Breaking




Saturday, 5 August 2023

বহু শূন্যপদে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ! যোগ্যতা || বেতন || বয়স || আরও অন্যান্য তথ্য

বহু শূন্যপদে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ! যোগ্যতা || বেতন || বয়স || আরও অন্যান্য তথ্য

বহু শূন্যপদে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
বহু শূন্যপদে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
গত ২৬শে জুলাই ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তিতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে প্রচুর শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। যে পদ গুলিতে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবে। 
তাই তোমরা নীচে দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি উল্লেখিত যোগ্যতা থেকে থাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। প্রথমে মনোযোগ সহকারে নীচের তথ্য গুলি পড়ে নাও। 

পদের নাম ➥ Specialist Medical Officer (SMO)

মোট শূন্যপদ ➥  ১১ টি। [UR- ৫ টি, SC- ৫ টি, OBC- ১ টি]

শিক্ষাগত যোগ্যতা ➥ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীদের ঔষধ, শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চক্ষুবিদ্যা ইত্যাদি বিভাগের ওপর সংশ্লিষ্ট ডিগ্রী থাকলে তবেই আবেদন করতে পারবেন। প্রত্যেক চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীনে নথিভুক্ত থাকতে হবে।

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সর্বোচ্চ ৬৭ বছর বয়সের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➥ 
  • UHWC মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে মাসিক ৬০,০০০ টাকা।
  • অন্যান্য বিভাগের মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে প্রাত্যহিক ৩০০০ টাকা। (সাপ্তাহিক সর্বোচ্চ দুই অথবা তিন দিনের হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।)

পদের নাম ➥ Staff Nurse (UHWC), Community Nurse

মোট শূন্যপদ ➥ ৫ টি। [UR- ৩ টি, SC- ১ টি, OBC- ১ টি]

শিক্ষাগত যোগ্যতা ➥ ভারতীয় নার্সিং কাউন্সিল/ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা অথবা BSC নার্সিং কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীর স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

মাসিক বেতন ➥ ২৫,০০০ টাকা।

পদের নাম ➥ Nutritionist

মোট শূন্যপদ ➥ ১ টি

শিক্ষাগত যোগ্যতা ➥ চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য এবং পুষ্টি বা সমতুল্য বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটিং বিষয়ে সাম্যক ধারণা থাকতে হবে চাকরিপ্রার্থীদের। সেইসঙ্গে, প্রার্থীদের বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে।

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

মাসিক বেতন ➥ ২৫,০০০ টাকা।

পদের নাম ➥ Medical Social Worker

মোট শূন্যপদ ➥ ১ টি

শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BA, B.Sc অথবা B.Com বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

মাসিক বেতন ➥ ১৮,০০০ টাকা


আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের আবেদন করতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।

আবেদন মূল্য ➥ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন ৫০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন ১০০ টাকা।

❒ গুরুত্বপূর্ণ তারিখ ➥ 

আবেদন শুরু ৩১শে জুলাই ২০২৩
আবেদন শেষ ১৪ই আগস্ট ২০২৩


❒ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment