গ্র্যাজুয়েশন পাশে SBI-তে স্টাইপেন্ড সহ বিনামূল্যে প্রশিক্ষণ, মোট শূন্যপদ ৬,১৬০টি
সুপ্রিয় বন্ধুরা,
SBI তোমাদের জন্য একটি বিরাট সুযোগ এনে দিয়েছে SBI অ্যাপ্রেন্টিস নিয়োগ 2023 এর মাধ্যমে। যেখানে তোমাদের জন্য বিনামূল্যে এবং ভারী অঙ্কের স্টাইপেন্ড সহ। তাই তোমরা এই সুযোগ মিস না করে অবিলম্বে নীচে উল্লেখিত নিয়মাবলী অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। আমরা এই প্রশিক্ষণে আবেদনের সমস্ত তথ্য গুলি একটি প্রতিবেদনের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
প্রশিক্ষণের নাম ➥ Apprentice (অ্যাপ্রেন্টিস)
মোট শূন্যপদ ➥ ৬১৬০টি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩২৮টি।
প্রশিক্ষণের সময় ➥ ১ বছর।
শিক্ষাগত যোগ্যতা ➥ আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা ➥ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবে।
মাসিক স্টাইপেন্ড ➥ ১৫,০০০ টাকা
আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থী নির্বাচন করা হবে ২টি পদ্ধতির মাধ্যমে। (০১) online written test and (০২) test of local language –
আবেদন মূল্য ➥
- General / OBC / EWS প্রার্থীদের আবেদন মূল্য ৩০০ টাকা।
- SC / ST / PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ১লা সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ২১শে সেপ্টেম্বর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment