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর PDF | Important History Questions Answers PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, ইম্পর্টেন্ট ইতিহাস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে বাছাই করা বেশ কয়েকটি ইতিহাস প্রশ্ন উত্তর, যে প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা দেরি না করে অবলম্বে প্রশ্ন গুলি খুব ভালোভাবে পড়ে নাও PDF-টি সংগ্রহ করে রেখে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর
❏ ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে ?
Ans :: 1947 সালে জুলাই মাসে
❏ প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
Ans :: রাজতরঙ্গিনী (কলহন) রচয়িতা
❏ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
Ans :: কবি হরিসেন
❏ এলাহাবাদ প্রশস্তি কার সম্পর্কে রচিত ?
Ans :: সম্রাট সমুদ্র গুপ্ত
❏ আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
Ans :: কবি রবিকীর্তি
❏ হর্ষচরিত এর রচয়িতা কে ?
Ans :: কবি বানভট্ট
❏ ইন্ডিকা গ্রন্থের রচিয়তা কে ?
Ans :: মেগাস্থিনিস
❏ নাশিক শিলালিপি কার আমলের ?
Ans :: গৌতমীপুত্র সাতকর্ণী
❏ ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি ?
Ans :: হরপ্পা সভ্যতা
❏ কবে প্রথম মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয় ?
Ans :: 1922 খ্রিস্টাব্দে
❏ আর্যরা কোন সময় ভারতে আসে ?
Ans :: খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে
❏ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি ?
Ans :: ঋকবেদ
❏ উপনিষদ কি ?
Ans :: বেদের শেষ ভাগ বা বেদান্ত কে উপনিষদ বলে
❏ আর্যদের প্রধান জীবিকা কি ছিল ?
Ans :: কৃষি ও পশুপালন
❏ আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি ?
Ans :: নিষ্ক ও মনা
❏ প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত ?
Ans :: গ্রামণী
❏ শেষ জৈন তীর্থঙ্কর এর নাম কি ?
ANS :: বর্ধমান মহাবীর
❏ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
Ans :: কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে
❏ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
Ans :: ত্রিপিটক
❏ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
Ans :: পালি ভাষায় রচিত
❏ বিম্বিসার কে ছিলেন ?
Ans :: মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা
❏ শ্রেণিক কোন রাজার উপাধি ?
Ans :: বিম্বিসার
❏ নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?
Ans :: মহাপদ্ম নন্দ
❏ চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন ?
Ans :: 324 খ্রিস্টপূর্বাব্দে
❏ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
Ans :: সম্রাট অশোক
❏ কোন সময় অশোকের রাজ্যভিষেক হয় ?
Ans :: খ্রিস্টপূর্ব 273
❏ মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
Ans :: বৃহদ্রথ
❏ আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন ?
Ans :: 327 খ্রীষ্টপূর্বাব্দে
❏ হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
Ans :: আলেকজান্ডার ও পুরুর মধ্যে
❏ কত খ্রীষ্টপূর্বাব্দে আলেকজান্ডার এর সঙ্গে পুরুষ যুদ্ধ হয় ?
Ans :: 326 খ্রিস্টপূর্বাব্দে
❏ মেগাস্থিনিস কে ছিলেন ?
Ans :: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রীক দূত
❏ কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
Ans :: পুরুষপুর (বর্তমান পেশোয়া)
❏ শকাব্দ প্রচলন করেন কে ?
Ans :: কনিষ্ক
❏ শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় ?
Ans :: 78 খ্রিস্টাব্দে থেকে
❏ কাকে দ্বিতীয় অশোক বলা হয় ?
Ans :: কুষাণ সম্রাট কনিষ্ক কে
❏ বুদ্ধচরিত এর রচয়িতা কে ?
Ans :: কবি অশ্বঘোষ
❏ কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কি ?
Ans :: গান্ধার শিল্প
❏ সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ?
Ans :: গৌতমীপুত্র সাতকর্ণী
❏ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: শ্রী গুপ্ত
❏ পরাক্রমাঙ্ক কার উপাধি ?
Ans :: সম্রাট সমুদ্রগুপ্তের
❏ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
Ans :: সম্রাট সমুদ্র গুপ্ত
❏ কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?
Ans :: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
❏ কোন গুপ্ত সম্রাট এর রাজসভায় নবরত্ন ছিল ?
Ans :: সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের
❏ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ?
Ans :: ফা-হিয়েন
❏ হুন আক্রমণ প্রতিহত করেন কে ?
Ans :: সম্রাট স্কন্দগুপ্ত
❏ গুপ্ত যুগের সর্বশেষ্ঠ চিকিৎসক কে ছিলেন ?
Ans :: ধন্বন্তরি
❏ ভারতের এ্যাটিলা কে ?
Ans :: মিহিরকুল
❏ বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ?
Ans :: শশাঙ্ক
❏ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক এদেশে আসেন ?
Ans :: হিউয়েন সাঙ
❏ হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম কি ?
Ans :: রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা
❏ হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেন ?
Ans :: নালন্দা বিশ্ববিদ্যালয়ের
গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 02
File Size: 208 KB
No comments:
Post a Comment