মানবদেহের বিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে যে পোস্টটি শেয়ার করছি সেই পোস্টটি আমাদের শরীরের রোগ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা দেবে। আমাদের আজকের পোস্টটি হল, বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা PDF যে পোস্টটির মধ্যে কিছু জনপ্রিয় রোগের নাম এবং সেই রোগের বাহক জীবাণুর নাম খুব সুন্দর ভাবে তালিকা এবং প্রশ্ন আকারে তোমাদের সামনে তুলে ধরলাম।
তাই তোমরা অবিলম্বে নীচের দেওয়া তালিকা এবং প্রশ্ন উত্তর গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে।
বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা
রোগ | জীবাণুর নাম |
---|---|
কোভিড-১৯ | করোনাভাইরাস |
গুটিবসন্ত | ভ্যারিওলা ভাইরাস |
কুষ্ঠ | মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি |
যক্ষ্মা | মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস |
টাইফয়েড | সালমোনেলা টাইফি |
ম্যালেরিয়া | প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স |
পোলিও | পোলিও ভাইরাস |
জলাতঙ্ক | রেবিস ভাইরাস |
ইনফ্লুয়েঞ্জা | অর্থোমিক্সোভিরিডি |
মাম্পস | প্যারামিক্সো ভাইরাস |
কলেরা | ভিব্রিও কলেরি |
প্লেগ | ইয়েরসিনিয়া পেস্টিস |
এইডস | HIV |
কালাজ্বর | লিশম্যানিয়া ডনোভানি |
হাম | মিজল্স মর্বিলিভাইরাস |
আমাশয় | ব্যাসিলারি ডিসেন্ট্রি |
নিউমোনিয়া | ডিপ্লোকক্কাস নিউমোনিয়া |
টিটেনাস | ক্লস্ট্রিডিয়াম টিটেনি |
অ্যাসপারজিলোসিস | অ্যাসপারজিলাস ফিউমিগেটাস |
সিফিলিস | ট্রিপোনেমা প্যালিডাম |
ডিপথেরিয়া | করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া |
স্লিপিং সিকনেস | ট্রাইপ্যানোসমিয়া |
গনোরিয়া | নিশেরিয়া গনোরি |
বিভিন্ন রোগের জীবাণুর নাম প্রশ্ন উত্তর
❒ কোভিড-১৯ রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ করোনাভাইরাস
❒ গুটিবসন্ত রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ভ্যারিওলা ভাইরাস
❒ কুষ্ঠ রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
❒ যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
❒ টাইফয়েড রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ সালমোনেলা টাইফি
❒ ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
❒ পোলিও রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ পোলিও ভাইরাস
❒ জলাতঙ্ক রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ রেবিস ভাইরাস
❒ ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ অর্থোমিক্সোভিরিডি
❒ মাম্পস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ প্যারামিক্সো ভাইরাস
❒ কলেরা রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ভিব্রিও কলেরি
❒ প্লেগ রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ইয়েরসিনিয়া পেস্টিস
❒ এইডস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ HIV
❒ কালাজ্বর রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ লিশম্যানিয়া ডনোভানি
❒ হাম রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ মিজল্স মর্বিলিভাইরাস
❒ আমাশয় রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ব্যাসিলারি ডিসেন্ট্রি
❒ নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ডিপ্লোকক্কাস নিউমোনিয়া
❒ টিটেনাস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ক্লস্ট্রিডিয়াম টিটেনি
❒ অ্যাসপারজিলোসিস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ অ্যাসপারজিলাস ফিউমিগেটাস
❒ সিফিলিস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ট্রিপোনেমা প্যালিডাম
❒ ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া
❒ স্লিপিং সিকনেস রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ট্রাইপ্যানোসমিয়া
❒ গনোরিয়া রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ নিশেরিয়া গনোরি
বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 211 KB
No comments:
Post a Comment