Breaking




Friday, 11 August 2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে ২বার - কবে থেকে চালু হবে? দেখে নিন এখুনি

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে ২বার - কবে থেকে চালু হবে? দেখে নিন এখুনি

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে ২বার
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে ২বার 
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের একটি অভিনব সিদ্ধান্ত সম্পর্কে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলছে সেমিস্টার সিস্টেমে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের সেমিস্টার সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাতে চলেছে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা। যাতে করে ছাত্র ছাত্রীরা কলেজে পড়ার আগেই এই সেমিস্টার সিস্টেম সম্পর্কে অবত থাকে তার জন্য এই পরিকল্পনা। 

কবে থেকে চালু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেম ? 
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে সমস্ত পড়ুয়ারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে এবং ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে,তাদেরকে উচ্চ মাধ্যমিক দিতে হবে এই সিস্টেমে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেমে কি বলা হয়েছে ?
এই ব্যবস্থার অধীনে একাদশ শ্রেণীতে বছরে দুবার পরীক্ষা দিতে হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেও বসতে হবে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। উল্লেখ্য, এই সেমিস্টার সিস্টেম বাংলায় নতুন নয়। এটি ইতিমধ্যে এই রাজ্যের কলেজগুলোতে চালু আছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পরীক্ষা কবে কবে হবে ?
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার হবে ২০২৪ এর নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে ২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে। এই একইভাবে ২০২৫ এর নভেম্বরে এবং ২০২৬ এর ফেব্রুয়ারি-মার্চে হবে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেমের প্রশ্নের ধরন - 
০১. উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার এই পরীক্ষায় এমসিকিউ (MCQ) তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (Multiple Choice Question) থাকবে এবং এর উত্তর ওএমআর শীটে (OMR Sheet) দিতে হবে।

০২. উচ্চমাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার এই পরীক্ষায় ছোট প্রশ্ন থাকার পাশাপাশি বড়ো প্রশ্নও থাকবে।

একজন প্রার্থীর এই দুটি পরীক্ষার নম্বরের ভিত্তিতেই প্রকাশ করা হবে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সর্বভারতীয় স্তরের বেশিরভাগ পরীক্ষাই ওএমআর শিটে (OMR Sheet) হয়ে থাকে, সেই দিকে লক্ষ্য রেখে তার পাশাপাশি রাজ্য স্তরের এবং কেন্দ্র স্তরের সমস্থ চাকরীর পরীক্ষা গুলি হয়ে থাকে এই OMR Sheet এই মাধ্যমে। যাতে এই ওএমআর শিটে পরীক্ষা দেওয়া অভ্যাস আগে থেকেই দেওয়া যায় সে ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দারুন সুবিধা হবে, সেই জন্য এই পরিকল্পনা। 


No comments:

Post a Comment