ভারতের বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF - সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অধস্তন আদালত
প্রিয় বন্ধুরা,
তোমাদের আজকে দিচ্ছি ভারতীয় সংবিধান বিষয়ের দারুন একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে আমরা সেই রকম বাছাই করা প্রশ্ন গুলি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি।
আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি যে পোস্টটির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অধস্তন আদালত সম্পর্কে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। যা তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়ছো এবং যারা বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা তাদের জন্য অতি উত্তম একটি পোস্ট।
তাই বন্ধুরা কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে নাও-
ভারতের বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্ন উত্তর
সুপ্রিম কোর্ট (124-147 নং ধারা)
1. ভারতের বিচার ব্যবস্থা কিরূপ ?
উত্তর: একক সংযুক্ত বা অখন্ড বিচার ব্যবস্থা
2. ভারতের অখন্ড বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে ?
উত্তর: সুপ্রিম কোর্ট
3. ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: 1774 খ্রিস্টাব্দে কলকাতায়
4. সংবিধানের কোন কোন ধারায় সুপ্রিম কোর্টের বিষয়টি আলোচিত হয়েছে ?
উত্তর: 124-147 নং ধারায় (Part-V)
5. কবে সুপ্রিম কোর্টের উদ্বোধন হয় ?
উত্তর: 1950 সালের 28 শে জানুয়ারি
6. সংবিধানের প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত ছিল ?
উত্তর: 8 জন (1 জন প্রধান বিচারপতি ও 7 জন সহকারি বিচারপতি)
7. বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত ?
উত্তর: 31 জন (1 জন প্রধান বিচারপতি ও 30 জন সহকারি বিচারপতি)
8. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ?
উত্তর: রাষ্ট্রপতি
9. সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার কি কি যোগ্যতা প্রয়োজন ?
উত্তর: সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে –
A. ভারতীয় নাগরিক হতে হবে।
B. হাইকোর্টের বিচারপতি হিসেবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা অথবা গত বছর এডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রাষ্ট্রপতির মধ্যে তিনি বিশিষ্ট আইনজ্ঞ হবেন।
10. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তর: 65 বছর
11. সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিভাবে পদচ্যুত হয় ?
উত্তর: সংসদের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করে থাকেন
12. সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি অপসারিত হয়েছেন ?
উত্তর: কোন বিচারপতিকে অপসারিত করা হয়নি
13. সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কত ?
উত্তর: প্রধান বিচারপতির বেতন 2,80,000 টাকা ও অন্যান্য বিচারপতিদের বেতন 2,50,000 টাকা।
14. কোথায় থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয় ?
উত্তর: ভারতের সঞ্চিত তহবিল থেকে
15. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কে করে ?
উত্তর: সুপ্রিম কোর্ট
16. পার্লামেন্টে পাস হওয়া কোন আইনের বৈধতা বিচার কে করে ?
উত্তর: সুপ্রিমকোর্টের
17. দেশের সর্বোচ্চ আপিল আদালত কোনটি ?
উত্তর: সুপ্রিম কোর্ট
18. কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে বা রাজ্যগুলির বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি কোথায় হয় ?
উত্তর: সুপ্রিমকোর্টে হয়
19. সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে ?
উত্তর: 131 নং ধারায়
20. সুপ্রিম কোর্টের আপিল এলাকা কয়টি ?
উত্তর: 4 টি
21. সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন এলাকাভুক্ত ?
উত্তর: আপিল এলাকাভুক্ত
22. রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন এলাকাভুক্ত ?
উত্তর: মূল এলাকাভুক্ত
23. স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর: এইচ জে কেনিয়া
24. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
উত্তর: মীর সাহিব ফতেমা বিবি
25. সুপ্রিম কোর্ট কখন লেখ জারি করে ?
উত্তর: শুধুমাত্র মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার জন্যই সুপ্রিম কোর্টের লেখ জারি করতে পারে।
26. কোন আদেশ ভারতের সকল আদালতের পক্ষে বাধ্যতামূলক ?
উত্তর: সুপ্রিম কোর্টের আদেশ ভারতের সকল আদালতের পক্ষে বাধ্যতামূলক
27. কোন ব্যক্তিকে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিলে তাকে ক্ষমা করতে পারেন ?
