Breaking




Saturday, 5 August 2023

ভারতীয় রাজবংশের সময়কাল তালিকা PDF || Indian Dynasties Timeline

ভারতীয় রাজবংশের সময়কাল তালিকা PDF || Indian Dynasties Timeline

ভারতীয় রাজবংশের সময়কাল তালিকা
ভারতীয় রাজবংশের সময়কাল তালিকা
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষার দারুন উপযোগী একটি টপিক শেয়ার করছি। যে টপিকটি তোমাদের অবশ্যই পড়ে রাখা দরকার। আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল PDF। যে পোস্টটির মধ্যে বিভিন্ন রাজবংশ যেমন- চোল বংশ, সাতবাহন বংশ, পাল বংশ, নন্দ বংশ, লোদী বংশ, মুঘল বংশ এবং আরও অন্যান্য রাজবংশ গুলির সময়কাল গুলি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
তাই তোমরা অবশ্যই নীচে দেওয়া তালিকাটি দেখে নাও এবং যদি মনে হয় সম্ভাব্য প্রশ্ন গুলি খুব মুখস্থ করে রাখতে পারো। 

ভারতীয় রাজবংশের সময়কাল তালিকা 

রাজবংশ সময়কাল
হর্ষঙ্ক বংশ ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্ব
শিশুনাগ বংশ ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্ব
নন্দ বংশ ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্ব
মৌর্য বংশ ৩২২-১৮৪ খ্রিস্টপূর্ব
শুঙ্গ বংশ ১৮৫-৭৫ খ্রিস্টপূর্ব
কান্ব বংশ ৭৫-৩০ খ্রিস্টপূর্ব
সাতবাহন বংশ ১০০ খ্রিস্টপূর্ব – ২২৫ খ্রিস্টাব্দ
বকাটক বংশ ২৫০-৫০০ খ্রিস্টাব্দ
গুপ্ত বংশ ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ
পল্লব বংশ ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ
চালুক্য বংশ ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ
পাল বংশ ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ
গুর্জর-প্রতিহার বংশ ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ
চোল বংশ ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ
সেন বংশ ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ
দাস বংশ ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ
খলজি বংশ ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ
তুঘলক বংশ ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ
সৈয়দ বংশ ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ
লোদী বংশ ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ
সালুভ বংশ ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ
তুলুভ বংশ ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ
আড়বিডু বংশ ১৫৭০-১৬৪৫ খ্রিস্টাব্দ
মুঘল বংশ ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ
মারাঠা বংশ ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ

ভারতীয় রাজবংশের সময়কাল সম্ভাব্য প্রশ্ন উত্তর

 হর্ষঙ্ক বংশ কত বছর স্থায়ী ছিল ? 
উত্তরঃ ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্ব

 শিশুনাগ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্ব

 নন্দ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্ব

 মৌর্য বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৩২২-১৮৪ খ্রিস্টপূর্ব

 শুঙ্গ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৮৫-৭৫ খ্রিস্টপূর্ব

 কান্ব বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৭৫-৩০ খ্রিস্টপূর্ব

 সাতবাহন বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১০০ খ্রিস্টপূর্ব – ২২৫ খ্রিস্টাব্দ

 বকাটক বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ২৫০-৫০০ খ্রিস্টাব্দ

 গুপ্ত বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ

 পল্লব বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ

 চালুক্য বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ

 পাল বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ

 গুর্জর-প্রতিহার বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ

 চোল বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ

 সেন বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ

 দাস বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ
 
 খলজি বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ

 তুঘলক বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ

 সৈয়দ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ

 লোদী বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ

 সালুভ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ

 তুলুভ বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ

 আড়বিডু বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৫৭০-১৬৪৫ খ্রিস্টাব্দ

 মুঘল বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ

মারাঠা বংশ কত বছর স্থায়ী ছিল ?
উত্তরঃ ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ

ভারতীয় রাজবংশের সময়কাল PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতীয় রাজবংশের সময়কাল

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  143 KB


No comments:

Post a Comment