Breaking




Friday, 21 March 2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Second World War Questions Answers PDF

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য ইতিহাস বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ টপিকের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। যে পোস্টটি তোমাদের সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য কাজে আসবে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি, যে PDF-টির মধ্যে থাকছে বেশ কয়েকটি বাছাই করা প্রশ্ন উত্তর।
তাই তোমরা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন উত্তর গুলি খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নাও এবং যদি ভাললাগে অবশ্যই বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর 

১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথা থেকে শুরু হয়েছিল ?
Ans :- ইউরোপ

কোন কোন নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির নেতৃত্ব দিয়েছিলেন ?
Ans :- উইনস্টন চার্চিল, জোসেফ স্ট্যালিন, হ্যারি এস ট্রুম্যান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ? 
Ans :- স্ট্যালিনগ্রাদের যুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে ইতালির কমান্ডার জেনারেল ছিলেন ?
Ans :- বেনিটো মুসোলিনি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের নাম কি ?
Ans :- Dachau

জার্মানি কখন সোভিয়েত ইউনিয়নের সাথে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষর করে ?
Ans :- ১৯৩৯ সালের আগস্ট মাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম লেখো-
Ans :- মার্কিন যুক্তরাষ্ট্র

আবিসিনিয়ার বর্তমান নাম কী ?
Ans :- ইথিওপিয়া

হেইলে সেলসি কে ছিলেন ?
Ans :- আবিসিনিয়ার সম্রাট

কত সালে ‘ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল ?
Ans :- ৫ই ডিসেম্বর ১৯৩৪

ইটালি কত সালে আবিসিনিয়া দখল করেছিল ?
Ans :- ১৯৩৬ সালে

ইটালি কত সালে জাতিসংঘ ত্যাগ করে ?
Ans :- ১৯৩৭ সালে

কত সাল ইটালি আলবেনিয়া আক্রমণ করে ?
Ans :- ১৯৩৯ সালে

গ্রিসের কোন দ্বীপটি মুসোলিনি দখল করেন ?
Ans :- কারফু দ্বীপটি

জাপান কবে মারিয়া আক্রমণ করেছিল ?
Ans :- ১৯৩১ সালে

জাপান মারিয়া দখল করে তার নাম কী রেখেছিল ?
Ans :- মাণ্ডুকুয়ো

জাপান কত সাল জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?
Ans :- ১৯৩৩ সালে

হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল ?
Ans :- হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা

জার্মানি কত সাল জাতিসংঘ ত্যাগ করে ?
Ans :- ১৯৩৩ সালে

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত সাল স্বাক্ষরিত হয় ?
Ans :- ১৯৩৪ সালে

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় ?
Ans :- ১০ বছর

কত সালের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে ?
Ans :- ১৯৩৫ থেকে ১৯৩৬ সালের মধ্যে

কত সালে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ans :- ১৯৩৫ সালে

কত সালে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল ?
Ans :- ১৯৩৬ সালে

কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ' বলা হয় ?
Ans :- স্পেনের গৃহযুদ্ধকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয়

মিউনিখ চুক্তি' কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
Ans :- ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইটালি ও জার্মানির মধ্যে

হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত ?
Ans :- ‘অপারেশন গ্রিন’ (Operation Green)

রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
Ans :- রাশিয়া ও জার্মানির মধ্যে

রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কত সাল স্বাক্ষরিত হয়েছিল ?
Ans :- ১৯৩৯ সালে

লিটল কমিশন কবে গঠিত হয়েছিল ?
Ans :- ১৯৩৯ সালে

হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন ?
Ans :- ১লা সেপ্টেম্বর ১৯৩৯

হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম ?
Ans :- ‘অপারেশন হোয়াইট’ (Operation White)

হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী ?
Ans :- হিটলার পোল্যান্ডর কাছে পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন

হিটলার কোন বন্দরের সাথে যোগাযোগের জন্য ‘পোলিশ করিডর’ দাবি করেন ?
Ans :- হিটলার ডানজিগ বন্দর

‘অক্ষশক্তি’ কাদের নিয়ে গঠিত হয় ?
Ans :- ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে

`One By One` নীতি কে গ্রহণ করেছিলেন ?
Ans :- হিটলার

'ব্রিটেনের যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল ?
Ans :- জার্মানি ও ব্রিটেনের মধ্যে

কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন ?
Ans :- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি

হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন ?
Ans :- ২২শে জুন ১৯৪১ সালে

জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ?
Ans :- অপারেশন বারবারোসা (Operation Barbarossa)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার-গৃহীত নীতি কী নামে পরিচিত ?
Ans :- পোড়ামাটির নীতি’ নামে পরিচিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  246 KB   


No comments:

Post a Comment