1000+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF || 1000+ History Questions Answers in Bengali
বন্ধুরা,
তোমরা আমাদের অনেক বার রিকুয়েস্ট করেছো ইতিহাস বিষয়ের বই দিতে, তাই আমরা তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি ইতিহাস বই PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে ১০০০টির বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর। আশা করছি যে প্রশ্ন গুলি PDF-টির মধ্যে দেওয়া আছে সেই প্রশ্ন গুলি আগত সকল পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচের নমুনা প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে রেখে দাও। যাতে পরবর্তী সময়ে তাড়াতাড়ি দেখে নিতে পারো।
নমুনা প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি কবে ঘটেছিল ?
উত্তরঃ 1765 খ্রীঃ
প্রশ্নঃ গান্ধিজি 'হিন্দ স্বরাজ' লিখেছিলেন -
উত্তরঃ ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে
প্রশ্নঃ গান্ধিজীর বিখ্যাত উক্তি ‘ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক’ কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
উত্তরঃ ক্রিপস মিশন
প্রশ্নঃ 'গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে
প্রশ্নঃ 'গদরপার্টি' কোথায় গঠিত হয়েছিল ?
উত্তরঃ সানফ্রান্সিসকো
প্রশ্নঃ ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন ?
উত্তরঃ পট্টভি সীতারামাইয়া
প্রশ্নঃ থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন ?
উত্তরঃ মাদাম এইচ পি ব্লাভাটক্সি
প্রশ্নঃ দি মোহামেডান-অ্যাংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন' -এর শুরু করেছিলেন-
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান
প্রশ্নঃ দিব্য জীবন (লাইভ ডিভাইন) এর লেখক কে ?
উত্তরঃ অরবিন্দ ঘোষ
প্রশ্নঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
উত্তরঃ লালা লাজপত রাই
প্রশ্নঃ ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান ?
উত্তরঃ লর্ড ডালহৌসী
প্রশ্নঃ ভারতে রেলওয়ে ও টেলিগ্রাফ কে চালু করেছিলেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি
প্রশ্নঃ ভারতের ‘সিভিল সার্ভিস’ কে শুরু করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসী
প্রশ্নঃ ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি
প্রশ্নঃ ভারতের কোন ধর্ম সংস্কারক জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিল ?
উত্তরঃ ব্রালিমো সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন
1000+ ইতিহাস প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: 1000+ ইতিহাস প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 23
File Size: 4 MB
No comments:
Post a Comment