WBPSC-এর মাধ্যমে কৃষি সহকারী পরিচালক পদে কর্মী নিয়োগ, বেতন ৫৬ হাজার থেকে ১ লক্ষ ৪৪ হাজার পর্যন্ত
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBPSC-এর মাধ্যমে কৃষি সহকারী পরিচালক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা এই পদে আবেদন করতে চাও অবশ্যই নীচের দেওয়া এই পদে সমস্থ তথ্য গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নাও।
▩ পদের নাম ➥ ASSISTANT DIRECTOR OF AGRICULTURE
▩ মোট শূন্যপদ ➥ ১২২ টি
▩ শূন্যপদের বিন্যাস ➥ UR- ৫২ টি, SC- ২৫ টি, ST- ৭ টি, OBC- ২০ টি, EWS- ১২ টি, PwBD- ৬ টি
▩ শিক্ষাগত যোগ্যতা ➥ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা আবশ্যক।
▩ মাসিক বেতন ➥ ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত।
▩ বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। তারপাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী SC/ST দের জন্য ৫ বছর এবং OBC- প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছারের ব্যবস্থা করা আছে।
▩ আবেদন পদ্ধতি ➥ উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
▩ নিয়োগ পদ্ধতি ➥ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
▩ আবেদন মূল্য ➥ Gen/OBC প্রার্থীদের আবেদন মূল্য - ২১০ টাকা।
SC/ST এবং ৪০% -এর উপর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।
▩ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ২৫শে জুন ২০২৩ |
আবেদন শেষ | ১৭ই আগস্ট ২০২৩ |
▩ গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment