Food SI Practice Set in Bengali 2023 PDF Set-04 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে WBPSC ফুড সাব ইন্সপেক্টর পদে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, যে পদে অসংখ্য চাকরী প্রার্থী আবেদন করেছে এবং আবেদন করারা পাশাপাশি জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরুও করে দিয়েছো। আমরা আজকে তোমাদের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, Food SI Practice Set in Bengali 2023 PDF Set-04 এই পোস্টটি নিয়ে। যে সেটটির মধ্যে আমরা সিলেবাস অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি গণিত প্রশ্ন উত্তর দিয়েছি যা তোমাদের এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করবে।
তাই এর দেরি না করে তাড়াতাড়ি অবিলম্বে আজকের দেওয়া সেটটি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
০১. "দ্য লাস্ট সাপার" কে অঙ্কন করেছিলেন -
[A] সালভালদার দালি
[B] পাবলো পিকাসো
[C] নন্দলাল বোস
[D] লিওনার্দো দ্য ভিঞ্চি
০২. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?
[A] আকবর
[B] মহম্মদ বিন তুঘলক
[C] ইলতুতমিস
[D] আলাউদ্দিন খলজি
০৩. জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান কোন সাল থেকে শুরু হয় ?
[A] ১৯৪৮ সালে
[B] ১৯৫৫ সালে
[C] ১৯৬১ সালে
[D] ১৯৮৫ সালে
০৪. বিরাট কোহলি কোন সালে রাজীব গান্ধী খেলরত্ন সম্মান দেওয়া হয় ?
[A] ২০১৭ সালে
[B] ২০১৮ সালে
[C] ২০১৯ সালে
[D] ২০২০ সালে
০৫. বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] গঙ্গা
[B] ভাগিরথী
[C] মহানদী
[D] ব্রহ্মপুত্র
০৬. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্যাক্সি চালু হয়েছিল কোন শহরে ?
[A] নাগপুর
[B] পুনে
[C] মুম্বাই
[D] ইন্দোর
০৭. ঋকবেদে উল্লেখিত গোমাল নদীর বর্তমান নাম কি ?
[A] ঝিলাম
[B] গোদাবরী
[C] তুঙ্গভদ্রা
[D] গোমতী
০৮. নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায় ?
[A] গীতাঞ্জলি
[B] আনন্দমঠ
[C] প্রিয়দর্শিকা
[D] নীলদর্পন
০৯. ভারী জলের সংকেত কী ?
[A] H2O
[B] H3O
[C] D3O
[D] D2O
১০. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো -
[A] গঙ্গা ব-দ্বীপ
[B] মিসিসিপি ব-দ্বীপ
[C] ইরাবতী ব-দ্বীপ
[D] গোদাবরী ব-দ্বীপ
১১. প্রথম জিনগত উপাদানটি হল -
[A] প্রোটিন
[B] DNA
[C] RNA
[D] কার্বোহাইড্রেট
১২. মাম্পস হয় নিম্নের কোন গ্রন্থিতে ?
[A] প্যারোটিড গ্রন্থি
[B] সাবম্যান্ডিবুলার গ্রন্থি
[C] সাবলিঙ্গুয়াল গ্রন্থি
[D] সাবম্যম্যাক্সিলারি গ্রন্থি
১৩. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?
[A] বোম্বে
[B] লাহোর
[C] দিল্লী
[D] কলকাতা
১৪. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" -কে রচনা করেন ?
[A] হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
[B] রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
[C] ঈশ্বরচন্দ্র গুপ্ত
[D] নজরুল ইসলাম
১৫. বালগঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন ?
[A] মহাত্মা গান্ধী
[B] রামমোহন রায়
[C] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
[D] ড. আম্বেদকর
১৬. The Discovery of India - বইটি কে লিখেছেন ?
[A] মহাত্মা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] ইন্দিরা গান্ধী
[D] সত্যজিৎ রায়
১৭. লজ্জাবতী লতার পত্রকের চলনের কারণ হল-
[A] আলোকব্যাপ্ত চলন
[B] তাপব্যাপ্তি চলন
[C] স্পর্শব্যাপ্তি চলন
[D] রসায়নব্যাপ্তি চলন
১৮. মৌলভী জিয়াউদ্দিন - ছদ্মনাম ছিল কোন বিপ্লবীর ?
[A] সুভাষচন্দ্র বসু
[B] রাসবিহারী বসু
[C] ঋষি অরবিন্দ
[D] চিত্তরঞ্জন দাস
১৯. প্রানীদের শ্রেনীবিভাগ নিয়ে পড়াশোনাকে কি বলে ?
[A] জুওলজি
[B] বায়োলজি
[C] জুট্যাক্সি
[D] ফিজিওলজি
২০. পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত ?
[A] টেবিল টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] লন টেনিস
[D] ক্রিকেট
২১. অম্ল বৃষ্টিতে যে এসিড সবচেয়ে বেশি থাকে সেটি হলো ?
[A] নাইট্রিক এসিড
[B] হাইড্রোক্লোরিক এসিড
[C] সালফিউরিক এসিড
[D] সাইট্রিক এসিড
২২. বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কবে ?
[A] ১৫ই অক্টোবর
[B] ১৬ই অক্টোবর
[C] ৫ই জুন
[D] ৭ই এপ্রিল
২৩. কোন স্থান কে ভারতের রুঢ় বলা হয় ?
[A] হাওড়া
[B] আসামসোল
[C] দুর্গাপুর
[D] যোধপুর
২৪. নিচের কোন এলাকাগুলো অভ্র সঞ্চয়ের জন্য বিখ্যাত ?
[A] নেলোর, অন্ধ্রপ্রদেশ
[B] ভিলওয়ারা, রাজস্থান
[C] হাজারিবাগ, বিহার
[D] উপরের সবগুলি
২৫. গাড়ির পাশের আয়না কি প্রকারের ?
[A] উত্তল
[B] অবতল
[C] সমতল
[D] অসমতল
২৬. রামচরিত মানস কার লেখা ?
[A] তুলসীদাস
[B] মালাধর বসু
[C] কৃষ্ণদেব রায়
[D] সন্ধ্যাকর নন্দী
২৭. ভারতের শহীদ দিবস কবে পালন করা হয় ?
[A] ৩০শে জানুয়ারি
[B] ২৮শে জানুয়ারি
[C] ২৭শে জানুয়ারি
[D] ২৪শে জানুয়ারি
২৮. ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি ?
[A] বিহার
[B] গুজরাট
[C] কেরালা
[D] পশ্চিমবঙ্গ
২৯. সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্ৰহ কোনটি ?
[A] বুধ
[B] শুক্র
[C] পৃথিবী
[D] মঙ্গল
৩০. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
[A] রুশো
[B] এরিস্টটল
[C] জন্ লক্
[D] নিকোলো ম্যাকেয়াভেলী
৩১. কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় -
[A] আপেক্ষিক তাপ
[B] তাপগ্রাহিতা
[C] জলসম
[D] কোনটিই নয়
৩২. মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে ?
[A] হাইপোথ্যালামাস
[B] থ্যালামাস
[C] পনস
[D] সেরিবেলাম
৩৩. কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে ?
[A] অক্সিন
[B] সাইটোকাইনিন
[C] জীব্বারেলিন
[D] ফ্লোরিজেন
৩৪. বুদ্ধচরিতের রচয়িতা হলেন –
[A] অশ্বঘোষ
[B] চরক
[C] কালিদাস
[D] নাগার্জুন
৩৫. ভারতের প্রথম সুতা মিল কোথায় স্থাপিত হয় ?
[A] দিল্লী
[B] কলকাতা
[C মুম্বাই
[D] আহমেদাবাদ
৩৬. টুথব্রাশ কোন শ্রেণির লিভার ?
[A] প্রথম শ্রেণির
[B] দ্বিতীয় শ্রেণির
[C] তৃতীয় শ্রেণির
[D] কোন শ্রেণির লিভার নয়
৩৭. উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন কবে ?
[A] ২১শে জুলাই
[B] ২১শে জুন
[C] ২৩শে সেপ্টেম্বর
[D] ২০শে জুন
৩৮. নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ ?
[A] তেহরি বাঁধ
[B] হিরাকুন্দ বাঁধ
[C] ফারাক্কা বাঁধ
[D] পং বাঁধ
৩৯. আইসোটোপ নেই এমন একটি মৌল হল -
[A] সোডিয়াম
[B] ইউরেনিয়াম
[C] কার্বন
[D] ক্লোরিন
৪০. কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে ?
[A] দয়ানন্দ সরস্বতী
[B] জ্যোতিবা ফুলে
[C] শ্রী নারায়ন গুরু
[D] গুরু নানক
৪১. অল ইন্ডিয়া রেডিও কবে প্রতিষ্ঠিত হয় ?
[A] ১৯৩০ সালে
[B] ১৯৩২ সালে
[C] ১৯৩৪ সালে
[D] ১৯৩৬ সালে
৪২. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম ?
[A] তামা
[B] জল
[C] পারদ
[D] বরফ
৪৩. পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন ?
[A] আলেকজান্ডার ফ্লেমিং
[B] হুগো দ্য ভ্রিস
[C] এডওয়ার্ড জেনার
[D] গ্রেগর জোহান মেন্ডেল
৪৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
[A] স্যার গুরুদাস বন্দোপাধ্যায়
[B] আশুতোষ মুখোপাধ্যায়
[C] শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
[D] সত্যেন্দ্রনাথ বসু
৪৫. কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
[A] ৪ টি
[B] ৫ টি
[C] ৬ টি
[D] ৭ টি
৪৬. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছিলেন ?
[A] মঞ্জুলা চেল্লুর
[B] শ্রীমতী ফাতেমা বিবি
[C] শ্রীমতী মঞ্জুলা
[D] এদের মধ্যে কেউ নয়
৪৭. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
[A] আলফা রশ্মি
[B] বিটা রশ্মি
[C] গামা রশ্মি
[D] রঞ্জন রশ্মি
৪৮. সবচেয়ে বেশি ভিটামিন C সমৃদ্ধ ফল কোনটি ?
[A] আপেল
[B] পেয়ারা
[C] বেদানা
[D] কমলালেবু
৪৯. কে অনুশীলন সমিতি গঠিত করেছিলেন ?
[A] রাজা রামমোহন রায়
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] রমেশচন্দ্র দত্ত
[D] সতীশ চন্দ্র বসু
৫০. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
[A] ৬ টি
[B] ৪ টি
[C] ৭ টি
[D] ১২ টি
০১. যদি কোন একটি সংখ্যার ৩৭ ১/২ পার্সেন্ট ৪৫ হয়, তবে ওই সংখ্যাটির ৮৭ ১/২ % কত হবে ?
[A] ১০৫
[B] ১০২
[C] ৯৬
[D] ৯২
০২. তেলের দাম ২০% বেড়ে গেছে। যদি খরচের পরিমাণ না বাড়িয়ে একই রাখা হয় তবে খরচ কমানোর পরিমাণ এবং প্রকৃত খরচের পরিমাণের অনুপাত কত ?
[A] ১ : ৬
[B] ৬ : ১
[C] ৫ : ১
[D] ১ : ৫
০৩. A, B, এবং C এর বেতনের অনুপাত ২ : ৩ : ৫। B এবং C এর মোট বেতনের পরিমাণ ৮০০০ টাকা।C এর বেতন A এর বেতন এর থেকে শতকরা কত বেশি ?
[A] ১৫০ %
[B] ১০০ %
[C] ২০০ %
[D] ২৫০ %
০৪. A, B, এবং C এর অর্থের পরিমাণ এমন যেখানে A এর সরল সুদ B এবং B এর সরল সুদ C। B এবং C সমান হলে, আমরা পাই-
[A] a2 = bc
[B] c2 = ab
[C] abc = 1
[D] b2 = ac
০৫. একটি অংশীদারি কারবারে A এর মূলধনের ৩/৪ অংশ B এর মূলধনের ০.২৫ অংশ এবং C এর মূলধনের ৩০% যদি সমান হয় তবে মোট ৫২,০০০ টাকা লাভ হলে B এর লাভাংশ কত হবে ?
[A] ৮০০০
[B] ২৪,০০০
[C] ৩০,০০০
[D] ২০,০০০
০৬. A, B, এবং C এর মধ্যে ১/৩, ১/৫ এবং ১/১০ অনুপাতে ৫৭০ টাকা ভাগ করে দেওয়া হলো, B কত পাবে ?
[A] ১৮০
[B] ৩০০
[C] ৯০
[D] ১২০
০৭. যদি ক্রয়মুল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ৫ : ৪ হয় তবে ক্ষতির পরিমাণ কত ?
[A] ১৫ %
[B] ২০ %
[C] ২৫ %
[D] ১১-১/৯ %
০৮. A = ২P, B = A + ৩ হলে A, B, এবং C এর গড় কত ?
[A] P+৩
[B] ২P+১
[C] ২P+৩
[D] ৩P+৬
০৯. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৪ সেমি২ এবং পরিসীমা ২০ সেমি২ হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত ?