উত্তর: রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন।
28. 'সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না।' - কোন মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেয় ?
উত্তর: কেশব আনন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেয়।
হাইকোর্ট (214-231 নং ধারা)
1. রাজ্যের বিচার বিভাগের শীর্ষে কে রয়েছে?
উত্তর: হাইকোর্ট
2. সংবিধানের কোন কোন ধারায় হাইকোর্টের বিষয়টি আলোচিত হয়েছে ?
উত্তর: সংবিধানের 124-147 নং ধারায় (Part-VI)
3. বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে?
উত্তর: 25 টি
4. নবীনতম হাইকোর্ট কোনটি?
উত্তর: তেলেঙ্গানা হাইকোর্ট (25 তম)
5. হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত ?
উত্তর: সংবিধানে হাইকোর্টের বিচারপতি সংখ্যা নিয়ে নির্দিষ্ট কিছু বলা নেই
6. হাইকোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন ?
উত্তর: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন।
7. হাইকোর্টের অন্যান্য বিচারপতি কিভাবে নিযুক্ত হন ?
উত্তর: হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন।
8. হাইকোর্টের বিচারপতি হওয়ার কি কি যোগ্যতা প্রয়োজন ?
উত্তর: হাইকোর্টের বিচারপতি হতে গেলে –
A. ভারতীয় নাগরিক হতে হবে।
B. যেকোনো হাইকোর্টে অত্যন্ত 10 বছর টানা অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে।
C. ভারতের যে কোন আদালতে অত্যন্ত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
9. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তর: 62 বছর।
10. হাইকোর্টের বিচারপতিরা কিভাবে পদচ্যুত হয় ?
উত্তর: সংসদের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করে থাকেন।
11. হাইকোর্টের বিচারপতিদের বেতন কত ?
উত্তর: হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন 2,50,000 টাকা ও অন্যান্য বিচারপতিদের বেতন 2,25,000 টাকা।
12. কোথায় থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয় ?
উত্তর: রাজ্যের সঞ্চিত তহবিল থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়।
13. হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি কিভাবে নিয়োগ হয় ?
উত্তর: সঠিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রপতি অতিরিক্ত বিচারপতি হিসেবে সর্বাধিক 2 বছরের জন্য নিয়োগ করতে পারেন।
14. দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট কবে গঠন করা হয়েছে ?
উত্তর: 1966 খ্রিস্টাব্দে
15. কলকাতা হাইকোর্টের এলাকা কি কি ?
উত্তর: পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
16. সর্বাধিক রাজ্য কোন হাইকোর্টের এলাকার অন্তর্গত ?
উত্তর: গৌহাটি হাইকোর্ট (অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম ও নাগাল্যান্ড প্রভৃতি 4 টি রাজ্য অন্তর্গত)
17. একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট কোনটি ?
উত্তর: দিল্লি হাইকোর্ট
18. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায় ?
উত্তর: সুপ্রিম কোর্টে আপিল করা যায়।
19. সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায় না ?
উত্তর: হাইকোর্টে আপিল করা যায় না
20. সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে ?
উত্তর: 226 নং ধারা
অধস্তন আদালত
1. অধস্তন আদালত কী ?
উত্তর: হাইকোর্টের পরবর্তী পর্যায়ে অধস্তন আদালত অবস্থিত। এই আদালত দুটো ভাগে বিভক্ত-
A. জেলার অধস্তন আদালত
B. মহানগরীয় অঞ্চলের অধস্তন আদালত
2. জেলা জজকে কে নিয়োগ করেন ?
উত্তর: রাজ্যপাল
3. জেলা আদালতের কয়টি ভাগ ?
উত্তর: 2 টি ভাগ, দেওয়ানী আদালত ও ফৌজদারি আদালত
4. জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি ?
উত্তর: দায়রা আদালত
5. জেলা আদালতের সর্বনিম্ন আদালত কোনটি ?
উত্তর: পঞ্চায়েত আদালত
6. জেলা আদালতের বিরুদ্ধে কোথায় আপিল করা যায় ?
উত্তর: হাইকোর্টে আপিল করা যায়
ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 214 KB
No comments:
Post a Comment