Breaking




Wednesday, 2 August 2023

পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 - শূন্যপদ || বেতন || যোগ্যতা || আবেদন শুরু || আরও অন্যান্য তথ্য

পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 - শূন্যপদ || বেতন || যোগ্যতা || আবেদন শুরু || আরও অন্যান্য তথ্য

পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুন গুরুত্বপূর্ণ একটি সম্ভাব্য চাকরীর খবর নিয়ে। আমরা সম্ভাব্য কথাটি ব্যবহার করলাম কারন আমরা এখন যে বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করবো সেই বিজ্ঞপ্তিটি কবে বের হবে সেই তারিখটি ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এখনও পুরোপুরি নোটিশটি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার আর জেল পুলিশ পদে নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে। যার মধ্যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ঘোষণা করেছে।
আমরা এখন বিস্তারিত ভাবে পশ্চিমবঙ্গ জেল পুলিশ পদের শূন্যপদ, বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন শুরু এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি আলোচনা করবো। 

 পদের নাম  Warder/ Lady Warder (ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার) 

  শূন্যপদ  ১৩০টি যার মধ্যে পুরুষ - ১০০ জন এবং মহিলা - ৩০ জন।

 শিক্ষাগত যোগ্যতা  প্রার্থী যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করতে পারবে।

 অন্যান্য যোগ্যতা  প্রার্থীর অবশ্যই কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের বেসিক কোর্স করে থাকতে হবে।

 শারীরিক যোগ্যতা  শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সহ এর সাথে অবশ্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা কিছু শারীরিক যোগ্যতাও থাকতে হবে। যেমন- উচ্চতা,ওজন,পুরুষদের বুকের ছাতি ইত্যাদি। 

 বয়সসীমা  প্রার্থীকে আবেদন করতে হলে ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে তাকে ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য ৩ থেকে ৫ বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ের ব্যবস্থা আছে। 

 মাসিক বেতন  ২২.৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। 

 আবেদন পদ্ধতি  প্রার্থীর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

 নিয়োগ পদ্ধতি  জেল পুলিশ পদে প্রার্থীদের নির্বাচন করা হবে ৫টি ধাপের মাধ্যমে। ০১. লিখিত পরীক্ষা ০২. Physical Measurement Test (PMT) ০৩.Physical Efficiency Test (PET) ০৪.ইন্টারভিউ ০৫.মেডিকেল টেস্টের

আবেদন শুরু ৬ই আগস্ট ২০২৩
আবেদন শেষ ২৬শে আগস্ট ২০২৩

 ভুল সংশোধনের তারিখ  যদি কোন প্রার্থী আবেদন পত্রে ভুল করে থাকে তারে তাদের ভুল সংশোধন ২৯শে আগস্ট ২০২৩ তারিখ থেকে ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে করতে পারবে। 

 আবেদন মূল্য ➥ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment