আগস্ট মাসে দেখে যাবে ৬টি বিরল মহাজাগতিক দৃশ্য, কবে কোন দৃশ্য দেখা যাবে এখুনি দেখে নিন
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটি বিরল মহাজাগতিক দৃশ্য সম্পর্কে। চলতি মাসে ঘটতে চলেছে ৬টি বিরল মহাজাগতিক দৃশ্য যে দৃশ্য গুলি সকলকে দেখার জন্য অনুরধ করা হচ্ছে। এই আগস্ট মাসে দেখা যাবে সুপার মুন,ব্লু মুন, শূন্য ছায়া দিবস, শনির গ্রহের বলয় দৃশ্যমানতা,উল্কা বৃষ্টির মতো কিছু মহাজাগতিক দৃশ্য।
তাই তোমরা একনজরে দেখে নাও এই আগস্ট মাসের কোন কোন তারিখে কোন দৃশ্য দেখা যাবে।
আগস্ট মাসের পৃথিবীর আকাশে যেসব বিরল মহাজাগতিক দৃশ্য গুলি দেখা যাবে -
০১. ১লা আগস্ট দেখা যাবে সুপার মুন। যা অন্যান্য দিনের চাঁদের তুলনায় বেশি বড়ো এবং উজ্জ্বল সোনালী রঙের দেখাবে।
০২. ১০ই আগস্ট রাতের আকাশে খালি চোখে বুধ গ্রহকে দেখা যাবে যা ভীষণ স্পষ্ট হবে।
০৩. ১২ই এবং ১৩ই আগস্ট উল্কা বৃষ্টি দেখা যাবে ভীষণ স্পষ্ট ভাবে৷
০৪. ১৬ই আগস্ট ক্ষুদ্রতম চন্দ্র দেখতে পাবেন। চাঁদকে নিজের আসল আয়তনের চেয়ে অনেক ছোট দেখাবে।
০৫. ১৮ই আগস্ট ভারতবর্ষের কোথাও কোনো বস্তুর ছায়া পড়বে না। কারণ, সূর্য পৃথিবীর ঠিক উপরে অবস্থান করবে। এই ঘটনাকে জিরো শ্যাডো ডে বলা হয়। বিজ্ঞানীদের মতে, এই ঘটনাটি আমাদের দেশে সেই সমস্ত স্থান বা শহরে ঘটে যা কর্কটক্রান্তি এবং মকর রাশির মধ্যে পড়ে।
০৬. ২৭শে আগস্ট রাতে বলয় সহ শনি গ্রহ দেখা যাবে। শনি গ্রহ সূর্যের ঠিক উল্টো দিকে থাকবে। এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। যার কারণে, রাতের আকাশে খালি চোখে শনি গ্রহকে দেখা যাবে এবং তার বলয়ও দেখা যাবে।
০৭. ৩০শে আগস্ট দেখা যাবে নীল চাঁদ। Blue Moon কিন্তু প্রকৃতপক্ষে নীল রঙের চাঁদ নয়। কোনও মাসের দ্বিতীয় পূর্ণিমাকে বলে Blue Moon। পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদের ২৯ দিন সময় লাগে। ফলে মাঝে মধ্যে এক মাসে দু'টি করে পূর্ণিমা হতে দেখা যায়। এর মধ্যে প্রথমটিকে বলে Full Moon। দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় New Moon। এই নিউ মুনই হল প্রকৃতপক্ষে Blue Moon
No comments:
Post a Comment