মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা ইতিহাস বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটি তোমাদের আগত বিভিন্ন চাকরীর পরীক্ষার ক্ষেত্রে এবং ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে দারুন জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করেব। আমাদের আজকের সেই টপিকটি হল মুঘল সাম্রাজ্য প্রশ্ন উত্তর PDF- যে পোস্টটির মধ্যে থাকছে ১৭০টি বাছাই করা প্রশ্ন উত্তর।
তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নাও মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি।এবং যদি প্রশ্ন গুলি ভালোলাগে অবশ্যই বন্ধুদের প্রচুর পরিমানে শেয়ার করবে।
মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর
▣ আবুল ফজল রচিত পুস্তক দুটির নাম কি ?
উত্তরঃ আইন-ই-আকবরী ও আকবরনামা
▣ আরবরা কবে সিন্ধু দেশ জয় করে ?
উত্তরঃ আনুমানিক 712 খ্রিস্টাব্দে
▣ দাহির কোথাকার রাজা ছিলেন ?
উত্তরঃ সিন্ধু দেশের
▣ সোমনাথের মন্দির কে লুণ্ঠন করেন ?
উত্তরঃ আফগানিস্তানের অন্তর্গত গজনী রাজ্যোর সুলতান মামুদ ।
▣ সুলতান মামুদ কে ভারতে কে প্রথম বাধা দেন ?
উত্তরঃ উত্তর-পশ্চিম ভারতের শাহী বংশের রাজা জয়পাল
▣ তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ আল বিরুনি
▣ ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ মোহাম্মদ ঘোরি
▣ দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ইলতুৎমিস
▣ কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম কি ?
উত্তরঃ দাস বংশ
▣ কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় ?
উত্তরঃ 1206 খ্রিস্টাব্দে
▣ দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন ?
উত্তরঃ সুলতানা রাজিয়া
▣ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি কে চালু করেন ?
উত্তরঃ খলজী সুলতান আলাউদ্দিন খলজী
▣ কে তামার নোট প্রচলন করেছিলেন ?
উত্তরঃ মুহাম্মদ বিন তুঘলক
▣ খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জালালুদ্দিন খলজি
▣ দাস বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ কায়কোবাদ
▣ আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন ?
উত্তরঃ মালিক কাফুর
▣ মুসলমানদের বাংলা বিজয়ের সময় বাংলা রাজা কে ছিলেন ?
উত্তরঃ সেন বংশের রাজা লক্ষণ সেন
▣ চেঙ্গিস খাঁ কে ?
উত্তরঃ মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ইলতুৎমিসের রাজত্বকালে ভারত আক্রমণ করেন
▣ কুতুব মিনার কে নির্মাণ করেন ?
উত্তরঃ ইলতুৎমিস
▣ গিয়াসউদ্দিন বলবনের নীতি কি ছিল ?
উত্তরঃ করত ও লৌহনীতি
▣ কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
▣ দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
▣ 'সুলতানি যুগের আকবর' কাকে বলা হয় ?
উত্তরঃ ফিরোজ শাহকে
▣ দিল্লির শেষ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদী
▣ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এবং কে পরাজিত হয় ?
উত্তরঃ 1526 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতান ইব্রাহিম লোদী পরাজিত হয়
▣ তালিকোটার যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ 1565 খ্রিস্টাব্দে
▣ বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন ?
উত্তরঃ শ্রী চৈতন্যদেব
▣ মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন ?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
▣ মুহাম্মদ বিন তুঘলক কোথা থেকে কোথায় রাজধানী নিয়ে যান আর নিয়ে আসেন ?
উত্তরঃ দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরি বা দৌলতাবাদে এবং পুনরায় দিল্লিতে ।
▣ শিখ ধর্মের প্রবর্তক কে বা প্রথম গুরু কে ?
উত্তরঃ গুরু নানক
▣ খানুয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 1527 খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের
▣ কবুলিয়ত ও পাট্টা প্রদানের নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ শেরশাহ
▣ দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ মোগল সম্রাট আকবর
▣ দিন-ই-ইলাহি কি ?
উত্তরঃ মুঘল সম্রাট আকবর প্রবর্তিত নতুন ধর্মমত
▣ তবাকৎ-ই-নাসিরি কে রচনা করেন ?
