Breaking




Thursday 28 September 2023

বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম, দেখে নিন স্টেডিয়ামের সকল বিশেষত্ব গুলি

বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম, দেখে নিন স্টেডিয়ামের সকল বিশেষত্ব গুলি

বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম
বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম
আমরা সকলেই জানি যে বিশ্বকাপ আর বেশিদিন নেই। বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করলেন ক্রিকেটে ভারতে স্টেডিয়ামের তালিকায় আরও একটি স্টেডিয়াম যোগ হতে চলেছে। তিনি আরও বলেন আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে বেনারসে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা করার পর কিছু ছবি এবং কিছু তথ্য সোশাল মিডিয়ায় নিমেশের মধ্যে ছড়িয়ে পরে। আমরা এখন নীচে সেই সম্পর্কে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। 
 
বারাণসী ভারতবর্ষ তথ্য সমগ্র বিশ্বের একটি বিখ্যাত শহর। ভগবান শঙ্করের শহর হিসেবে বিখ্যাত এই শহরে তৈরি হচ্ছে বিশাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর সবকিছুতে ভগবান শঙ্করের প্রতিফলন ঘটবে।

বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের বিশেষত্ব 

স্টেডিয়ামের অবস্থান :: বেনারস (উত্তর প্রদেশ)

স্টেডিয়ামের থিম :: শিব ঠাকুর

স্টেডিয়ামের এলাকা :: প্রায় ৩০ একর

স্টেডিয়ামের মোট আসন ক্যাপাসিটি :: ৩০ হাজার

আনুমানিক মোট খরচ :: ৪৫০ কোটি টাকা

শেষ হওয়ার সম্ভাব্য সময় :: ৩ বছর

স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ :: ২৩শে সেপ্টেম্বর ২০২৩

স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইনের বিশেষত্ব 

স্টেডিয়ামের আকৃতি :: ভগবান শঙ্করের কপালে শোভিত চাঁদের মতো করা হবে।

স্টেডিয়ামের ফ্লাড লাইট  :: শঙ্করের ত্রিশূলের আদলে।

স্টেডিয়ামের প্রবেশ গেট  :: বেল পাতার আকারে নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

স্টেডিয়ামের প্যাভিলিয়নটি তৈরি হবে  :: ভগবান শঙ্করের ডমরু আকৃতিতে।

বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের অন্যান্য তথ্য 

এই ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত করতে ভারত সরকার জমি অধিগ্রহণ জন্য ১২১ কোটি টাকা ব্যয়  ইতিমধ্যে করে ফেলেছে এরপর বাকি খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচের উদ্দেশ্যে নয়, ক্রিকেটাররা যাতে এই স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন তার ব্যবস্থাও করা হবে।
বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম
বেনারসে তৈরি হচ্ছে "শিব ঠাকুর" থিমের আদলে নতুন ক্রিকেট স্টেডিয়াম



No comments:

Post a Comment