[A] ২√৭
[B] ২√১১
[C] ২√১৩
[D] ২√১৭
১০. একটি পরীক্ষার ৬৫% পাশ করেছে। যারা পরীক্ষায় বসেনি তাদের থেকে ফেল করা পরীক্ষার্থী ১৭% বেশি হলে কতজন পরীক্ষার্থী পাশ করেছে ?
[A] ৬২০
[B] ৩১০
[C] ১০৬
[D] ৪০৩
১১. যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার বাড়ানো হয় তার ক্ষেত্রফল ৭২ বর্গমিটার বেড়ে যায়। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত ?
[A] ৮m
[B] ১২m
[C] ৯m
[D] তথ্য অসম্পূর্ণ
১২. ৭৭ কে এমন দুই ভাগে ভাগ করা হলো যেন ওই দুই ভাগের গ. সা. গু ১১ হয় এবং ল. সা. গু ১১০ হয়, তবে ছোট অংশটি কত হবে ?
[A] ১১
[B] ২২
[C] ৪৪
[D] ৫৫
১৩. একটি সংখ্যার ২/৩ অংশ, সংখ্যাটির ১/৬ অংশ থেকে ১০ বেশি হলে সংখ্যাটি কত ?
[A] ১৫
[B] ২০
[C] ৩৩
[D] ১২
১৪. এই আবৃত দশমিক সংখ্যাটির ০.৩৩৩৩….? মান কত ?
[A] ০.৩
[B] ৩৩/১০০
[C] ১/৩
[D] ১০০/৩৩
১৫. একই সময়ে একই দিকে দুটি বাস যথাক্রমে ২৫ কিমি/ঘণ্টা বেগে এবং ৩৫ কিমি/ঘণ্টা বেগে যাত্রা শুরু করল। যদি দ্বিতীয় বাসটি যাত্রা সম্পূর্ণ করতে প্রথম বাস থেকে ১৬ ১/২ ঘণ্টা কম সময় নেয়, তবে যাত্রাপথের দূরত্ব কত ?
[A] ১১০০ কিমি
[B] ৯০০ কিমি
[C] ১৩৫০ কিমি
[D] ৭৮৫ কিমি
১৬. যদি ক্রয়মুল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ১০ : ১১ হয়, তবে লাভের শতকরা পরিমাণ কত ?
[A] ৫ %
[B] ১০ %
[C] ১১ %
[D] ২০ %
১৭. ৩০০টি আপেল A, B, এবং C এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হল যেন, A যতগুলি আপেল পেলে তার ৩ গুন, B যতগুলি আপেল পেল তার ৬ গুন এবং C যতগুলি আপেল পেল তার ৯ গুন সমান হয়। তাহলে B কত গুলি আপেল পেয়েছিল ?
[A] ১০৮
[B] ১০০
[C] ১০৪
[D] ১১৮
১৮. দিয়া, মানবী, এবং তৃষা যথাক্রমে ৩৫০০, ৪৫০০ এবং ৫৫০০ টাকা নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করল। প্রথম ৬ মাস পর যদি লাভ ৪০৫ টাকা হয়, তবে দিয়া কত টাকা লাভ্যাংশ পাবে ?
[A] ২০০
[B] ১০৫
[C] ২৫০
[D] ১৫০
১৯. যখন একটি সংখ্যাকে ৬৩ দ্বারা ভাগ করা হয় তখন ২৫ ভাগশেষ থাকে। যদি সংখ্যাটিকে ২১ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত ?
[A] ২
[B] ৩
[C] ৪
[D] ৫
২০. যদি সৌম্য ঘণ্টায় ৩১.২ কিমি বেগে দৌড়াতে পারে, তবে সে ৩ সেকেন্ডে কত দূর যাবে ?
[A] ২৬ মিটার
[B] ৩০ মিটার
[C] ৩৫ মিটার
[D] ৪২ মিটার
২১. কোন একজনকে [২ + ২ × ২]/[২ ÷ ২ × ২] এর সরল সমাধান করতে বলা হল, সে উত্তর করলে ১৬। তাহলে তার ভুলের শতকরা হার কত ?
[A] ২৩.১ %
[B] ৮১.২৫ %
[C] ৪৩৩.৩৩ %
[D] কোন ভুল করেনি
২২. একজন বই বিক্রেতা দুটি বইয়ের প্রত্যেকটি ১৭৮ টাকা করে বিক্রি করল। একটি বইতে তার ১৪% লাভ হল এবং অপর বইতে তার ১৪% ক্ষতি হল। মোটের উপর তার শতকরা কত লাভ ও ক্ষতি হল ?