উত্তরঃ মিনহাজ উদ্দিন সিরাজ
▣ ভারতের তোতাপাখি কে ?
উত্তরঃ আমির খসরু
▣ ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীর নাম কি ?
উত্তরঃ কিতাব-উল-রাহলা (সফরনামা)
▣ মোহাম্মদ ঘোরী কে ছিলেন ?
উত্তরঃ গজনীর শাসক ও দিল্লি বিজেতা ।
▣ বখতিয়ার খলজি কে ছিলেন ?
উত্তরঃ মোহাম্মদ ঘোরি তুর্কি সেনানায়ক যিনি লক্ষণ সেনের সময় বঙ্গদেশ জয় করেন.
▣ দিল্লিতে সুলতানি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
▣ কাকে ‘লাখবক্স’ বলা হত ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক কে
▣ খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জালাল উদ্দিন খলজি
▣ খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
▣ দাক্ষিণাত্যের কোন রাজ্য আলাউদ্দিন প্রথম আক্রমণ করেন ?
উত্তরঃ দেবগিরি
▣ আলাউদ্দিন কোন অঞ্চল থেকে মালিক কাফুর কে সংগ্রহ করেন ?
উত্তরঃ গুজরাটের ক্যাম্বে থেকে ।
▣ ইবন বতুতার ভ্রমণকাহিনীর নাম কি ?
উত্তরঃ কিতাব-উল-রাহলা
▣ তৈমুর লং কোন সুলতানের আমলে ভারত বর্ষ আক্রমণ করেন ?
উত্তরঃ মাহমুদ শাহ তুঘলকের আমলে
▣ কত সালে তৈমুর ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ 1398 খ্রিস্টাব্দে
▣ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সৈয়দ খিজির খাঁ
▣ লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বহলুল লোদী
▣ লোদী বংশের শেষ সুলতান কে ?
উত্তরঃ ইব্রাহিম লোদী
▣ বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ আলাউদ্দিন রহমন শাহ
▣ বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ হরিহর ও বুক্কা
▣ বিজয়নগর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়
▣ কাকে ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয় ?
উত্তরঃ তেলেগু কবি পোড্ডান
▣ কাকে কাশ্মীরের আকবর বলা হয় ?
উত্তরঃ জয়নুল আবেদিনকে
▣ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর
▣ বাবরের আত্মজীবনীর নাম কি ?
উত্তরঃ তুজুক-ই-বাবরি
▣ হুমায়ুননামা কে রচনা করেন ?
উত্তরঃ গুলবদন বেগম
▣ জাহাঙ্গীরের লেখা আত্মচরিত নাম কি ?
উত্তরঃ তুজুক-ই-জাহাঙ্গীরী
▣ বাবরের পিতার নাম কি ?
উত্তরঃ ওমর শেখ মির্জা
▣ কনৌজের যুদ্ধ / বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ শের খাঁ ও হুমায়ুনের মধ্যে
▣ দিল্লিতে শূর বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ শেরশাহ
▣ বাল্যকালে শেরশাহের নাম কি ছিল ?
উত্তরঃ ফরিদ খাঁ
▣ গ্রান্ড ট্রাঙ্ক রোড সড়ক-ই-আজম কে নির্মাণ করেন ?
উত্তরঃ শেরশাহ
▣ ঘোড়ার ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ শেরশাহ
▣ শেরশাহ প্রবর্তিত দুটি দলিল কি ?
উত্তরঃ কাবুলিয়াট ও পাট্টা
▣ শেরশাহ কিভাবে মারা যান ?
উত্তরঃ কালিঞ্জর দুর্গ অবরোধকালে (1545 খ্রিঃ)
▣ শেরশাহের বাঙালি হিন্দু সেনাপতি কে ছিলেন ?
উত্তরঃ ব্রহ্মজিৎ গৌড়
▣ হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল ?
উত্তরঃ 1576 খ্রিস্টাব্দে (আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে)
▣ হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কারা ছিলেন ?
উত্তরঃ মানসিংহ ও আসফ খাঁ
▣ আকবরের সর্বশেষ সামরিক অভিযান কি ?
উত্তরঃ খান্দেশের অসীরগড় দুর্গ জয় (1601 খ্রিঃ)
▣ মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর
▣ আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো ?
