আগামী ৫ই সেপ্টেম্বর সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে, খবরটি কতটা সত্যি জেনে নিন
ডিয়ার স্টুডেন্টস,
ইতিমধ্যে একটি খবর সবার কাছ থেকে শুনা যাচ্ছে যে আগামী ৫ই সেপ্টেম্বর নাকি ছুটি থাকবে সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলি। এটা খবর কিন্তু আদেও সত্য নয়, তাই আমরা এখন এই খবরটি আসল সত্যটা তোমাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করবো ।
আগামী ৫ই সেপ্টেম্বর ছুটি থাকবে সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খবরটি সত্য হলেও, এই ছুটি না, শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া হচ্ছে, এমনকি গোটা রাজ্যে ছুটি দেওয়া হবে,তেমনটাও নয়। কেবলমাত্র নির্দিষ্ট একটি এলাকার জন্যই এই ছুটির ঘোষণা করা হয়েছে।
আমরা সকলেই জানি যে,পশ্চিমবঙ্গে যেকোনো ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর(Finance Department of West Bengal).তাই গত কয়েকদিন আগে রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ছুটির বিষয়ে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ই সেপ্টেম্বর ছুটি থাকবে। যদিও এই ছুটি রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, সংস্থা বা অফিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আসল বিষয় হল, আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকায় উপ নির্বাচন হতে চলেছে। এর ফলে, Negotiable Instruments Act, 1881 অনুযায়ী এই দিন ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী এলাকায় সমস্ত সরকারি অফিস, স্কুল ছুটি থাকবে বলে জানিয়েছে অর্থ দফতর। এছাড়াও ঐদিন ধূপগুড়িতে সরকারের আন্ডারটেকিং সমস্ত সংস্থা, বোর্ড, স্থানীয় সংস্থা এবং কর্পোরেশন বন্ধ থাকবে। তবে ধূপগুড়ির বাইরে কোথাও এই ছুটির কোনো প্রভাব পড়বে না।
বিঃ দ্রঃ - যদি কোন কর্মচারী ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকার বাসিন্দা হন এবং কর্মসূত্রে বাইরে থাকেন, তাহলে ভোটের ছুটি ঘোষণা হলে কর্মস্থলেও সেদিন ছুটি হিসেবে ঘোষণা করা হবে তার। বিশেষ ছুটির অনুমতি দিয়ে তাকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। কোন এলাকায় পুনঃনির্বাচন হলেও সমস্ত কর্মচারী এবং শ্রমিককে সেইদিন ভোট দান করার সুযোগ দেওয়া হয়।
ছুটির অফিশিয়াল বিজ্ঞপ্তির লিংক - Click Here
আরও পড়ুন - উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে ২বার
No comments:
Post a Comment