[A] ১.৪১ % ক্ষতি
[B] ২.৫৬ % লাভ
[C] ৪ % লাভ
[D] ১.৯৬ % ক্ষতি
২৩. ২০টি কাঁচের খেলনা সমেত একটি বাক্স নীচে পড়ে গেল। নিম্নলিখিত অনুপাতগুলির মধ্যে কোনটি ভাঙা খেলনা এবং আস্ত খেলনার অনুপাত হতে পারে না ?
[A] ১ : ৪
[B] ৩ : ১
[C] ৩ : ২
[D] ৫ : ১
২৪. এক ফল বিক্রেতা ৪০০টি আমের সমান ক্রয়মুল্যে ৩২০টি আম বিক্রিকরল। ঐ বিক্রেতার শতকরা কত লাভ হল ?
[A] ১০ %
[B] ১৫ %
[C] ১২ ১/২ %
[D] ২৫ %
২৫. একটি আয়তকার ক্ষেত্রের ৮৬৪ বর্গ মিটার। একটি বাহু ২৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ্যের অনুপাত কত ?
[A] ৬ : ৫
[B] ৩ : ২
[C] ৪ : ৩
[D] ৯ : ৫
২৬. বার্ষিক ৫% সুদের হারে এক বছরের সরল সুদ যদি ১৮০ টাকা হয়, তবে আসল কত ?
[A] ৩০০০
[B] ৩৫০০
[C] ৩৬০০
[D] ৪০০০
২৭. চার অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য। যখন সংখ্যাটির সাথে ১০ যোগ করা হয়, তখন উহা ৩ দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি কত ?
[A] ৯৯৮৭
[B] ৯৯৯৬
[C] ৯৯৯৯
[D] ৯৯৮৯
২৮. এক বছরে আসল এবং সুদ-আসলের অনুপাত ১৬ : ১৭ হলে, বার্ষিক সুদের হার কত ?
[A] ১২ ১/২ %
[B] ৬ ১/৪ %
[C] ৫- ১৫/১৭ %
[D] ১০ %
২৯. ১৭৬০ টাকা A এবং B এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হল, যেন A এর ১/ অংশ সমান B এর ২/৫ অংশ হয়। তাহলে B এর প্রাপ্য কত ?
[A] ৭০০
[B] ৭৫০
[C] ৮০০
[D] ৮৫০
৩০. দুই অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত ?
[A] ৫৪
[B] ৫৫
[C] ৫৪.৫
[D] ৫৫.৫
৩১. ১১ টি সংখ্যার গড় ৬, যদি প্রতিটি সংখ্যার সাথে ৭ গুন করা হয়। তবে নতুন সংখ্যা গুলির গড় কত ?
[A] ৬৬
[B] ৭৭
[C] ৩৬
[D] ৪২
৩২. A এবং B এর গ. সা. গু C হলে এদের ল. সা. গু কত ?
[A] ABC
[B] AB/C
[C] AC/B
[D] C/AB
৩৩. দুটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ৪ : ৯ হলে তাদের পরিসীমার অনুপাত কত ?
[A] ২ : ৩
[B] ১ : ২√৩
[C] √২ : √৬
[D] ৩√২ : ১
৩৪. পিতা এবং ৩ পুত্রের বয়সের গড় ১৮ বছর। এই ৩ পুত্র এবং তাদের মায়ের বয়সের গড় ১৬ বছর। মায়ের বয়স ৩৪ বছর হলে তাদের বাবার বয়স কত ?
[A] ৪২ বছর
[B] ৩৯ বছর
[C] ৪০ বছর
[D] ৩৮ বছর
৩৫. তিনটি সংখ্যার গড় ২১, এদের সাথে আরো একটি সংখ্যা এক করলে গড় হয় ১৮, চতুর্থ সংখ্যাটি কত ?
[A] ৭
[B] ৮.৫
[C] ৮
[D] ৯
৩৬. ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৫ সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ?
[A] ১০৮ কিমি/ঘণ্টা
[B] ৩২ কিমি/ঘণ্টা
[C] ১১২ কিমি/ঘণ্টা
[D] ৪০.৫ কিমি/ঘণ্টা
৩৭. একটি সংখ্যা ২১ থেকে যত বেশি, ৭১ থেকে ঠিক তত কম, সংখ্যাটি কত ?