উত্তরঃ আবুল ফজল ও বাদায়ুনি
▣ মুঘল যুগের দুজন ইউরোপীয় পর্যটক এর নাম লেখ ?
উত্তরঃ টেভার্নিয়ে ও বার্ণিয়ে
▣ আকবর প্রতিষ্ঠিত ধর্মসভা গৃহের নাম কি ?
উত্তরঃ ইবাদৎখানা
▣ আকবরের সভাকবি কে ছিলেন ?
উত্তরঃ বীরবল
▣ আকবরের রাজসভায় খ্যাতনামা সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
উত্তরঃ মিঞা তানসেন
▣ জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণ দেন ?
উত্তরঃ পঞ্চম শিখ গুরু অর্জুনমল বা অর্জুন।
▣ জাহাঙ্গীর এর পূর্ব নাম কি ?
উত্তরঃ সেলিম
▣ তাজমহল কে নির্মাণ করেন ?
উত্তরঃ সম্রাট শাহজাহান
▣ ময়ূর সিংহাসন কে নির্মান করেন ?
উত্তরঃ শাহজাহান
▣ ওরঙ্গজেব কি উপাধি নেন ?
উত্তরঃ আলমগীর
▣ ওরঙ্গজেব কত সালে মারা যান ?
উত্তরঃ 1707 খ্রিস্টাব্দে (আহমদনগরে)
▣ শিখদের দশম ও শেষ গুরু কে ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং
▣ বান্দা বৈরাগীকে ?
উত্তরঃ গুরু গোবিন্দের উত্তরসূরি ও শিখ বিদ্রোহের নেতা যিনি সম্রাট ফারুকশিয়ারের আদেশে নৃশংসভাবে নিহত হন (1716 খ্রিস্টাব্দে)
▣ কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যভিষেক হয় ?
উত্তরঃ 1674 খ্রিস্টাব্দে (রায়গড়ে)
▣ মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ শিবাজী
▣ শিবাজী কি কি উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ 'ছাত্রপতি' ও 'গো ব্রাহ্মণ প্রজাপালক'
▣ পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ শিবাজী ও ওরঙ্গজেব এর পক্ষে জয়সিংহের মধ্যে
▣ কোন সালে শিবাজী দেহত্যাগ করেন ?
উত্তরঃ 1680 খ্রিস্টাব্দে
▣ শিবাজী প্রবর্তিত রাজস্বের নাম লেখ ?
উত্তরঃ চৌথ ও সরদেশমুখী
▣ শিবাজীর অশ্বারোহী বাহিনীর নাম কি ছিল ?
উত্তরঃ 'বর্গী' ও 'শিলাদার'
▣ কালিকট বন্দরে কোন পর্তুগিজ নাবিক প্রথম আসেন ?
উত্তরঃ ভাস্কো-ডা-গামা
▣ হজরত মুহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ 570 খ্রীষ্টাব্দে
▣ ফিরোজ তুঘলকের আত্মজীবনীর নাম কি ?
উত্তরঃ ফুতুয়াৎ- ই - ফিরোজশাহী ।
▣ মাহুয়ান কে ছিলেন ?
উত্তরঃ ভারতে আগত চিনা দোভাষী ও পর্যটক
▣ নিকোলো কন্টি কে ছিলেন ?
উত্তরঃ ইটালির অন্তর্গত ভিনিশীয় পর্যটক
▣ সুলতান মাহমুদ সম্পর্কে জানা যায় এমন একটি গ্রন্থের নাম লেখ ?
উত্তরঃ উতবি রচিত কিতাব উল ইয়ামিনি
▣ সুলতানি আমলে আগত দুজন পর্তুগিজ পর্যটক এর নাম লেখ ?
উত্তরঃ নুনিজ ও পায়াস
▣ আমির খসরু কে কেন ভারতের তোতা পাখি বলা হয় ?
উত্তরঃ তার কবিত্ব শক্তির জন্য
▣ কোন গ্রন্থ থেকে ইলতুৎমিসের রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ হাসান নিজামীর লেখা তাজ-উল-মাসির গ্রন্থ থেকে ।
▣ মামুদ কে ছিলেন ?
উত্তরঃ সুবক্তগিনের পুত্র ও গজনীর সুলতান ?
▣ মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ 17 বার (1000 খ্রিঃ থেকে 1027 খ্রিঃ পর্যন্ত)
▣ সুলতান মামুদের শেষ অভিযান কখন হয়েছিল ?
উত্তরঃ 1027 খ্রিস্টাব্দে
▣ মামুদ কত সালে সোমনাথের মন্দির লুণ্ঠন করেন ?
উত্তরঃ 1025 খ্রিঃ থেকে 1026 খ্রিঃ
▣ সুলতান মাহমুদের সঙ্গে কোন তুর্কি পন্ডিত ভারতে আসেন ?
উত্তরঃ পন্ডিত অলবেরুনি
▣ 'গাজি' ও 'বাৎশিকান' উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ মামুদ
▣ মুহাম্মদ ঘোরির প্রকৃত নাম কি ?
উত্তরঃ শাহাবুদ্দিন মোহাম্মদ
▣ আইবক কথার অর্থ কি ?
উত্তরঃ ক্রীতদাস
▣ কোন সুলতান নিজেকে 'খলিফার' সেনাপতি রূপে অভিহিত করেন ?
উত্তরঃ ইলতুৎমিস
▣ মধ্য এশিয়ার অন্তগর্ত খিবার কোন শাসক চেঙ্গিস খাঁর তাড়া খেয়ে ইলতুৎমিশের শরণাপন্ন হন ?
উত্তরঃ শাহ জালালউদ্দিন মাঙ্গাবরনী
▣ ইলতুৎমিসের পর কে সিংহাসনে বসেন ?
উত্তরঃ প্রথমে কিছুকালের জন্য তার পুত্র আরাম শাহ এর পরে কন্যা রাজিয়া
▣ দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন ?
উত্তরঃ সুলতানা রাজিয়া
▣ গিয়াসউদ্দিন বলবনের আমলে বাংলায় কে বিদ্রোহ করেন ?
উত্তরঃ তুঘ্রিল খাঁ
▣ আলাউদ্দিন খলজির পুত্রের নাম কি ?
উত্তরঃ খিজির খাঁ
▣ আলাউদ্দিন খলজির মেবার আক্রমণের সময় সেখানকার রানা কে ছিলেন ?
উত্তরঃ রতন সিংহ
▣ পদ্মিনী কে ছিলেন ?
উত্তরঃ মেবারের রানা রতন সিংহের স্ত্রী
▣ কোন সুলতান রেশনিং ব্যবস্থা বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
▣ আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
▣ খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তরঃ কুতুব উদ্দিন মোবারক (1316-20)
▣ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ গিয়াসউদ্দিন তুঘলক
▣ মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তরঃ জুনা খাঁ
▣ ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলকের আমলে
▣ তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসক কে ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
▣ মহম্মদ বিন তুঘলকের সময় দক্ষিণ ভারতের কোন স্বাধীন হিন্দু রাজ্য গঠিত হয়েছিল ?
উত্তরঃ বিজয়নগর রাজ্য
▣ তুঘলক বংশের শেষ সুলতান কে ?
উত্তরঃ নাসিরুদ্দিন মামুদ (মাহমুদ শাহ তুঘলক)
▣ সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?
উত্তরঃ ফিরোজ তুঘলক কে
▣ কে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ (1342 খ্রিঃ)
▣ হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা কে ?
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ
▣ সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় দেবরায়
▣ আদিনা মসজিদ কে নির্মান করেন ?
উত্তরঃ সিকন্দার শাহ
▣ "মনসামঙ্গল" কাব্য কে রচনা করেন ?
উত্তরঃ কবি বিজয় গুপ্ত
▣ 'আলগিরনামা' কে রচনা করেন ?
উত্তরঃ মির্জা মহম্মদ কাজিম
▣ বাবরের মাতার নাম কি ?
উত্তরঃ কতুল নিগার খানুম
▣ বাবরের পিতার নাম কি ?
উত্তরঃ ওমর শেখ মির্জা
▣ কখন কাদের মধ্যে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?
উত্তরঃ 1529 খ্রিস্টাব্দে বাবর এবং বাংলা-বিহারের সম্মিলিত আফগান শক্তিসমূহের মধ্যে
▣ বাবরনামা কে ফার্সি ভাষায় অনুবাদ করেন ?
