Breaking




Wednesday, 4 October 2023

WBPSC মিসলেনিয়াস বিজ্ঞপ্তি 2023 - যোগ্যতা || বয়স || বেতন || আবেদন মূল্য || নিয়োগ পদ্ধতি || আরও অন্যান্য তথ্য

WBPSC মিসলেনিয়াস বিজ্ঞপ্তি 2023 - যোগ্যতা || বয়স || বেতন || আবেদন মূল্য || নিয়োগ পদ্ধতি || আরও অন্যান্য তথ্য

মিসলেনিয়াস বিজ্ঞপ্তি 2023
মিসলেনিয়াস বিজ্ঞপ্তি 2023
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে একটি প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে বিজ্ঞপ্তিটি গত ৩রা সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে। যে বিজ্ঞপ্তিটির মধ্যে উক্ত পদে নিয়োগের সমস্ত তথ্য উল্লেখ করা আছে, আমরা এখন সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে সম্পূর্ণ বাংলা এবং খুবই সহজ ভাষায় তোমাদের সঙ্গে আলোচনা করবো। তাই তোমরা দেরি না করে মনোযোগ সহকারে নীচের প্রতিবেদনটি দেখে নাও। 

পরীক্ষার নাম ::  মিসলেনিয়াস সার্ভিসেস

যে সমস্ত পদে নিয়োগ করা হবে ::  
  1. অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার
  2. ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার
  3. ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ ব্যুরো ইয়ুথ অফিসার
  4. ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার
  5. ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার
  6. অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার
  7. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার
  8. কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
  9. ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স
  10. কাস্টমার ওয়েলফেয়ার অফিসার
  11. সেভিং ডেভেলপমেন্ট অফিসার
  12. পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস
  13. অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি
  14. অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ
  15. এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
  16. লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
  17. অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
  18. ইনভেস্টিগেশন ইনস্পেক্টর
  19. রেভিনিউ ইনস্পেক্টর
  20. ইত্যাদি
মোট শূন্যপদ :: শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। 

শিক্ষাগত যোগ্যতা :: গ্র্যাজুয়েশন পাশ।

বয়সসীমা :: ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :: উপরে উল্লেখিত পদ গুলির মধ্যে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত পদ গুলির বেতন ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা এবং বাকি ১২ থেকে ১৯ নম্বর পর্যন্ত পদ গুলির বেতন ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি :: প্রার্থীদের উক্ত পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি :: মিসলেনিয়াস পরীক্ষায় বিভিন্ন রকম পদ গুলির জন্য নিয়োগ করা হবে ৩টি পদ্ধতির মাধ্যমে। যেমন - (০১) প্রিলিমিনারি পরীক্ষা (০২) মেন পরীক্ষা (০৩) পার্সোনালিটি টেস্ট

আবেদন মূল্য ::  মিসলেনিয়াস পরীক্ষায় আবেদন করার জন্য কেবলমাত্র General দের ১৬০ টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে এবং বাকি দের জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ::  
 
আবেদন শুরু ৫ই অক্টোবর ২০২৩
আবেদন শেষ ২রা নভেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here




No comments:

Post a Comment