Breaking




Thursday, 31 August 2023

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত তালিকা PDF || Chemical Symbols and Formulas In Bengali PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত
বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা ভৌত বিজ্ঞান বিষয়ের খুবই উপযোগী একটি পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটি সমস্থ চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে, আজকের পোস্টটি হল, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত তালিকা PDF
তাই এখন তোমরা নীচে দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও কারণ এই পোস্টটি এতটাই গুরুত্বপূর্ণ যে, যে কোন সময়ে কাজে আসবে। 

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত

মার্বেল পাথরের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম কার্বনেট
  • সংকেত - CaCO3

ম্যাগনেসিয়ামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ম্যাগনেসিয়াম অক্সাইড
  • সংকেত - Mg(OH)2

কস্টিক সোডার রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম হাইড্রক্সাইড
  • সংকেত - NaOH

ফসজিন গ্যাসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - কার্বনিল ক্লোরাইড
  • সংকেত - COCl2

অ্যালাম বা ফটকিরির রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট
  • সংকেত - K2SO4, Al2(SO4)3 24H2O

ভারী জলের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জয়েটেরিয়াম হাইড্রাইড
  • সংকেত - D2O

ক্যালোমেল-এর রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - মারকিউরাস ক্লোরাইড
  • সংকেত - Hg2Cl2

ফেরিক অ্যালামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক পটাসিয়াম এবং ফেরিক সালফেট
  • সংকেত - K2SO4, Fe2(SO4)3, 24H2O

গান পাউডারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণ
  • সংকেত - KNO3 + S + চারকোল

হাইড্রোলিথের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম হাইড্রাইড
  • সংকেত - CaH2

মিল্ক অফ লাইমের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম হাইড্রক্সাইড
  • সংকেত - Ca(OH)2

কাপড় কাচার সোডার রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম কার্বনেট
  • সংকেত - Na2CO3

রেড লেড-এর রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - লেড অক্সাইড
  • সংকেত - Pb3O4

কোরালের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - প্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেট
  • সংকেত - CaCO3

ক্লোরোটোনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ট্রাইক্লোরো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল
  • সংকেত - (CH3)2C(OH)CCl3

কার্বোরাণ্ডামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সিলিকন কার্বাইড
  • সংকেত - SiC

ফ্রিয়ন-১২-এর রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন
  • সংকেত - CF2Cl2

হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট
  • সংকেত - ZnSO4, 7H2O

সেরুসাইটের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - লেড কার্বনেট
  • সংকেত - PbCO3

সোরার রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম নাইট্রেট
  • সংকেত - KNO3

মাইকার রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট
  • সংকেত - K2O, 3Al2O3, 6SiO2, 2H2O

হর্ন সিলভারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সিলভার ক্লোরাইড
  • সংকেত - AgCl

ক্যালগনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম হেক্কামেটা ফসফেট
  • সংকেত - Na2 [Na4 (PO3)6]

অ্যাসপিরিনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
  • সংকেত - C6H4 (OCOCH3)COOH

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট
  • সংকেত - Ca(OCl)Cl

জিপসামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক ক্যালসিয়াম সালফেট
  • সংকেত - CaSO4, 2H2O

পোড়া চুনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম অক্সাইড
  • সংকেত - CaO

মাস্টার্ড গ্যাসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ২-২ ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড
  • সংকেত - (ClH2C-CH2)2S

ক্রোম অ্যালামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক পটাসিয়াম ও ক্রোমিয়াম সালফেট
  • সংকেত - K2SO4, Cr2(SO4)3 24H2O

ক্রায়োলাইটের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লওরাইড
  • সংকেত - Na3AlF6

ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - CO ও H2 এর মিশ্রণ
  • সংকেত - CO + H2

কোয়ার্টজের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - বালি
  • সংকেত - SiO2

লিথো ফোনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণ
  • সংকেত - ZnS + BaSO4

মোজেইক গোল্ডের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - স্ট্যানিক সালফাইড
  • সংকেত - SNS2

গ্রীন ভিট্রিয়লের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক ফেরাস সালফেট
  • সংকেত - FeSO4, 7H2O

এপসম সল্টের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক ম্যাগনেসিয়াম সালফেট
  • সংকেত - MgSO4, 7H2O

ব্যারাইটা ওয়াটারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - বেরিয়াম হাইড্রক্সাইড
  • সংকেত - Ba(OH)2, 8H2O

চিলি সল্টপিটারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম নাইট্রেট
  • সংকেত - NaNO3

প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট
  • সংকেত - 2CaSO4, H2O

নাইটারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম নাইট্রেট
  • সংকেত - KNO3

ব্রিমস্টোনের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সালফার
  • সংকেত - S8

মার্শ গ্যাসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - মিথেন
  • সংকেত - CH4

রুজের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ফেরিক অক্সাইড
  • সংকেত - Fe2O3

শুষ্ক বরফের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - কঠিন কার্বন ডাই অক্সাইড
  • সংকেত - CO2

ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ধূমায়মান সালফিউরিক অ্যাসিড
  • সংকেত - H2S2O7

দার্শনিকের উলের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জিঙ্ক অক্সাইড
  • সংকেত - ZnO

কুইক সিলভারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পারদ
  • সংকেত - Hg

বেকিং পাউডারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোডিয়াম বাইকার্বনেট
  • সংকেত - NaHCO3

কস্টিক পটাসের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম হাইড্রক্সাইড
  • সংকেত - KOH

অ্যাক্রাইলো নাইট্রাইলের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ভিনাইল সায়ানাইড
  • সংকেত - CH2=CH-CN

ফেলস্পারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট
  • সংকেত - KAI, Si3O4

গ্লবার লবণের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক সোডিয়াম সালফেট
  • সংকেত - Na2SO4, 10H2O

হাইপোর রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সোদক সোডিয়াম থায়োসালফেট
  • সংকেত - Na2S2O3, 5H2O

জিঙ্ক হোয়াইটের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জিঙ্ক অক্সাইড
  • সংকেত - ZnO

জিঙ্ক ব্লেণ্ডের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - জিঙ্ক সালসাইড
  • সংকেত - ZnS

মোর লবণের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ফেরাস অ্যামোনিয়াম সালফেট
  • সংকেত - FeSO4, (NH4)2, SO4, 6H2O

হোয়াইট লেডের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ক্ষারীয় লেড কার্বনেট
  • সংকেত - 2PbCO3, Pb(OH)2

সিনাবারের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - মারকিউরিক সালফাইড
  • সংকেত - HgS

সিমেন্টাইটের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - আয়রন কার্বাইড
  • সংকেত - FeC2

ক্রোম ইয়েলোর রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - লেড ক্রোমেট
  • সংকেত - PbCrO4

সাইক্লোনাইটের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - ট্রাইমিথিলিন ট্রাইনাইট্যামিন
  • সংকেত - (CH2N-NO2)3

ভিট্রওসিলের রাসায়নিক নাম ও সংকেত কি ?
  • রাসায়নিক নাম - সিলিকন ডাইঅক্সাইড
  • সংকেত - SiO2

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  225 KB    


No comments:

Post a Comment