উত্তরঃ পায়ান্দা খাঁ ও আবদুর রহিম খানু খানান
▣ হুমায়ুন কথার অর্থ কি ?
উত্তরঃ ভাগ্যবান
▣ শের খাঁ কার গৃহ শিক্ষক ছিলেন ?
উত্তরঃ বিহারের শাসনকর্তার পুত্র জালাল খাঁ র
▣ হুমায়ুন শেরশাহ কর্তৃক বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন ?
উত্তরঃ সিন্ধু দেশের অমরকোটে
▣ আকবরের মাতার নাম কি ?
উত্তরঃ হামিদা বানু
▣ আকবরের ধাত্রীমাতা কে ছিলেন ?
উত্তরঃ মহাম অনাঘা
▣ বৈরাম খাঁ কে ছিলেন ?
উত্তরঃ আকবরের অভিভাবক
▣ আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ রাজা টোডরমল
▣ মালিক অম্বর কে ছিলেন ?
উত্তরঃ আহমদ নগরের বিখ্যাত উজির ও সেনাপতি
▣ নুরজাহানের প্রকৃত নাম কি ?
উত্তরঃ মেহেরুন্নিসা
▣ নুরজাহান কথার অর্থ কি ?
উত্তরঃ জগতের আলো
▣ রামচরিত মানস কে রচনা করেন ?
উত্তরঃ তুলসীদাস
▣ অর্জুমন্দ বানু কে ছিলেন ?
উত্তরঃ নুরজাহানের ভ্রাতা আসিফ খানের কন্যা । পরবর্তীকালে তিনি শাহজাহানের বেগম মমতাজ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন
▣ শাহজাহানের চার পুত্রের নাম কি ?
উত্তরঃ দারাশিকো, সুজা, ওঔরঙ্গজেব ও মুরাদ
▣ ওরঙ্গজেব কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন ?
উত্তরঃ শিখদের নবম গুরু তেগবাহাদুর
▣ পেশোয়া কাকে বলা হয় ?
উত্তরঃ মারাঠাদের প্রধানমন্ত্রী কে
▣ আলবুকার্ক কে ছিলেন ?
উত্তরঃ ভারতে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্র গুলি শাসনকর্তা
▣ কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ইংরেজ বণিক জব চার্ণক (1690 খ্রিস্টাব্দে)
▣ ফোর্ট উইলিয়াম দুর্গ কখন প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1700 খ্রিস্টাব্দে
▣ ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কিভাবে হয় ?
উত্তরঃ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে
▣ মাদ্রাজে ইংরেজদের দুর্গের নাম কি ছিল ?
উত্তরঃ ফোর্ট সেন্ট জর্জ
▣ মুঘল দরবারে কি কি গোষ্ঠী ছিল ?
উত্তরঃ ইরানি, তুরানি ও হিন্দুস্থানী
▣ সৈয়দ ভাতৃদ্বয়ের নাম কি ?
উত্তরঃ সৈয়দ হোসেন আলী খান ও সৈয়দ আব্দুল্লাহ খান
▣ নাদির শাহ কখন ভারত বর্ষ আক্রমণ করেন ?
উত্তরঃ 1739 খ্রিস্টাব্দে
▣ নাদির শাহের ভারত আক্রমণ কালে মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ মহম্মদ শাহ
▣ হায়দ্রাবাদের নিজাম বংশের প্রতিষ্ঠা কে ছিলেন ?
উত্তরঃ নিজাম-উল-মলক আসফজা
▣ মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ মুর্শিদকুলি খাঁ
▣ অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সাদাৎ খাঁ
▣ শিখ ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ গুরু নানক
▣ সর্বশেষ পেশোয়া কে ?
উত্তরঃ দ্বিতীয় বাজিরাও
▣ তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1761 খ্রিস্টাব্দে আহমদশাহ আব্দালি ও মারাঠাদের মধ্যে
▣ বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মুর্শিদকুলি খাঁ (1717 খ্রিঃ - 1727 খ্রিস্টাব্দে)
▣ মুর্শিদকুলি খাঁর পূর্ব নাম কি ছিল ?
উত্তরঃ মহম্মদ হাদি
মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 11
File Size: 366 KB
No comments:
Post a Comment