বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম তালিকা PDF
![]() |
বিভিন্ন রোগের টিকা ও তার আবিষ্কর্তা তালিকা PDF | List of vaccines for various diseases and their detectors In Bengali PDF |
সুপ্রিয় বন্ধুরা...
আজ তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি, বিভিন্ন রোগের টিকা ও তার আবিষ্কর্তা তালিকা PDF। যে পোস্টটি তোমাদের বিভিন্ন পরীক্ষা ছাড়াও সাধারণ জ্ঞান বাড়াতেও বিশেষ ভাবে কাজে আসবে। কারন আমাদের নিজেদের মধ্যে কারো যদি এই ধরনের রোগের সমস্যা হয় তাহলে এই সম্পর্কে জ্ঞান থাকলে সুবিধা হয়।
তাই তোমরা নীচের প্রথমে দেওয়া PDF-টি সংগ্রহ করে নাও এবং সর্ব নীচে দেওয়া এই পোস্টের তালিকাটি মুখস্থ করে নাও।
বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম PDF টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন রোগের টিকা ও তার আবিষ্কর্তা তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 295 KB
বিভিন্ন রোগের টিকা ও তার আবিষ্কর্তা তালিকা
টিকার নাম | রোগ | আবিষ্কর্তা |
---|---|---|
কলেরা ভ্যাকসিন | কলেরা | রবার্ট কোচ |
হেপাটাইটিস-এ (HEP A) | হেপাটাইটিস-এ | মোরিস হিলম্যান |
হেপাটাইটিস-বি (HEP B) | হেপাটাইটিস-বি | পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা |
টিটেনাস টক্সয়েড (TT) | টিটেনাস | এমিল ভন বেহরিং |
বিসিজি (BCG) ভ্যাকসিন | যক্ষ্মা | আলবার্ট কালমেট্টে, ক্যামিলে গুয়েরিন |
টাইফয়েড ভ্যাকসিন (TAB) | টাইফয়েড | আলমরথ এডওয়ার্ড রাইট |
লাইভ ওরাল পোলিও | পোলিও | স্যাবিন |
ইনঅ্যাক্টিভেটেড পোলিও | পোলিও | জোনাস সল্ক |
মাম্পস ভ্যাকসিন (MMR) | মাম্পস | মোরিস হিলম্যান |
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন | ইনফ্লুয়েঞ্জা | থমাস ফ্রান্সিস |
ভ্যারিসেল্লা (VARICELLA) | চিকেন পক্স | টমাস ওয়েলার |
র্যাবিস ভ্যাকসিন | জলাতঙ্ক | লুই পাস্তুর |
মিসলেস ভ্যাকসিন | হাম মোরিস | হিলম্যান |
HIB | ইনফ্লুয়েঞ্জা-বি | ডেভিড স্মিথ |
ভ্যাক্সিনিয়া (VACCINIA) | স্মল পক্স | এডওয়ার্ড জেনার |
নিউমোনিয়া ভ্যাকসিন (PCV) | নিউমোনিয়া | _*_*_*_* |
রুবেলা ভ্যাকসিন | রুবেলা | মোরিস হিলম্যান |
ডিপথেরিয়া ভ্যাকসিন (DTP) | ডিপথেরিয়া | লেইলা ডেনমার্ক |
আরও গুরুত্বপূর্ণ পোস্টের PDF দেখো ঃ-
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বিভিন্ন খাদ্যে ক্যালরির পরিমাণ তালিকা | Click Here |
একনজরে মানবদেহ | Click Here |
No comments:
Post a Comment