[A] ৪১৪
[B] ৩৯
[C] ৪৯
[D] ৪৬
৩৮. ১লা ফেব্রুয়ারি ২০১৩ থেকে ১৪ই এপ্রিল ২০১৩ পর্যন্ত সময়ে ৫২৫০ টাকায় ৭ ১/২ % হারে সরল সুদ কত হবে ?
[A] ৭৮.৭৫
[B] ১০৪
[C] ২৬.৫০
[D] ১০৪.২৫
৩৯. একটি দ্রব্যের মূল্য X টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর দ্রব্যটির মূল্য হয় [X-Y] শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে ?
[A] y %
[B] 100y/x %
[C] 100x/y %
[D] 100y %
৪০. A এবং B এর বর্তমান বয়সের অনুপাত ৪ : ৫ এবং তাদের বয়সের অন্তর ৮ বছর হলে, তাদের বয়সের সমষ্টি কত ?
[A] ৩২ বছর
[B] ৪০ বছর
[C] ৬৫ বছর
[D] ৭২ বছর
৪১. একটি লোক একটি গাড়ি কিনল মুল্যমানের ১৫/১৬ অংশ দামে এবং গাড়িটি বিক্রি করল মুল্যমানের ১০% অধিক দামে। তাহলে তার শতকরা কত লাভ হল ?
[A] ১১.৬৭
[B] ১৫.৫৭
[C] ১৬.৬৭
[D] ১৭.৩৩
৪২. x % সুদের হারে y বছর পর সুদ-আসল z টাকা হলে, আসল কত ছিল ?
[A] ১০০x/yz
[B] ১০০yz/x
[C] xyz
[D] ১০০z/xy
৪৩. দুটি সংখ্যার যোগফল ৫০ এবং তাদের মধ্য সমানুপাতি ১৫ হলে, সংখ্যা দুটি কত ?
[A] ৩৫, ১৫
[B] ২৫, ২৫
[C] ৪০, ১০
[D] ৪৫, ৫
৪৪. একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ৮৮ বর্গমিটার এবং তাদের মেঝের পরিসীমা ২২ মিটার হলে, ঘরটির উচ্চতা কত ?
[A] ৫
[B] ৪
[C] ৪.৫
[D] ৮
৪৫. দুটি সংখ্যার গ. স. গু ৯, ল. সা. গু ২৭০ এবং তাদের সমষ্টি ৯৯ হলে, তাদের অন্তর কত ?
[A] ১৮
[B] ১৫
[C] ১২
[D] ৯
৪৬. কিছু লোক একটি কাজ ৬০ দিনে করতে পারে। যদি ১০ জন লোক কম থাকত তাহলে ঐ কাজটি করতে ২০ দিন বেশি সময় লাগত। প্রথমে কতজন লোক কাজ করেছিল ?
[A] ২০
[B] ৩০
[C] ৫০
[D] ৪০
৪৭. কোন সম্পত্তির ০.২৫% এর মূল্য ১৫,০০০ টাকা। তবে ঐ সম্পত্তির ০.০৩ × ০.৫ অংশের মূল্য কত হবে ?
[A] ৯০০০
[B] ২২৫০
[C] ১৫০০
[D] ৯০০
৪৮. যদি ১২ জন লোকে ৯ দিনে ১৮টি জানালা তৈরি করে, তবে কত দিনে ৫৪ জন লোকে ৪৫টি জানালা তৈরি করবে ?
[A] ১
[B] ৫
[C] ৩
[D] ১০
৪৯. একটি দ্রব্যের মূল্য পরপর দুবার ১০% করে বেড়ে যাওয়ায় দ্রব্যটির মূল্য হয়ে গেল ৪৮৪ টাকা। দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল ?
[A] ৩৭৫
[B] ৩৮০
[C] ৩৯০
[D] ৪০০
৫০. স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট জায়গায় যেতে সময় নেয় ২ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসে ৩ ঘণ্টায়। নৌকার বেগ কত ?
[A] ১৫ কিমি/ঘণ্টা
[B] ২০ কিমি/ঘণ্টা
[C] ১০ কিমি/ঘণ্টা
[D] ২৫ কিমি/ঘণ্টা
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-04 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: Food SI Practice Set in Bengali 2023 Set-04
File Format: PDF
No. of Pages: 08
File Size: 05 MB
No comments:
Post a Comment