৩০,০৪১টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ - রাজ্যে সিট সংখ্যা কত? || কবে থেকে আবেদন শুরু?
নমস্কার বন্ধুরা,
প্রতিবছর প্রচুর শূন্যপদে কেন্দ্র সরকারের দ্বারা গ্রামীণ ডাক সেবক নিয়োগ হয়ে থাকে। তাই এই বছরও প্রচুর শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩১শে জুলাই ২০২৩ তারিখে। তাই তোমরা যারা এই গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চাও অবশ্যই নীচের তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও।
❒ পদের নাম ➥ গ্রামীণ ডাক সেবক (GDS)
❒ মোট শূন্যপদ ➥ ৩০০৪১ টি
❒ রাজ্যে মোট শূন্যপদ ➥ ২১২৭টি
❒ রাজ্যে শূন্যপদের বিন্যাস ➥
- বাংলা ভাষা জানা - ২০১৪টি
- ভুটিয়া/ইংরেজি/লেপচা/নেপালি ভাষা জানা - ৪২টি
- ইংরেজি/হিন্দি ভাষা জানা - ৫৪টি
- নেপালি ভাষা জানা - ১৭টি
❒ শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে অবশ্যই যেকোন প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।
❒ অন্যান্য যোগ্যতা ➥ স্থানীয় ভাষা জানা জরুরি, যেমন - পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা। এর পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।
❒ মাসিক বেতন ➥
- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
- অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদের ক্ষেত্রে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
❒ বয়সসীমা ➥ GDS পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড়ের ব্যবস্থা আছে।
❒ আবেদন পদ্ধতি ➥ GDS পদে আবেদন কেলমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে।
❒ আবেদন মূল্য ➥
- UR/ OBC/ EWS শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।
- মহিলা প্রার্থী, ST, SC, PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
❒ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ৩রা আগস্ট ২০২৩ |
আবেদন শেষ | ২৩ই আগস্ট ২০২৩ |
বিঃ দ্রঃ - যদি কোন প্রার্থী আবেদন করার সময় কোন জায়গায় ভুল করে থাকে, সে ক্ষেত্রে ২৪শে আগস্ট ২০২৩ তারিখ থেকে ২৬শে আগস্ট ২০২৩ তারিখের মধ্যে তার ভুল সংশোধন করতে পারবে।
❒ গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
শূন্যপদের বিস্তারিত | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment